কিভাবে ফেসবুক বন্ধুদের জন্মদিন গুগল ক্যালেন্ডারে ইমপোর্ট করবেন?

আমরা অনেকে গুগল ক্যালেন্ডার ব্যবহার করে থাকি। গুগল ক্যালেন্ডারের সুবিধা হল এতে এসএমএস নটিফিকেশনের মাধ্যমে বিশ্বের যে কোন মোবাইলে আপনার দরকারি ইভেন্ট সম্পর্কে আপনাকে মনে করিয়ে দেয়া হয় আর তা অফলাইনেই। তাছাড়া যারা এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তাদের ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডারের সাথে সিঙ্ক্রোনাইজ করা থাকে। এতে করে মোবাইলের ক্যালেন্ডারে রাখা যেকোন তথ্য কখনোই হারিয়ে যায় না, গুগল ক্যালেন্ডারে অ্যাড করে রাখা তথ্যও মোবাইলে চলে আসে। আর কাস্টম নানান ক্যালেন্ডার অ্যাড করা যায় গুগল ক্যালেন্ডারে, যেমনঃ ইসলামিক ক্যালেন্ডার, ইন্টারন্যাশনাল হলিডে, ক্রিকেট ফিক্সচার ইত্যাদি। অনেক ম্যানুফ্যাকচারারের এন্ড্রয়েডে ফেসবুক ক্যালেন্ডার সিঙ্ক্রোনাইজ করার অপশন থাকলেও বেশিরভাগে থাকে না, ফলে বন্ধুদের জন্মদিন আগাম জেনে নেয়া মিস করবেন? একদম না। গুগল ক্যালেন্ডারে ইমপোর্ট করে নিলেই সহজেই পেয়ে যাবেন বন্ধুদের জন্মদিন সহ ফেসবুকের নানান ইভেন্টের খবর।

 

নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • প্রথমে ফেসবুকে লগিন করে Events এ যান। দেখবেন ডান কোনাই এরকম নিচের ছবির মত অপশন আছে-

 

  • এই পপ-আপটি আসবে। এখান থেকে ফ্রেন্ডস বার্থডে অপশনে রাইট-ক্লিক করে লিঙ্কটি কপি করুন।

 

  • এবার গুগল ক্যালেন্ডার ওপেন করুন, লগ-ইন করুন। নিচে বাম পাশে দেখবেন Other calendars লেখার পাশে ছোট্ট একটি ড্রপ ডাউন অপশন মেনু আছে। এখানে ক্লিকান। Add by URL সিলেক্ট করুন।

 

  • নিচের মত করে আসবে। এখানে আপনার ফেসবুক থেকে কপি করা লিঙ্কটা দিন। Add Calendar-এ ক্লিকান।

 

  • দেখবেন নিচের মত করে অ্যাড হয়ে গিয়েছে।

 

এখন আপনার এন্ড্রয়েডে গুগল ক্যালেন্ডার সেটিং থেকে গুগল ক্যালেন্ডারটি সিঙ্ক্রোনাইজ করুন। দেখবেন এখন থেকে ক্যালেন্ডারে বন্ধুদের আপকামিং জন্মদিন দেখাচ্ছে!

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

Level 0

ধন্যবাদ ভাই। কাজের জিনিস। গুগল ক্যালেন্ডার থেকে নোটিফিকেশন যদি মোবাইলে আনতে চাই, তার জন্য কি কোন এস এম এস চার্জ কাটবে?

ভাই এতোদিন কোথায় ছিলেন? B-)

jossssssssssssssssssssssssssss