আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন।
আপনাদের জন্য আজ নিয়ে আসলাম একটা দরকারী গুগল ক্রোম প্লাগিন/এক্সটেনশন।
আধুনিক যুগে প্রযুক্তির সাথে যুক্ত মানুষ মানেই সোশ্যাল আইডি আছেই। আর এর মধ্যে অন্যতম হলো ফেসবুক। ফেসবুকে অনেক সময় দেখা যায় একসঙ্গে অনেক ফ্রেন্ড রিকুয়েস্ট এসেছে। আপনার দরকারী হলে এড করবেন না হলে রিজেক্ট। এখন একটা একতা করে এড কিংবা রিমুভ করতে আপনার যথেষ্ট সময়ের প্রয়োজন। কিন্তু এই প্লাগিনটি ইউজ করলে আপনি খুব অল্প সময়েই সকল ফ্রেন্ড রিকুয়েস্ট এসেপ্ট কিংবা রিজেক্ট করতে পারবেন।
কিভাবে করবেন ?
প্রথমেই আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। সেটিং থেকে এক্সটেনশন এ যান। অথবা গুগল সার্চে লিখুন toolkit for facebook। এবার এক্সটেনশনটির পেজে গেলে ডাওনলোড করে ইন্সটল করুন।
ইন্সটল শেষ হলে ফেসবুকে যান। এবার এক্সটেনশনটিতে ক্লিক করুন। ডান পাশে উপরের দিকে।
Free Tools For Facebook Account থেকে accept/reject all friend riquest at once এ ক্লিক করুন। এবার আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট এর পেজ খুলবে। এবার রিজেক্ট কিংবা এসেপ্ট এ ক্লিক করুন। ম্যাজিক দেখুন। সকল ফ্রেন্ড এড অথবা রিজেক্টেড।
বিঃদ্রঃ সকল বলতে সেই পেজে যত গুলো রিকুয়েস্ট থাকবে। আপনার রিকুয়েস্ট যদি অনেক অনেক বেশি হয় তাহলে এক পেজ এক পেজ করে একই পদ্ধতিতে করুন।
বিস্তারিত জানতে সহজ ভিডীও টি দেখুন। https://www.youtube.com/watch?v=3yk9gB3qmhg
কোন সমস্যায় টিউমেন্ট করুন।
আরো কিছু টিউন
আমি মুসা বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।