ফেসবুক ইউজারদের জন্য অসাধারন একটি Extension। ভালো লাগবেই।

আসসালামুয়ালিকুম। সবাই ভাল আসেন ? আমি আছি।

এটি আমার প্রথম টিউন। আসা করি সবার ভাল লাগবে।

ফেসবুক ইউজারদের জন্য অসাধারন একটি Extension নিয়ে আজ আপনাদের সামনে হাজির।  সবার কাজে লাগবে।

বিশেষ করে যারা ফেসবুক মার্কেটিং করেন তাদের কে মাস্ট লাগবেই।

এই এক্সটেন্সান এর সাহায্য আপনিঃ--

->একসাথে অনেক ফ্রেন্ড রেকুএস্ট পাঠাতে  পারবেন।

>লুকেয়ে মেসেজ দেখেতে পারবেন  । Seen At __  লেখা উঠবে না।

>এক সাথে অনেক ফ্রেন্ড রেকুএস্ট আচ্চেপ্ট করতে পারবেন ।

>এক সাথে অনেক গ্রুপ এ জয়েন করতে পারবেন ।

>এক সাথে অনেক পেজ এ লাইক দিতে পারবেন ।

>সবচেয়ে গুরুতপূর্ণ ভিডিও ডাউনলোড করতে পারবেন।

>এক সাথে সব ফ্রেন্ড উনফ্রেন্ড করতে  পারবেন।

>এক সাথে সব গ্রুপ থেকে লেভ নিতে পারবেন।

>এক সাথে সব ফ্রেন্ড কে ইনভিট করেতে পারবেন।

>এক সাথে অনেক পোক করতে  পারবেন ।

>কিছু সময়ের মধ্যে অনেক ফ্রেন্ড এড করতে পারবেন।

>যারা ফেসবুক মার্কেটিং করেন তাদের এইটা বেশি কাজে আসবে বলে আমি মনে করি।

> আর না বলি ব্যবহার করলেই বুজতে পারবেন।

নিচের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিবেন সবাই।

এখানে

আমি আজ প্রথমে টিউন করলাম ;-)। সবাই ভাল লাগলে বলেবেন। আরও টিউন করব 🙂  । আবার কোনো নতুন বিষয় হাজির হবে আপনাদের সামনে।

কোনো সমস্যা হলে বলবেন।

আমার ওয়েবসাইট এ আসার দাওয়াত রইল। My Website

ফেসবুক এ আমি 

সবাই ভালো থাকবেন। আসা করি আরো টিউন নিয়ে আপনাদের সামনে আসব।

 

Level 0

আমি আলভী আল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস