২০১৯ সালের সেরা অ্যান্ড্রয়েডের লাঞ্চার গুলি দেখে নিন

my banner

 

লাঞ্চার আসলে কি?

লাঞ্চার হচ্চে অন্য ফোনের কিছুটা ফিচার নিযের ফোনে পাওয়ার নামই লাঞ্চার, আইফোনের ফিচার আপনার সামসাং ফোনেও পাওয়া সম্বব। এজন্য আপনাকে ইনিস্টল করতে হবে লাঞ্চার নামক এপ্পস। স্মারট ফোন লাঞ্চার বিহিন একেবারে অচল, এর কারন স্মারট ফোন কিনার পর একই ফিচার দেখতে দেখতে যেকাররই খারাপ লাগতে পার্‌ এই খারাপ লাগার মুহূর্তকেই ভালো করার জন্য আপনার ফোনে ইনিস্টল করে ফেলুন এই লাঞ্চার গুলি কারন এই লাঞ্চার গুলা সকল লাঞ্চারের থেকেও সুন্দর। এই লাঞ্চার গুলা ব্যবহার করলে আপনার ফোন হয়ে উটবে আরো সুপার ফাস্ট।

 

কেনো তৃতীয় পক্ষের লঞ্চার ব্যবহার করবো?

কারন আমরা যখন আমদের নিযেদের ডিফোল্ট লাঞ্চার বালো লাগে না আমরা ডিফোল্ট লাঞ্চার ব্যবহার করা চেড়ে দেই, তখনই আমরা তৃতীয় পক্ষের লঞ্চার ব্যবহার করা শুরু করে দেই। তৃতীয় পক্ষের লাঞ্চার গুলাকে আমাদের চাহিদা মতো তৈরি করা হয়েচে যাতে করে আমাদের পচন্দ হয়া একেবারে নিশ্চিত। আর তৃতীয় পক্ষের লঞ্চার ব্যবহারে কুনো সমস্যা নেই।

10 awesome android launchers download here 2019


1. Nova Launcher

Nova launcher icon
Nova Launcher icon

নোভা লঞ্চার গুগল প্লে স্টোরে সেরা অ্যান্ড্রয়েড লঞ্চারের অন্যতম।  এই লাঞ্ছার টী গত চার বচর যাবদ ব্যবহার করছি। এটা অনেক গতি সম্পন্ন লাঞ্চার।  এই লাঞ্চারের ফোল্ডার এবং আইকন গুলা অনেক সুন্দর করে সাজানো তাকে। এটিতে এপ্পস এর আইকন আপনি নিয তেকে চেইঞ্জ করতে পারবেন এবং এপ্পস এর নাম সহ।  এই লাঞ্চার টি ব্যবহার করলে আপনার অনেক সুবিধা হবে এবং আপনার স্মারট ফোন টি হয়ে যাবে আরো বেশি স্মারট। এটি প্রায় সব এন্দ্রয়েড ভার্সনে ব্যবহার করা যায়। এবং এই লাঞ্চারের যদি কালার আপনার পচন্দ না হয় তাহলে এই লাঞ্চারের আরো অনেক ফ্রি থিমস রয়েচে যেগুলু আপনি নিসচিন্তে ব্যবহার করতে পারেন। এবং আপনার ইচ্চে মতো কালার চেইঞ্জ করে নিতে পারেন। এখান থেকে নভা লাঞ্চারের ফ্রি থিমস গুলা ডাউনলোড করে নিন

লাঞ্চারের সাইজঃ ৯.৬ মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ মার্চ ১, ২০১৯প্লেস্টউরে ফ্রি/প্রিমিয়াম প্রাইজঃ ৪.৯৯ ডলার

2. Evie Launcher

Evie Launcher icon

এই লাঞ্চারে কয়েকটি নতুন ফিচার এড করা হয়েচে। গুগল, ডাক ডাক গো, এবং বিং এই তিনটি সার্চ ইঞ্জিন যুক্ত করা হয়েচে। এবং মজার বেয়াপার হলো যে হুম ইছক্রিনে লক করার নতুন ফিচার এড করা হয়েচে। এবং আপনার ফোনে যতো এপ্পস রয়েচে সব গুলা এপ্পস কে খুঁজার ফিচার রয়েচে। এবং কুনো এপ্পস এর সর্ট কার্ট তৈরি করতে এপ্পস এর উপর ক্লিক করে দরে রাখলেই তৈরি হয়ে যাবে সর্ট কার্ট। লাঞ্চারে আরো অনেক লাঞ্চারের ফিচার ও রয়েচে।  

লাঞ্চারের সাইজঃ ১৭ মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ অক্টুবর ১, ২০১৮
প্লেস্টউরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন

3. Apex Launcher

Apex Launcher icon
Apex Launcher icon

১০.০০০.০০০+ লোকের পচন্দের লাঞ্চার। এবং এই লাঞ্চার টিতে আপনার ফোনের এপ্পস গুলাকে লক করে রাখতে পারেন। এবং খুব ফাস্ট একটা লাঞ্চার, আপনার ফোনের হোম ইছক্রিন কে অনেক স্টাইল দিতে পারেন। এবং খুব সহযেই ব্যবহার করা যায়। অনেক এডবান্স থিম রয়েছে এই লাঞ্চারে। এবং আপনার ডিবাইসকে অপ্টিমাইজ করতে পারেন। এটা অনেক মজার লাঞ্চার ব্যবহার করে দেখতে পারেন।

লাঞ্চারের সাইজঃ ১৫.৪ মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ মার্চ ২, ২০১৯
প্লেস্টউরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন/প্রিমিয়াম ভার্সন ৩.৯৯ ডলার

4. Niagara Launcher

Niagara Launcher icon
Niagara Launcher icon

এই লাঞ্ছার টি একেবারে নতুন একটি লাঞ্চার। এই লাঞ্চারের হোম ইছক্রিন খুবই পরিস্কার এবং এটি খুব ফাস্ট একটি লাঞ্চার এবং এতে খুব সুন্দর একটি ফিচার রয়েচে ফিচারটি হলো এক হাত দিয়ে ব্যবহার করার অপশন টি এনেবল করা যায় এতে করে আপনার ফোন ব্যবহার করতে আরো সুবিধা হয়। এবং এপ্পস হাইড করাও সম্বব।

লাঞ্চারের সাইজঃ ৪.৪ মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৯
প্লেস্টউরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন

5. Smart Launcher 5

Smart Launcher 5 icon
Smart Launcher 5 icon

এই লাঞ্চার টি নতুন করে আপগ্রেড করা হয়েচে। এবং এতে নতু নতুন ফিচার এড করা হয়েচে যা দেখতে অনেক সুন্দর। এই লাঞ্চারের খুব মজার একটি ফিচার হলো যে এই লাঞ্চার নিযে তেকেই থিম পরিবর্তন করে এবং যখন আপনি কুনো অয়ালপেপার সেট করেন তখন লাঞ্চার নিযে থেকেই তার রঙ পরিবর্তন করবে এবং আপনার ফোন কে করে দেবে আরো সুন্দর। এবং এই লাঞ্চারে স্মারট সার্চ রয়েচে। হাই রেজুলেসনের অয়ালপেপার রয়েচে। এক কতায় এই লাঞ্চারটি খুব সুন্দর।

লাঞ্চারের সাইজঃ ১০.০ মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ জানুয়ারি ২৬, ২০১৯
প্লেস্টউরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন/ প্রিমিয়াম ভার্সন ৩.৯৯ ডলার

6. Microsoft Launcher

Microsoft Launcher icon
Microsoft Launcher icon

মাইক্রোসফ্ট লঞ্চারের মাধ্যমে আপনি ওয়ালপেপার এবং থিম রং এবং আইকন প্যাক গুলি আপনার স্টাইলের সাথে মিলিয়ে আপনার স্মারট ডিভাইস টি আপনার নিযের মতোন করে নিতে পারেন। এবং মাইক্রসফট কুম্পেনিকে তো সবাই চিনেন তারা এই লাঞ্চারটি তৈরি করেচে। তাই সবাই এই লাঞ্চারটি ডাউনলোড করে দেখে নিতে পারেন, এটি দারুন একটি লাঞ্চার। এবং এতে সব অয়ালপেপার এইসডি কুওয়ালিটি রয়েচে। ফিচার গুলি দেখে নিন

লাঞ্চারের সাইজঃ ৩১.০ মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৯
প্লেস্টউরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন

7. ADW Launcher 2

ADW Launcher 2 icon
ADW Launcher 2 icon

এই লাঞ্চার টি পুরপুরি ভাবে শুধু সাপোরট করে অ্যান্ড্রয়েড ৭.১ ভার্সনে, এর নিচের ভার্সন গুলাতে পুরাপুরি সাপোরট করেনা। এই লাঞ্চারে নতুন সুপার এইসডি অয়ালপেপার এবং নতুন নতুন এফেক্ট দেওয়া হয়েচে এজন্য এই লাঞ্চার টি খুব ভালো লাগে। আশাকরি এই লাঞ্চারটি সবার ভালো লাগেবে ডাউনলোড করে দেখে নিতে পারেন। এতে আরো ফিচার রয়েচে এই লিঙ্কে গিয়ে দেখে আশতে পারেন

লাঞ্চারের সাইজঃ ১৩ মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ সেপ্টেম্বর ১৫.২০১৮
প্লেস্টউরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন

8. Google Now Launcher

Google Now Launcher icon
Google Now Launcher icon

এই লাঞ্চার টি অনেক সুন্দর একটি লাঞ্চার, এটা অনেকটা নভা লাঞ্চারের মতো। এতে অনেক ফিচার রয়েচে, ভাইরাস অপ্টিমাইজ করার ফিচার সহো আরো অনেক ফিচার রয়েচে। এটিতে গুগলের অনেক ফিচার রয়েচে আপনারা এটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।  এই লাঞ্চারের আরো ফিচার দেখতে এই লিঙ্কে যান

লাঞ্চারের সাইজঃ ৭.৯ মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ ডিসেম্বার ৭.২০১৭
প্লেস্টউরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন

9. Rootless Launcher

Rootless Launcher icon
Rootless Launcher icon

এই লাঞ্চারের উপরে রয়েচে গুগলের সার্চ বার। এবং অয়ালপেপার অনুযায়ি থিম সিলেক্ট করার ক্ষমতা রয়েচে এই থিমে। এবং অনেক আইকন পেক রয়েচে। এই লাঞ্চার সম্পর্কে আরো যান্তে এই লিঙ্কে যান

লাঞ্চারের সাইজঃ ১.৬ মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ সেপ্টেম্বর ১১.২০১৮
প্লেস্টউরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন

10. Action Launcher

Action Launcher icon
Action Launcher icon

এটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য অনেক সুন্দর একটি লাঞ্চার। এই লাঞ্চারের নানান ধরনের ফিচার রয়েচে। কয়েকটি ফিচারের কতা যেনে নিন, এই লাঞ্চারের কালার এবং থিম খুব সুন্দর যা অন্য লাঞ্চারের চেয়ে অনেক সুন্দর এবং এই লাঞ্চারের থিম আপনাকে মুগ্ধ করবে। এবং এতে ভিবিন্ন ধরনের কালার আইকন রয়েচে এবং সার্চ করার জন্য গুগলের সার্চ বাক্স রয়েচে। এবং অনেক সুন্দর সুন্দর উইজেট রয়েচে। এবং এপ্পস এর সরট কার্ট অ অনেক সহযে তৈরি করা যায়। এই লাঞ্চার সম্পর্কে আরো যান্তে এই লিঙ্কে যান।

লাঞ্চারের সাইজঃ 15 মেগা বাইট
লাঞ্চারটি লাস্ট কবে আপডেট করা হয়েচেঃ জানুয়ারি ২২.২০১৯
প্লেস্টউরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন

অ্যান্ড্রয়েড ফোনের এই বছরের সেরা গেইম গুলা দেখে নিন

২০১৯ সালের কম্পিউটারের সেরা গেইম গুলি দেখে নিন ডাউনলোড লিঙ্ক সহো

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

Level 4

আমি অলিদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

My name is Olidur Rahman, I love technology, Stay tuned with us to know more about Mobile and Computer, tips and tricks should you know because This is technology time and this is my website: https://www.techadvancefree.com/ https://www.techyeyes.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস