বিভিন্ন কাজে আমাদের ওয়েবপেজ পিডিএফ আকারে সেভ করতে হয়। এর জন্য অনেক ভালো ওয়েবসাইট আছে। কিন্ত তা দিয়ে সব ওয়েবপেজ PDF আকারে সেভ করা যায় না। যেমন আমরা কোনো ওয়েবসাইট থেকে আমাদের পাবলিক পরীক্ষার রেজাল্টের কপি বা মার্কশীট PDF আকারে সেভ করতে পারি না।
আমি এবার আপনাদের যে পদ্ধতিটা শিখাব তা দিয়ে যেকোনো ওয়েবপেজ সেভ করতে পারবেন। এর জন্য আমাদের Chrome ব্যাবহার করতে হবে।
১। প্রথমে যে অংশটুকু PDF করতে চান তা সিলেক্ট করুন।
২। সিলেক্ট করা অংশের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের Right Button এ ক্লিক করুন। এরপর নিচের ছবির মত Print লেখার উপর ক্লিক করুন।
অথবা পুরো পেজ করতে চাইলে একবারেই Ctrl+P চাপুন।
৪। নিচের ছবির মত Change লেখা র উপর ক্লিক করুন।
(একবার সিলেক্ট করে রাখলে পরবর্তীতে আর করতে হবে না)
৫। নিচের ছবির মত Save as PDF এ ক্লিক করুন।
৬। এবার Save এ ক্লিক করে আপনার পছন্দমত ড্রাইভে সেভ করে রাখুন।
আমি একজন নতুন টিউনার তাই ভূল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। এবং আশা করি আপনাদের কিছু মাঝে মাঝে ভালো কিছু টিউন করতে পারব।
আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good tune. Go ahead.