গুগল প্লে ষ্টোর থেকে ইউসি ব্রাউজার অদৃশ্য হবার নেপথ্যে

সবাইকে অবাক করে দিয়ে ইউসি ব্রাউজার প্লে স্টোর থেকে রহস্যজনকভাবে উধাও। চারিদিকে কী হলো কী হলো একটা রব। তবে জানা গেছে, চীনের বিখ্যাত মার্কেটিং প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপের সবচেয়ে জনপ্রিয় এই মোবাইল ব্রাউজারটিকে গ্রাহকদের তথ্য চুরি ও জোরপূর্বক অনাকাঙ্খিত বিজ্ঞাপন প্রচারের কারনে গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে।

তবে ইউসি ব্রাউজারটির মিনি ভার্শনটি এখনও গুগল প্লে স্টোরে বিদ্যমান আছে। কারন হলো, এই মিনি ভার্শনটি সার্ভার প্রান্তে ডাটা সংকোচন করে ব্যান্ডউইডথ ব্যবহারের পরিমাণ কমিয়ে দেয়। যার ফলে নিম্ন গতির ইন্টারনেট কানেকশানেও খুব দ্রুত লোড হয়। আর এই মিনি ভার্শনটির বিরুদ্ধে তেমন কোন অভিযোগ না থাকায় প্লে স্টোরে এখনও আছে।তাছাড়া অ্যাপল স্টোরে ইউসি ব্রাউজারের ফুল ভারশনটি আছে আইফোনের জন্য।

স্ট্যাটকাউন্টার.কমের এক সমীক্ষা অনুযায়ী, বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্রাউজারদের একটি হলো ইউসি ব্রাউজার। এটির ব্যবহারকারীরে একটা বড় অংশ রয়েছে ভারত ও চীনে। যেটির বর্তমানে ৪৮ পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে। জনপ্রিয়তার বিচারে গুগল ক্রোমকেও পিছনে ফেলে দিয়েছিল ক্রোমিয়াম ভিত্তিক ব্রাউজার ইউসি।

জনপ্রিয় ইউসি ব্রাউজারটি সারা বিশ্বে শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে ৫০০ মিলিয়ন বার। যার মধ্যে ইন্ডিয়ায় ডাউনলোড হয়েছে ১০০ মিলিয়ন বার। গুগল ও ইউসি কর্তৃপক্ষ কেউই এখনো অবধি প্লে স্টোর থেকে উধাও-এর কারণ প্রকাশ্যে বলেনি। তবে বিভিন্ন মিডিয়ার সাথে প্রতিষ্ঠানগুলোর ইমেইল আদানপ্রদানে এর প্রকৃত তথ্য উঠে এসেছে। বিশেষায়িত নেটওয়ার্ক কোম্পানী ইউসি ইউনিয়ন-এর মাধ্যমে এন্ড্রয়েড পলিসির উদ্যোক্তা আর্টেম রুসাকোভস্কি এক ইমেইল বার্তায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডাটা চুরি ও ক্ষতিকারক প্রচারাভিযানের কারনে ইউসি ব্রাউজার সাময়িকভাবে প্লে স্টোর থেকে নিষিদ্ধ হয়েছে।

ইউসি ব্রাউজারটি প্লে স্টোর থেকে অদৃশ্য হবার খবরটি প্রথম পান সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রেডিট ইউজাররা। তারপর আসে টুইটারে। টুইটার ইউজার মাইক রস দাবী করেছেন, তিনিই প্রথম ব্যাপারটি নিয়ে টুইট করেন এবং জানান ইউসি কর্তৃপক্ষ কর্তৃক গ্রাহকের বিশ্বাসের অপব্যবহার ও অ্যাপ ইনস্টল সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে নানান অপকৌশল-এর জন্য প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সাময়িকভাবে অর্থাৎ ৩০ দিনের জন্য সরানো হয়েছে।

গত আগস্টে বিভিন্ন মিডিয়া তথ্যানুসন্ধানে জানায় যে, ইউসি কর্তৃপক্ষ ইউসি ব্রাউজারের মাধ্যমে গ্রাহকের তথ্য ও লোকেশন ডাটা তাদের চায়নাস্থ রিমোট সার্ভারে অবিরাম প্রেরণ করে যাচ্ছিল। ভারত সরকারও কিছুদিন পূর্বে একই রকম অভিযোগ করেছিল। আবার ২০১৫ সালের দিকে কানাডার টেকনোলজি রিসার্চ গ্রুপ সিটিজেন ল্যাব জানিয়েছিল যে, ব্রাউজারটি খুব গোপনে চীনের রিমোট কম্পিউটারে সুকৌশলে গ্রাহকের তথ্য যেমন ফোন নম্বর, লোকেশন ও অ্যান্ড্রয়েড ডিভাইসটির যাবতীয় তথ্য চুরি করে পাঠাচ্ছে।

ইউসি ব্রাউজারটি প্লে স্টোর থেকে অপসারনের ব্যাপারে অনলাইন ম্যাগাজিন ওয়েব ৩৬০ এর কাছে এক ইমেইলের জবাব দিয়ে ইউসি ওয়েব বলে, আমরা জানাচ্ছি যে ইউসি ব্রাউজারটি প্লে স্টোর থেকে ১৩ নভেম্বর থেকে সাময়িকভাবে সরানো হয়েছে ৭ দিনের জন্য। কারন হলো ইউসি ব্রাউজারের কিছু সেটিংস গুগলের সাম্প্রতিক পরিবর্তিত নীতিমালার সাথে মিলছিল না, তাই এমনটি ঘটেছে। আমরা জরুরী ভিত্তিতে আভ্যন্তরীন তদন্ত চালাচ্ছি এবং সমস্যাগুলোর সমাধানও করেছি। ইতিমধ্যে গুগল প্লে-এর ডেভেলপার কনসোলে পরিমার্জিত সংস্করনটি পাঠানো হয়েছে মূল্যায়নের জন্য। আমাদের এই অনিচ্ছাকৃত ত্রুটির ব্যাপারে সক্রিয়ভাবে সহযোগিতা করবো গুগল কর্তৃপক্ষকে। ইউসি ব্রাউজারের বিকল্প ভারশন ইউসি মিনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি গুগল কর্তৃপক্ষকে আমাদের অবস্থা বুঝতে পারার জন্য এবং পাশাপাশি আমাদেরকে সহায়তা অব্যাহত রাখার জন্য। ইউসি ব্রাউজার আবার নতুন আঙ্গিকে আগামী সপ্তাহে প্লে স্টোরে ফিরে আসবে। আপাতত এর ইউজার ও পার্টনারগণ ইউসি ওয়েব-এর ওযেব সাইট থেকে ব্রাউজারটি ডাউনলোড করতে পারবেন।

আর্টিকেলটি অনলাইন মিডিয়া হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস ও গ্যাজেটস ৩৬০ সমূহের প্রতিবেদন অনুযায়ী প্রস্তুতকৃত। ইউসি ব্রাউজারের পরিমার্জিত সংস্করনটি সরাসরি ওয়েবসাইট  থেকেও পাঠকগণ প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিয়য়ক আরো খবরাখবর পেতে পারেন এখানে ভিজিট করে।

ইউসি ব্রাউজার অ্যান্ড্রয়েড ভারশন (সংশোধিত ও লেটেস্ট)-ডাউনলোড লিংক

ইউসি ব্রাউজার পিসি ভারশন (সংশোধিত ও লেটেস্ট)—–ডাউনলোড লিংক

Level 1

আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া।আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোশ্যাল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি আমার ক্ষুদ্র জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে। আর যতটুকু জানি তা সবার মাঝে বিলিয়ে দিতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস