ওয়েব ব্রাউজিং এখন আরো স্মার্ট করুন ব্রাউজারে ডিকশনারি যোগ করে This is for computer only

আমরা সবাই প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের সময় যে সমস্যায় পড়ি তা হলো বিদেশি সাইট ব্যবহারের সময় বিভিন্ন শব্দের অজানা। প্রত্যেরই প্রায় এ সমস্যায় পড়ে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ লোকই যা করে তা হলো শব্দটা কপি করে অন্য কোন অ্যাপসে পেষ্ট করে অর্থ  খোঁজে। এটা অনেকের কাছে বোরিং লাগতে পারে। এই বোরিংনেস কাটানোর জন্য আমার আজকের এ টিউন। তাহলে শুরু করি আশা করি সবার ভাল লাগবে।

আমি ক্রোম এবং মোজিলা দুইটা ব্রাউজারের জন্যই টিউনটা করছি।

সর্টকাটে বলছি ফাস্টে Panel View for Google™ Translate নামের extension এড করতে হবে । যারে বুঝবেননা তাদের জন্য নিচে ধাপগুলো বলছি।


প্রথমে গুগল ক্রোমের জন্যঃ

ধাপ-১ঃ মেনুবার থেকে More tools/extension এ যান।

ধাপ-২ঃ স্ক্রল করে নিচেGet more extensions তে ক্লিক করুন।

ধাপ-৩ঃ এখন Panel View for Google™ Translate লিখে সার্চ করুন এবং ইন্সটল করুন।

ধাপ-৪ঃ এখন একবার ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর যেকোন যেকোন সাইটের যেকোন ওয়ার্ড সিলেক্ট করার পর দেখবেন ওয়ার্ডের উপরে একটা বার এসেছে।

অইটায় ক্লিক করুন এবং ওয়ার্ডটার অর্থ জেনে নিন। ইচ্ছা করলে ভাষা চেঞ্জ করে নিতে পারেন।

এখন মোজিলা ফায়ারফক্সের জন্যঃ

ধাপ-১ঃ মেনু বার থেকে Add-ons এ ক্লিক করুন।

ধাপ-২ঃ Panel View for Google™ Translate লিখে সার্চ করুন এবং ইন্সটল করুন। এখন একবার ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর যেকোন যেকোন সাইটের যেকোন ওয়ার্ড সিলেক্ট করার পর দেখবেন ওয়ার্ডের উপরে একটা বার এসেছে।

অইটায় ক্লিক করুন এবং ওয়ার্ডটার অর্থ জেনে নিন। ইচ্ছা করলে ভাষা চেঞ্জ করে নিতে পারেন বাংলায়।

এখন ব্যবহার করতে থাকুন স্মার্টলি। এই ছিলো আমার আজকের টিউনে। সবাই ভালো থাকবেন।

আমার ব্লগ ভাল লেগে থাকলে আমার নতুন ব্লগ সাইতে ভিজিট করবেন।

আমার ব্লগ সাইটঃ  thetechtorch.com

Level 1

আমি অভিজিৎ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস