‘টর ব্রাউজার’ দিয়ে ব্যবহার করুন chrome/chromium

শুরুতে সবাইকে আমার সালাম।

আপনারা এই মুহূর্তে অনেকেই ‘টর ব্রাউজার’ ব্যবহার করসেন। ‘টর ব্রাউজার’ নিজের নিরাপত্তা, অনলাইন জগতে নিজের পরিচয় গোপন রাখা এবং ডার্ক নেটওয়ার্কে প্রবেশ করতে খুবই কার্যকরী (আরও কিছু গোপন কারন :P)। টর ব্রাউজার নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। টর ব্রাউজার মূলত ফায়ারফক্স ব্রাউজার এর অনুরূপ ভার্সন। কিন্তু বর্তমানে ফায়ারফক্স ব্যবহারে আমাদের অনেকেরই অনীহা। আবার ইদানীং অনেকেই ফায়ারফক্স এ বাংলা দেখতে পারছেন না। এক্ষেত্রে আপনি টর ব্রাউজার এর কিছু সেটিং এবং একটি এক্সটেন্সান ব্যবহার করে আপনি সহজেই google chrome/chromium ব্যবহার করতে পারবেন।

এক্সটেন্সান টি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে।

এখন এক্সটেন্সান (Proxy Switchy) টি ইন্সটল করার পর আপনি chrome/chromium এর একদম উপরের ডান থেকে আপনি অপশন এ প্রবেশ করুন এবং নীচের ছবির নির্দেশনা মত 'Proxy Profile' ট্যাবে অপশন গুলো পুরন করুন এবং অবশ্যই তা সেভ করুন।

এবার নীচের ছবির মত 'Switch Rules' ট্যাব থেকে টর প্রোফাইল সিলেক্ট করুন এবং তা সেভ করুন।

এবার 'Network' ট্যাব থেকে আপনার ইন্টারনেট কানেকশন সিলেক্ট করুন এবং সেভ করুন।

এখন সর্বশেষ অপশন 'General' ট্যাব থেকে নীচের ছবির মত প্রোফাইল কানেকশন সিলেক্ট করুন এবং সেভ করুন।

হ্যাঁ, কাজ প্রায় শেষ। 🙂 এখন টর ব্রাউজার ওপেন করুন এবং "Connected to the network" দেখান পর্যন্ত অপেক্ষা করুন। এবার chrome/chromium কে রিস্টার্ট করুন এবং অ্যাড্রেস বারে এই লিংকটি প্রবেশ করান।

এখন পেজটি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পেজটি লোড হওয়ার পর যদি নীচের ছবির মত আসে, তাহলে বুঝবেন আপনি সঠিকভাবে কনফিগার করেছেন। এখন আপনি যেকোনো ওয়েবসাইটে কোন প্রক্সি লিংক ছাড়ায় সরাসরি প্রবেশ করতে পারবেন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 2

আমি ABCDE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস