google crome এ বাংলা ফন্ট সমস্যার সমাধান!!

আসসালামুয়ালাইকুম,

আশা করি সবাই ভাল আছেন। টেকটিউন এ ইতোপূর্বে এ সম্পর্কিত পোস্ট হয়েছে কিনা আমার জানানেই। হয়ে থাকলেও আশাকরি আমার পোস্ট অনেক কাজে লাগবে। এই পোস্টটি তাদের জন্য যারা google crome browser ব্যবহার করছেন অথচ এখনো বাংলা সাপোর্ট করছেনা বা বাংলা ফন্ট ভেঙ্গে ভেঙ্গে আসছে। চলুন তাহলে কাজে নেমেপরি।

images

প্রথমেই নিচের লিঙ্ক থেকে বাংলা ফন্টটি ডাউনলোড করে নিন। তার পর একে একে ধাপ গুলো অনুসরন করুন।

SolaimanLipi  অথবা  Click Here 

তারপর  font টি আপনার download folder থেকে copy করুন। তারপর  Control panel এ যান ।সেখান থেকে Font Setting এ যান এবং তারপর ফন্টটি paste করুন। এবার Google Chrome ব্রাউজারটি ওপেন করুন।

সেখান থেকে Settings এ যান। তারপর একেবারে নিচের দিকে  " show advance settings" আছে সেখানে ক্লিক করুন। সেখান থেকে  Web Content এ যান।

সেখানে পাবেন
1. Font Size
2. Page Zoom
3. Customize Font -

এবার এই Customize Font এ Click করুন। এখন একটি নতুন উইন্ডো আসবে। তা হল "Fonts and Encoding"। সেখানে আপনি
1. Standard Font পাবেন যেখানে drop down menu আছে। এখানে  bangla font হিসেবে solaimanLipi কে choose করুন। তারপর...
2. Serif Font পাবেন সেখানে drop down menu আছে।  এখানে  bangla font হিসেবে solaimanLipi কে choose করুন। তারপর...
3. Sans-serif Font পাবেন সেখানে  drop down menu আছে। এখানে bangla font হিসেবে solaimanLipi কে choose করুন। তারপর...
4. Fixed Width Font পাবেন । যেখানে drop down menuআছে।এখানে bangla font হিসেবে solaimanLipi কে choose করুন। তারপর...
5. Minimum font Size আছে। এই অপশনটি যেমন আছে তেমনই থাকবে।  তারপর....
6.Change Encoding অপশন পাবেন যেখানে drop down menu আছে। এখানে Unicode- UTF-8 কে choose করে ok দিন তারপর....
তারপর আপনার Chrome ব্রাউজারটি বন্ধ করুন এবং কম্পিউটার টি restart দিন আর মজা দেখুন।

আজ এ পর্যন্তই। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেয।

পোস্টটি পূর্বে প্রকাশিত হয়েছে আমার বল্গসাইট A1Help

Level 2

আমি Anamul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

helpful for new

ধন্যাবাদ ভাই আমার কাজে লাগছে

ভাই আমার গুগল ক্রোম ব্রাউজার আপডেট নেয়া বন্ধ করে দিয়েছে। দেখাচ্ছে update is disabled by adminstrator। আমি ক্রোমকে এডমিন্সট্রাটর মোডেও রান করেছি, লাভ হয়নি। এরপর ক্রোম ব্রাউজার আনইন্সটল করে পুনরায় ইন্সটল করেছি, কিন্ত কোন ভাবেই এই সমস্যা যাচ্ছে না। এর সমাধান কি?