আমাদের সবার ফোনে একটা অ্যাপস থাকে যেটার নাম গুগল অ্যসিসটেন্ট যেটা সব ফোনেই দেয়া থাকে কিন্তু আমরা জানি না এটা দিয়ে কি কাজ করতে হয়। অ্যসিসটেন্টকে আপনার ফোনে যেটা করতে বলবেন সে সেটা করবে। অ্যসিসটেন্ট মানে হচ্ছে সহকারী। গুগল অ্যসিসটেন্ট মানে হচ্ছে অ্যান্ডয়েড ফোনের সহকারি। গুগল অ্যাসিসটেন্ট আপনার ফোনের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে।
গুগল অ্যাসিসটেন্ট ওপেন করবো কীভাবে
আপনার ফোনে হোম বাটন থাকলে সেটি চেপে ধরুন অ্যসিসটেন্টগুগল ওপেন হয়ে যাবে। ফোনে হোম বাটন না থাকলে আপনার ফোনের গুগল অ্যসিসটেন্ট অ্যাপটি চালু করুন। সেটি ও না থাকলে প্লে স্টোর গিয়ে ডাউনলোড করে নিন। তারপর ওপেন করুন।
গুগল অ্যসিসটেন্ট কি বাংলায় কথা বলতে পারে
অ্যসিসটেন্ট এমনিতে বাংলা বলতে পারবে না তবে একটি কাজ করলে সেটি বাংলা বলতে পারবে। সেই কাজটি হচ্ছে আপনাকে অ্যসিসটেন্টে গিয়ে সেটিংশে গিয়ে ভাষা বাংলা করতে হবে। তাহলেই সেটি বাংলা বলতে পারবে।
কাজ করবো কিভাবে বা কথা বলবো কীভাবে
আপনার কাজ তো শেষ। এখন অ্যসিসটেন্টকে যেটা করতে বলবেন সে সেটা করবে। কয়েকটা উদাহরণ দিয়ে দেয় কি বলেন। যেমন-
১.ইউটিউব ওপেন কর
২. আমার একটা সেলফি তুল
৩.ফ্লাশ লাইট ওন কর
৪. ফ্লাশ লাইট ওফ কর
৫.আমাকে প্লে স্টোরে নিয়ে যাও
আপনি অ্যসিসটেন্ট এর সাথে মজা ও করতে পারবেন। তাকে জোকস বলতে বললে সে জোকস বলবে। আপনার নাম ও জন্ম তারিখ কত সেটা বলতে পারেন। অনেক সময় সেটাও বলে দেয়। মনে করুন আপনি এক জায়গায় গেছেন সেখান থেকে বাসা আসতে পারছেন না। আপনি যদি অ্যাসিসটেন্ট কে বলেন আমার বাসা৷ এখান থেকে কত দুর সে কিলোমিটার মিটার সব বলে দিবে এও বলে দিবে আপনার যেতে কতসময় লাগবে সেটা সাইকেল হোক বা বাইক। আপনার বাসা যদি গুগল ম্যাপে সেট করে রাখেন তবেই এটি কাজ করবে।
গুগল অ্যসিসটেন্ট কি অফলাইনে কাজ করে
না, বন্ধুরা গুগল অ্যসিসটেন্ট অফলাইনে কাজ করে না।
সব তো জেনে গেলেন এখন অন্যদেরকেও জানিয়ে দিন।
আমি বিপ্লব ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।