আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি খুব ছোট্ট কিন্তু দরকারি বিষয় শেয়ার করব। আশাকরি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার কাজের কথায় আসি। আমরা অনেকেই গুগল ক্রম ব্রাউজার ব্যাবহার করি কিন্তু ব্রাউজারটিতে বাই ডিফল্ট ইন্টারনেট অ্যাড ব্লক করা থাকে না। এই জন্য আমাদের প্রায়শই বিভিন্ন ওয়েবসাইট এর বিরিক্তিকর অ্যাডগুলো দেখতে হয়। এতে আমাদের সময় ও ইন্টারনেট ডেটা দুই ই নষ্ট হয় এবং আমাদের কিছুই করার থাকে না। কারন এই অ্যাড গুলো কিছু কিছু ওয়েব সাইটে এমন ভাবে সেটআপ করা থাকে যাতে আপনি মাউস স্ক্রল করার সময় দেখা যায় নতুন নতুন ওয়েব পেজ খোলে আবার ডাউনলোড জাতীয় কোন লিঙ্ক এ ক্লিক করলেও অযাচিত একাধিক ওয়েব পেজ খোলে। কিন্তু তাই বলে তো আমরা কোন প্রয়োজনীয় ওয়েবসাইট ভিসিট করা বাদ দিতে পারি না। আজ তাই আপনাদের একটি খুব ছোট্ট সফটওয়্যার শেয়ার করলাম যেটা আপনার গুগল ক্রমে অটোমেটিক ইন্সটল হয়ে অ্যাড ব্লক করবে। আর অ্যাডঅনসটি ইন্সটল হলে আপনার ক্রম ব্রাউজার এর ডান পাশে একটি এবিপি এর লাল আইকন দেখতে পাবেন।
http://adblockplus.org/en/chrome
আজ এ পর্যন্তই। কোন প্রশ্ন থাকলে জানাবেন।
আল্লাহ্ হাফেয
আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...
দারুন টিপস