আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি কাজের ক্রোম এক্সটেনশন দিব। যার সাহায্যে মাত্র ২ ক্লিক এই যেকোনো English ওয়ার্ড এর অর্থ , সমার্থক শব্দ , বিপরীতার্থক শব্দ,ব্যাখ্যা সহ অনেক কিছু জানতে পারবেন।
তো শুরু করুনঃ
২." Download Chrome Extension" এ ক্লিক করুন ঃ
৩.তারপর যে স্ক্রিন আসবে সেখান থেকে নিচের মত করে ছবিতে ক্লিক করুন ;
৪.তারপর নিচের মত স্ক্রিন আসলে "Add to Chrome" এ ক্লিক করুন ।
৫.তারপর একটি পপ আপ আসবে সেখান থেকে "Add" এ ক্লিক করুন ঃ
৬. তারপর একটি Notification দেখতে পাবেনঃ
৭.Extension টি আপনার ব্রাউজার এ ইন্সটল হয়ে গিয়েছে । এবার ব্যবহার জেনে নিন ঃ
**** যেকোনো সাইট এর English ওয়ার্ড এ ডাবল ক্লিক করুন, দেখবেন একটি পপ আপ স্ক্রিন আসবে , সেখানে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ডটির অর্থ , সমার্থক শব্দ , বিপরীতার্থক শব্দ,ব্যাখ্যা সহ অনেক কিছু থাকবে। *****
এখন এই পর্যন্তই । ভালো থাকবেন। কোন প্রবলেম এ পড়লে কমেন্ট বক্স তো আছেই 😛
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
firbox এ যায় না