ব্লোক করুন গুগোল সার্চের হোম পেজের যে কোন ওয়েব সাইট! বিরক্তি কর সাইট থেকে বাচুন!!!

ইন্টারনেট ব্যবহারের জন্য বেশির ভাগ মানুষই যেমন ব্রাউজার হিসেবে মজিলা ফায়ার ফক্সের পাশাপাশি গুগোল ক্রম ব্যবহার করে থাকে।তেমনি সার্চ ইন্জিনের দিক থেকে মাইক্রোসফট বিং, ইয়াহুর পাশাপাশি গুগোল সার্চ ইন্জিন ব্যবহার করে থাকে।

তবে জনপ্রিতার দিক থেকে ব্রাউজার হিসেব মজিলা ফায়ারফক্স এবং গুগোল ক্রম দুইটাই সমান ভাবে ব্যবহার করে থাকে। আর সার্চ ইন্জিনের দিক বিবেচনা করলে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে গুগোল সার্চ ইন্জিন।

বর্তমান গুগোল সার্চ ইন্জিনের ব্যবহার বেশি হওয়া গুগোল ব্যবহার কারিদের যেমন অনেক সুবিধেও দিয়ে থাকে। গুগোলের জনপ্রিয়তা বেশি হওয়ার কারনে এখন গুগোল ব্রাউজারের জন্য বিভিন্ন প্রকার এক্সটেশন পাওয়া যায়।

তেমনি গুগোল ক্রম ব্রাউজার অথবা গুগোর সার্চ ইন্জিনের জন্য রয়েছে বিভিন্ন প্রকার সুবিধে।

অনেকে অনেক কিছু বিষয়ের উপর গুগোল সার্চ করে থাকে আর এই সার্চের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার সাইটের লিংক আপনাদের গুগোল হোম পেজে আসে। অনেক সাইটে দেখা যায় আপনার দেওয়া কিওয়ার্ডের কোন রিসোর্স নাই অথবা আপনার প্রয়োজনিয় কোন কিছুই পাওয়া গেলোনা ওই সাইটে। কিংবা আপনি নির্দ্রিষ্ট কোন সাইটের কোন কিছুই আপনার গুগোল সার্চের হোম পেজে দেখতে চান না। আপনি যে কোন কিওয়ার্ড লিখেই সার্চ করেন না কেন আপনার ব্লোক করা সাটের কোন কিছুই আপনার গুগোল সার্চ হোম পেজে আসবেনা আপনি কোন কিছুই দেখতে পাবেন না।

এখন ওই সাইটে যদি বার গুগোল সার্চ হোম পেজে আসে তাহলে কেনা বিরক্ত হয়। এরকম আরো না না কারনে আপনি কোন সাইটকে আপনার হোম পেজে যদি প্রদর্শিত করতে চান না। তাহলে আমার দেখানো সিস্টেম অনুযায়ী কাজ করলে হয়তো আপনি সেই বিরক্তি কর সাইট থেকে মুক্তি বাবেন।

এই সিস্টেম টি শুধু গুগোল ক্রম এবং ফায়ার ফক্সে কাজ করবে অন্য ব্রাউজারে কাজ করবেনা। অন্য ব্রাউজারে জন্য কোন রিসোর্স আমার কাছে নাই আছে কিনা সেটাও জানিনা। সার্চ ইন্জিন শুধু গুগোল অন্য সার্চ ইন্জিনের জন্য জানা নাই।

গুগোল ক্রমে যে ভাবে কাজটি করবেনঃ
গুগোল ক্রমে কাজটি করতে হলে আপনাকে প্রথমে গুগোল ষ্টোর থেকে এক্সটেনশনটি এড করে নিতে হবে। এক্সটেনশনটি এড করতে হলে এখানে ক্লিক করুন

এড হয়ে গেলে আপনার ব্রাউজারে দেখতে পাবেন এক্সটেনশনটি এখন আপনি কোন কিওয়ার্ড লিকে গুগোল সার্চ ইন্জিনে সার্চ করেন। এরপর যে ওয়েব সাইটের জন্য লিংক গুলো প্রদর্শিত হবে সেখান থেকে যে কোন একটি ওয়েব সাইট খুলুন। এরপর আপনার ইনষ্টল করা এক্সটেনশনটিতে ক্লিক করুন করলে নিচের মত চিত্র দেখতে পাবেন।


এর পর আপনার গুগোল সার্চ হোম পেজে গিয়ে একই কিওয়ার্ড লিখে আবার সার্চ করুন দেখবেন আপনার ব্লোক করা ওয়েব সাইট আর দেখা জাচ্ছেনা। আমি Mackworld সাইটটি ব্লোক করছিলাম নিচের চিত্রে দেখুন সাইটটি আর দেখা যাচ্ছেনা।


যে কোন কিওয়ার্ড লিখে সার্চ করুন না কেন আপনার ব্লোক করা সাইটের কোন লিংক আর আপনার গুগোল হোমপেজে আসবেনা। যতক্ষন আপনি আবার আনব্লোক করবেন।

আনব্লোক করবেন যে ভাবে
ঠিক যেখান থেকে ব্লোক করছেন সেখানে গিয়ে দেখেন আপনার ব্লোক করা সব সাইটের লিষ্ট জমা হয়ে আছে। ওইখান থেকে আপনার ব্লোক করা সাইটের উপর ক্লিক করে আনব্লোক সাইট করে দিন। নিচের চিত্রের মত


এখন আবার আগের কিওয়ার্ড লিখে সার্চ করুন দেখবেন সেই সাইটটি আবার চলে আসছে। নিচের চিত্রের মত


ফায়ারফক্স এর জন্য নিচের দেওয়া এডঅনসটি ইনষ্টল করে কাজ করতে পারেন। এডঅনসটি এড করতে এখানে ক্লিক করুন

বাকি কাজটুকু আপনি নিজেই করতে পারবেন।

ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ B-) 🙄

Level 0

আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগবে।

ওকে কাজে লাগান