এটি আমার প্রথম টিউন।
আমি আপনাদের যে এক্সটেন্সান টির কথা বলছি তা হয়ত আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য এই টিউন।
এটি আপনি উইন্ডোজ ও ক্রোমে দুটিতেই ইউস করতে পারবেন।
তো কাজে আসা যাক।
আজ আমি আপনাদের দেখাব যে গুগল ক্রোমে স্ক্রীনশট নেয়ার জন্য কিভাবে Lightshot এক্সটেন্সানটি এড করতে হয়।
প্রথমে এখানে ক্লিক করে ক্রোম ওয়েব স্টোরে প্রবেশ করুন
এরকম আসবে -
ADD TO CHROME এ ক্লিক করুন
এরকম আসবে -
Add এ ক্লিক করুন
একটু কিছুক্ষণ ওয়েট করুন, ক্রোমে এড হয়ে যাবে।
এখন নিচের পিকে দেখানো আইকন এ ক্লিক করে আপনার ব্রাউজার এ যেখানের স্ক্রীনশট নিবেন তা সিলেক্ট করুন। এবং স্ক্রীনশট নিন।
এখন আসা যাক কিভাবে এটি ফায়ারফক্সে এড করবেন।
এজন্য এখানে ক্লিক করুন এবং ফায়ারফক্স এ এড করুন।
দুঃখিত যে আমি ফায়ারফক্স এর পিক দিতে পারলাম না।
এবার আসা যাক এই Lightshot কিভাবে উইন্ডোজে ইন্সটল দিবেন
প্রথমে এখানে ক্লিক করে Lightshot ডাউনলোড করে নিন।
বলে রাখা ভাল এই Direct লিঙ্ক। ক্লিক দেয়ার সাথে সাথেই ডাউনলোড স্টার্ট হবে। আর আপনি ডাউনলোড দিচ্ছেন কিন্তু অফিশিয়াল সাইট থেকেই।
কারণ আমি অফিশিয়াল লিঙ্ক ই দিয়েছি।
তারপর পিসিতে ইন্সটল দিন।
এখন আপনার উইন্ডোজের ট্রে আইকন থেকে সফটওয়্যার টি ওপেন করে এরিয়া সিলেক্ট করুন। তারপর CTR+S চেপে স্ক্রীনশট নিন।
টিউনে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজ এই পর্যন্তই।
কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন।
আমি পার্থ কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thx