সামনেই বি.সি,এস পরীক্ষা। মডেল টেষ্ট পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে উপকারী। আর সেই জন্য বি.সি.এস পরীক্ষা সামনে রেখে আপনাদের জন্য ছাড়া হয়ে অফলাইন need4bcs অ্যাপস। নেট ছাড়াই চালানো যাবে এই অ্যাপসটি।
২০০০ এম.সি.কিউ নিয়ে আপাতত পাবলিশ করা হয়েছে এবং নিয়মিত আপডেট হচ্ছে। সাথে বোনাস হিসাবে আছে বিগত 5 বছরের প্রশ্ন
এখানে চার ধরণের পরীক্ষার পদ্ধতি আছে
1. ২০ টা প্রশ্ন ১২ মিনিট এর মধ্যে শেষ করতে হবে
2. ৪০ টা প্রশ্ন ২৪ মিনিট এর মধ্যে শেষ করতে হবে
3. ১০০ টা প্রশ্ন ৬০ মিনিট এর মধ্যে শেষ করতে হবে
৪. ২০০ টা প্রশ্ন ১২০ মিনিট এর মধ্যে শেষ করতে হবে
টাইম শেষ হয়ে গেলে উত্তর দেয়া বন্ধ হয়ে যাবে নিজে থেকেই। আর সাথে সাথেই জেনে নিতে পারবেন আপনার স্কোর, সঠিক উত্তর, ভুল উত্তর।
উত্তর স্কিপ করার অপশন আছে এবং কোনগুলি স্কিপ করা হয়েছে তাও দেখানো হবে। সাইজও খুব বড় না। মাত্র ছয় মেগাবাইট। তবে চালানোর জন্য 4.2+ হওয়া লাগবে এন্ড্রয়েড ভার্সন।
লিংক: প্লে-স্টোর এর need4bcs লিখে সার্চ করলেও পাওয়া যাবে।
নিজে ব্যবহার করুন, শেয়ার করে অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করুন। আশা করি এটা দিয়ে খুব ভাল প্রস্তুতি নেয়া যাবে।
আমি নিজে ব্যবহার করেছি। অনেক সুন্দর অ্যাপস এবং দরকারী অ্যাপস। পথে ঘাটে সময়ে অসময়ে চট জলদি কুইজ মডেল দেয়া যাবে। যেমন সময় তেমন মডেল। যেমন যদি দুই ঘন্টা সময় থাকে, তাহলে সম্পুর্ণ মডেল। আবার যদি মাত্র ১২ মিনিট সময় থাকে তাহলে ২০ টা প্রশ্নের মডেল। এছাড়া যদি শুধু দেখতে চান, তাহলে কোনও উত্তর না দিয়ে সাবমিট করলেই প্রশ্নের সাথে সঠিক উত্তর দেখানো হবে। এতে করে পরীক্ষা দেয়া ছাড়াও শুধু পড়ার কাজেও ব্যবহার করা যাবে। 🙂
আমি arctushar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।