গুগল এর তৈরি সেরা ক্রোম এক্সটেনশনগুলি যেগুলো আপনার কাজে লাগতে পারে!

টিউন বিভাগ গুগল ক্রোম Extensions
প্রকাশিত
জোসস করেছেন

আমরা নিশ্চয়ই জানি গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার কারী দের জন্য সহস্রাধিক এক্সটেনশন উপলব্ধ। তো অনেক সময় আমাদের দ্বিধা থাকতে আসলে কোনটি থুয়ে কোনটি ব্যবহার করব!অনেক গুলো এক্সটেনশন আবার আননোয়ন বা থার্ড পার্টি ডেভেলপার দের তৈরি। কোনটি কোন তথ্য তৈরি করছে কিনা জানা মুশকিল। তো গুগল ক্রোম ব্রাউজারে সবচাইতে সুরক্ষিত, নিরাপদ এক্সটেনশন কাদের? শিরোনাম দেখে আগেই বুঝে গেছেন, অবশ্যয়ই গুগলের।

তাই আজকের টিউনে গুগল এর অফিসিয়ালি তৈরি ক্রোম ব্রাউজারের জন্য কত গুলো ইউনিক এবং কাজের এক্সটেশন নিয়ে কথা বলব। আশা করি ভালো লাগবে।

Google Mail Checker

আপনার যদি নিয়মিত জিমেইল এর ইনবক্স ঘাটাঘাটি করতে হয়, তবে Google Mail Checker এক্সটেনশন টি আপনার জন্য খুবই কাজের হবে। এই এক্সটেনশন টিতে একটি সাধারন বাটনে ক্লিক করলে এটি আপনাকে অদেখা তথা নতুন ইনবক্সে আসা মেইল গুলো দেখিয়ে দেবে। এখানে থেকে আপনি জিমেইলও চালু করতে পারবেন।

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Send From GMail (by Google)

আপনি কোন ওয়েব পেজ ভিজিট করছেন তার লিংক কাউকে মেইল করে পাঠানোর সবচাইতে সেরা উপায় হল এই ক্রোম এক্সটেনশন টি। যখন আপনি এই এক্সটেনশন টির বাটন চাপ দেবেন, তখন আপনার জিমেইল একাউন্ট এর জন্য একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে আর এখানে মেইল কম্পোজ এর কিছু অপশন থাকবে। এখানে আপনার রেসিপিয়েন্ট মেইল লিখতে হবে, সাবজেক্ট এর ঘরে আগে থেকে ওয়েব পেজটির নাম এবং বডি সেকশনে লিংক থাকবে। তারপর আপনাকে "সেন্ড" বাটন চেপে মেইল টি প্রেরন করতে হবে।

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Google Hangouts

গুগল হ্যাংআউট এক্সটেনশন টি মেসেঞ্জার এর মত কনভারসেশন করার আরও একটি সহজ উপায়। টুলবার থেকে হ্যাংআউট বাটন চাপ দিন, একটি ছোট গুগল হ্যাংআউট উইন্ডো ওপেন হবে। এখান থেকে আগের, নতুন চ্যাট শুরু করুন। আবার অডিও বা ভিডিও কলিং ও করতে পারবেন। গুগল হ্যাংআউট অ্যাপ এর মত স্ট্যাটাস এডজাস্ট, নটিফিকেশন সেটিংস ইত্যাদি কার্যকলাপও করতে পারবেন।

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Office Editing for Docs, Sheets & Slides

আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল করা নেই; তবে কোনো অফিস ফাইল ওপেন বা এডিট করতে হবে? এক্ষেত্রে আপনি গুগল এর তৈরি Office Editing for Docs, Sheets & Slides এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন। এখানে কেবল মাত্র আপনার কম্পিউটার থেকে কোনো যেকোন অফিস ফাইল ড্র্যাগ করে ড্রপ করবেন, ব্যাস! গুগলের সুইটেবল ওয়েব এডিটিং সফটওয়্যার চালু হয়ে যাবে। যেমন: আপনি যদি এক্সেল ফাইল ওপেন করেন তবে গুগল সীট এর এডিট ও প্রিভিউ ওপেন হবে।

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Save to Google Drive

সেভ টু গুগল ড্রাইভ এক্সটেনশন টির সাহায্যেই আপনার বর্তমান ভিজিট করা ওয়েব পেজ, কোন ডকুমেন্ট, অথবা ইমেজ সহজেই আপনার গুগল ড্রাইভ একাউন্টে সেইভ করা যাবে। পেজ সেভ করতে কেবল টুলবারে এই ড্রাইভ বাটনটির ওপর চাপ দেবেন। আর অন্যন্য কাজ করতে ডান বাটনে ক্লিক করলে কনটেস্কট মেনু ওপেন হবে, সেখান থেকে সিলেক্ট করলেই হবে।

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Search by Image (by Google)

আপনি ধরেন কোন ছবি দেখলেন, সে ছবির মত যদি অন্য ছবি খুঁজে পেতে চান, তবে এই এক্সটেনশন টি ইনস্টল করে নিন। যখন আপনি ওয়েবে কোন ইমেজ দেখলেন, তখন মাউসের ডান বাটনে ক্লিক করে কনটেস্কট মেনু থেকে Search Google with this Photo সিলেক্ট করুন। এতে কে একটি নতুন ট্যাব ওপেন অনুরূপ অনুসন্ধান ফলাফল সহকারে!

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Google Similar Pages

এটিও Search by Image এর মত আপনাকে অনুরূপ ওয়েব পেজ খুঁজে দেবে। ধরুন আপনি অনলাইন স্টোর, ব্লগ, নিউজ সাইট ব্রাউজ করছেন। তখন এই এক্সটেনশন টি ব্যবহার করে একই প্রোডাক্ট, এই কনটেন্ট, একই নিউজ সম্পর্কিত গুটি কত আরও ওয়েব পেজ খুঁজে বের করতে পারবেন।

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Google Translate

অনেক সময় আপনার ট্রাস্লেশন দরকার পরে খুব দ্রুত! সে জন্য আপনই এই এক্সটেনশন ব্যবহার করতে পারেন। আপনি যেমন পপ ডাউন বার থেকে কোন শব্দ প্রবেশ করিয়ে তার অর্থ কোন ভাসায় ট্রানস্লেট করতে পারবেন; তেমনই Translate this Page ক্লিক করে একটি পুরো ওয়েব পেজ এর ট্রাস্লেশন করতে করতে পারবেন। এটি খুবই কাজের একটি এক্সটেনশন!

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Google Input Tools

আপনি যদি নিজের ভাষায় কোন কিছু লিখে তা অন্য ভাষায় রূপান্তর করতে চান, তবে এই এক্সটেনশনটটি আপনার জন্য। খুবই সহজে এই এক্সটেনশন ব্যবহার করে আপনি সিলেক্টেড ল্যাঙগুয়েজে ইনপুট কার্য সারতে পারবেন।

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Color Enhancer

যারা মূলত কালার ব্লাইন্ড তাদের এই এক্সটেনশন টি ব্যবহার করে ওয়েব পেজ গুলোর কালার এডজাস্টমেন্ট করতে সুবিধা হবে। যখন আপনি কোন ওয়েবপেজ ভিজিট করছেন, তখন বাটনটি ক্লিক করে আপনার সুবিধামত কালার স্কীম পছন্দ করে নিন, ব্যাস!

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Mindful Break

এটা গুগলের খুবই ইউনিক একটি এক্সটেনশন। একটু ব্রেক নিতে চান; এখানে রিমাইন্ডার সেট করে দিন অথবা র্যান্ডম রিমাইন্ডার বাছাই করুন। কাজের ফাকে ফাকে গুগল আপনাকে এই এক্সটেনশন টি দ্বারা সুন্দর একটি ব্রেক এর ব্যবস্হা করে দেবে।

ক্রোম ওয়েব স্টোরে এটি!

Google Art Project

এটিও গুগলের ক্রিয়েটিভ একটি ইউনিক এক্সটেনশন। এখানে প্রতিদিন দারুন দারুন সব আর্টওয়ার্ক বিস্তারিত বর্ননা, আর্টিস্ট এর নাম সহ দেয়া হয়।

ক্রোম ওয়েব স্টোরে এটি!

এই টিউনটি কেমন লাগল? টিউমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটি টিউমেন্ট পরবর্তীতে আরও ভালো টিউন লেখতে অনুপ্রানিত করবে। আল্লাহ হাফেজ!

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস