প্রথম টিউন। তাই পরম করুণাময়ের নামে আরম্ভ করছি। আগে বহুবার নতুন অ্যাকাউন্ট করার সুযোগ এসেছে কিনা খুলে দেখেছি তবে সুযোগ ছিল না এতদিন। এবারে এল। যেদিন এল সেইদিনই করতাম তবে সুযোগ-সময় ঠিক ব্যাটে-বলে মিলছিল না।
কেবল পড়েই যাচ্ছিলাম, যা জানি তা আর লেখার সুযোগ ছিল না। জানি অনেক কম, তাও মনে করি যে, সেগুলোও চেষ্টা করা উচিত ছড়িয়ে দেবার। যা জানি তা প্রকাশ করা বা অন্যকেও জানানো হলে সেই জানার বরকত বাড়ে। এটা অবশ্যই একটা মানবতার সেবাও বটে, যা আমি ঘরে বসেও করতে পারব অনায়াসে আর সেও যখন আমার খুশি।
আমি জারিফ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।