গুগল ক্রোমের কাজ করার গতি বাড়াবার জন্য ছোট্ট একটা পরামর্শ

প্রথম টিউন। তাই পরম করুণাময়ের নামে আরম্ভ করছি। আগে বহুবার নতুন অ্যাকাউন্ট করার সুযোগ এসেছে কিনা খুলে দেখেছি তবে সুযোগ ছিল না এতদিন। এবারে এল। যেদিন এল সেইদিনই করতাম তবে সুযোগ-সময় ঠিক ব্যাটে-বলে মিলছিল না। 

 

কেবল পড়েই যাচ্ছিলাম, যা জানি তা আর লেখার সুযোগ ছিল না। জানি অনেক কম, তাও মনে করি যে, সেগুলোও চেষ্টা করা উচিত ছড়িয়ে দেবার। যা জানি তা প্রকাশ করা বা অন্যকেও জানানো হলে সেই জানার বরকত বাড়ে। এটা অবশ্যই একটা মানবতার সেবাও বটে, যা আমি ঘরে বসেও করতে পারব অনায়াসে আর সেও যখন আমার খুশি। 

যাক, অনেক তো অনুভূতি লিখলাম নতুন অ্যাকাউন্ট করবার। এখন চলুন, গৌরচন্দ্রিকার পর এবারে মূল কথায় আসি। গুগল ক্রোম সম্পর্কে তো নতুন করে এমনি কিছু বলার নাই। জনপ্রিয়তার তুঙ্গে বহুকাল ধরেই। থাকবেও। কমবেশি অনেকেই ব্যবহার করি।
সেই গুগল ক্রোমের কাজ করার গতি বাড়াবার জন্য ছোট্ট একটা পরামর্শ পাবেন এই লিঙ্কে। এটা দিতেই এই টিউন। 
উল্লেখ্য, ভিডিওটির পরের দিকে একটি add on দেখানো হবে, যদিও সেটা ক্রোম কর্তৃপক্ষ তুলে নিয়েছে। অতএব, ওটা আর পাবেন না। শুরুর দিকে যেই ✓গুলো তুলে দিতে বলা হয় স্রেফ সেগুলোই তুলে দিন - এতেই যা উপকার পাবেন ব্রাউজারটার গতি বাড়াতে চাইলে (না চাওয়ার প্রশ্নই আসে না)।
ধন্যবাদ।
ফি আমানিল্লাহ, ভালো থাকুন পাঠক, ভালো রাখুন সকলকে। চেষ্টা করব আরও কিছু দেবার। আসসালামু আলাইকুম।

Level 0

আমি জারিফ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস