কি !! গুগল ক্রোমে বাংলা দেখতে সমস্যা !!! এবার গুগল ক্রোমসহ সকল যায়গায় ► Bindas ◄ ক্লিয়ার বাংলা দেখুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

আবারো আমি আপনাদের সামনে হাজির 😆  । ফাষ্ট ব্রাউজিং এর পাশাপাশি সহজবোধ্য ইন্টারফেস ও তুলনামূলক হ্যাংমুক্ত হওয়ায় অনেকেই এখন ঝুকে পড়ছেন গুগল ক্রোম এর দিকে। আমিও ক্রোম এর দিকে ঝুকে পড়েছি আগে firefox চালাতাম । কিন্তু ক্রোমে একতাই  সমস্যা বাংলা ফন্ট সমস্যা দেখতে প্রবলেম । তাই আজকে আমি  Solution নিয়ে এলাম

ফন্ট সেটিংস ছাড়াই গুগল ক্রোম এ সুন্দর বাংলা দেখা গেলেও অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। এরমধ্যে একটি কমন সমস্যা নিচের মত দাড়ির পর বাংলা লাইনগুলির লেখাগুলি বক্স আকারে দেখানো।

মজিলা ফায়ারফক্সে সুন্দর বাংলা দেখার জন্য অনেক টিউন থাকলেও ক্রোমের জন্য এরকম কোন টিউন পাওয়া গেল নাহ্ ! সেজন্যই মূলত এই টিউন । আসুন তাহলে দেখা যাক কিভাবে গুগল ক্রোম এ কোন সমস্যা ছাড়াই সুন্দর বাংলা দেখা যায়-

প্রথম সমস্যাঃ বক্স বক্স আকারে বাংলা দেখানো-

১. আপনার এড্রেসবারে chrome://settings/fonts লিখে Enter দিন অথবা সেটিং থেকে ম্যানুয়ালী সেটিংস এ গিয়ে advanced settings এ ক্লিক করে Web Content থেকে Customized Fonts… এ ক্লিক করুন

২. নিচের স্ক্রিনশর্টে দেখানো Standard font, Serif font, Sans-serif font ও Fixed width font থেকে SolaimanLipi কিংবা SiyamRupali অথবা আপনার পছন্দমত যেকোন ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিন। এবং Encoding থেকে Unicode UTF-8 সিলেক্ট করে OK করুন।

৩. ব্যাস এবার দেখুন দাড়ির শেষে বাংলা লেখাগুলি আবার বক্স বক্স দেখাচ্ছে না। ৪. তারপরেও যদি কোন জায়গায় বক্স বক্স আসে তাহলে Standard Font, Serif font, Fixed-width font সবগুলিতেই একই বাংলা ইউনিকোড ফন্ট দিয়ে দিন।

দ্বিতীয় সমস্যাঃ লেখার উপর লেখা চড়ে যাওয়া-

উপরের সমস্যাটির পাশাপাশি এই সমস্যাটিও একটি গুরুতর সমস্যা। এই সমস্যাটিতে সবাই নাও পড়তে পারেন কেননা এটি ফন্টগত সমস্যা অর্থাৎ যারা তাদের গুগল ক্রোম এ বাংলা দেখার জন্য SolaimanLipi ফন্টটির পুরানা ভার্সনটি ব্যবহার করেন তাদেরই এই সমস্যা হতে পারে। undefined

ফন্টটির তৈরী কারক সোলাইমান ভাই ফন্টটির এই সমস্যাটি নিরসরনের জন্য SolaimanLipi ফন্টটির দ্বিতীয় সংস্করণ বের করেন। যারা অনেক আগেথেকেই ফন্টটির এই দ্বিতীয় সংস্করণটি ব্যবহার করেন তাদের এই সমস্যা হবে না।

১। এখানে ক্লিক করে ফন্টটি ডাউনলোড করে নিন।

২। ডাউনলোডকৃত ফন্টটি কপি করে C:windowsfonts ফোল্ডারে পেষ্ট করুন।

৩। ব্যাস এবার ঝকঝকে বাংলা দেখুন আপনার গুগল ক্রোম এ ! আর করুন  Fast Browsing !!  😆

আমার সাইট   টেকনো গসিপ একবার ঘুরে আসেন ভাল লাগবে

আজ এই পর্যন্তই  ইনশাআল্লাহ্‌ আগামিতে আবার দেখা হবে আর  যে কোন  প্রবলেম হইলে কমেন্ট করবেন । খোদা হাফেজ  ‼

Level New

আমি IHK শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 1041 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @মুহাম্মাদ ইউসুফ: ধন্যবাদ আপনাকে

      @IHK শাওন: তোমার কথামত সবই করলাম কিন্তু কোন কাজ হরো না।

আপনি পিসি restart দিয়ে দেখেন তারপরও না হইলে আবার step by step Follow করেন

Level 0

ধন্যবাদ। দ্বিতীয় সমস্যা আমার সমাধান হয়েছে।

    @towfiq.eee: আপনাদের সমাধান হওয়াতেই আমার সার্থকতা

আমার ব্রাউজারে SolaimanLipi ফন্ট ইন্সটল করে পিসি রিস্টার্ট দিয়েও কোন সমাধান পাই নি। এই বিষয়ে অনেক চেস্টা করেছি সম্যসাটির সমাধান করতে। যদিও এর আগে মডু সাইফুল ভাই এই বিষয়ে একটা পোস্ট দিসেন তাওে সম্যসাটির সমাধান হয়নি সব শেষে আমার ব্রাউজারের একটা ভিডিও সেটিংস টিউটোরিয়াল আপলোড করলাম, আপনারা দেখুন মুলত সম্যসাটা কোথায় । এই docs.google.com/uc?id=0B_XQunuwicp0TDVXY195UlY0NHc&export=download ভিডিওটা দেখলেই বোঝা যাবে গুগল ক্রোমে কোন ভাবেই ফন্ট সম্যসার সমাধান করা সম্ভব নয়। উপরের লিংকটি ব্রাউজারে কপি পোস্ট করে Ctrl + Enter চাপলেই হবে। প্লিজ সবাই দেখবেন। সবার কাছে সাহায্য চাই। অথবা ইউটিবে দেখতে এখানে ক্লিক করুন http://youtu.be/IqTFl9ezW6M

আমার ব্রাউজারে SolaimanLipi ফন্ট ইন্সটল করে পিসি রিস্টার্ট দিয়েও কোন সমাধান পাই নি। এই বিষয়ে অনেক চেস্টা করেছি সম্যসাটির সমাধান করতে। যদিও এর আগে মডু সাইফুল ভাই এই বিষয়ে একটা পোস্ট দিসেন তাওে সম্যসাটির সমাধান হয়নি সব শেষে আমার ব্রাউজারের একটা ভিডিও সেটিংস টিউটোরিয়াল আপলোড করলাম, আপনারা দেখুন মুলত সম্যসাটা কোথায় । এই docs.google.com/uc?id=0B_XQunuwicp0TDVXY195UlY0NHc&export=download ভিডিওটা দেখলেই বোঝা যাবে গুগল ক্রোমে কোন ভাবেই ফন্ট সম্যসার সমাধান করা সম্ভব নয়। উপরের লিংকটি ব্রাউজারে কপি পোস্ট করে Ctrl + Enter চাপলেই হবে। প্লিজ সবাই দেখবেন। সবার কাছে সাহায্য চাই।

amaro prothome ai somossa chilo kintu ekhon thik hoe gese apni bold Ta na use kore default ta use koren

আপনি ফন্তা আনইন্সটল করে এমনি ইন্সটল না করে উইন্ডোজ এর ভিতর ফন্টস ফোল্ডারে পেস্ট করুন

শাওন ভাই আমার ও ফন্টে কিছু সমস্যা ছিল, আপনার টিউন এর মাধ্যমে ঠিক করতে পারলাম। ধন্যবাদ

    @রাহাতুল ইসলাম: শুনে খুশি হইলাম

আমার কাছে কেন যেন মজিলাই সবচেয়ে বেশি ভাল লাগে।

Level 0

Thanks

Level 0

valo tune korso vai 😛

Level 0

যাদের উপরোক্ত পদ্ধতি অনুসরণ করেও বাংলা ফন্ট সমস্যার সমাধান হচ্ছে না তাদের জন্য সমাধান হল
গুগল ক্রোমের এড্রেসবাসে গিয়ে নীচের পদ্ধতি অনুসরণ করুন:
১. chrome://flags লিখে এন্টার করুন।
২. Disable DirectWrite খুঁজে বের করুন।
৩. এর নীচে Enable এ ক্লিক করে একে disable করুন।
৪. তারপর গুগল ক্রোম রিস্টার্ট করুণ।
সমস্যার সমাধান হয়ে গেল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!