Google Chrome এ idm extension এর স্্মাধান নিন

সরাসরি কাজের কথাতেই আসি । প্রথমে "Internet Download Manager" যেটা  সাধারণত  C drive  এর  "Program Files" এ থাকে সেখানে যান ।এরপর internet download manager folder  এ  IDMGCExt.crx  এ নামের file টি খুঁজে বের করুন ।এখন file টি কে rename করুন । শুধু extension টাই rename  করবেন zip নামে ।Then  এটিকে  desktop এ extract  করুন। নিউ folder করে তাতে  extract করা  file  গুেলা  রাখুন। এবার এটিকে  আগের সেই  ফোল্ডারে  paste করুন।এখন  chrome  এ  settings  এ  গিয়ে  extensions page এ যান।developer mode চালু করুন।"Load unpacked extension" এ টিক দিন। তারপর যে folder  এ extract করা    file  গুেলা  রেখেছেন সেটা  select করুন।& IDM extension will be back।

আপনারা আরও একটি কাজ করতে পারেন , যে folder  এ extract করা  file গুেলা  রেখেছেন সেটা  select করুন। developer mode চালু  থাকা অবস্থাতে  "Load unpacked extension " এ টিক না দিয়ে pack extension এ টিক দিন ও  তারপর যে folder  এ extract করা    file গুেলা  রেখেছেন সেটা  select করুন। তাহলে extension টি নতুন করে প্যাক হবে । সম্ভবত  extension replace  করতে বলবে । এরপর idm folder থেকে .crx extension টি chrome এর এক্সটেন্সান পেজে drag & drop করুন। now  officially  আপনার idm extension install করা হয়ে যাবে।

Level 0

আমি Shahriar rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুপার! অসংখ্য ধন্যবাদ ভাই! আইডিএম এর নতুন ভার্সনটা গুগল ক্রমে সমস্যা করছিল। এক নিমিষেই সমস্যার সমাধান হয়ে গেছে! আবারো অসংখ্য ধন্যবাদ। এরকম ভালো ভালো টিউন আপনার কাছ থেকে আরো চাই।

Level 2

বিস্তারিত লিখলে আরেকটু ভালো হত

    next time i will try my best & thanks. r prblm hole bolte paren.

    জিনিসটা ভাল। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

কাজের জিনিস………

ভাই,প্রথম টিউন টাই ভুল হলে মাফ করবেন। আর অবশ্যই ভুলগুলো শুধরে দিতে ভুলবেন না। সবার সহায়তাই কাম্য।

tune টা আরও update করে দিলাম। আশা করি সবার কাজে আসবে।

মামা জটিল !!!!
আডিএম আপডেট দিয়া বরই ভেজালে পরছিলাম, ধন্যবাদ!!!!!!!!!!!!!!!

IDM diye download dile no connection dekay

ভাই idm uninstall করে নতুন একটা নামিয়ে install & crack or patch করে নিন। পরে দেখুন কাজ হয় নাকি?