google translator দিয়ে যেভাবে বই এর লেখা text এ পরিণত করবেন এবং যেভাবে কোন ভাষার offline verson করবেন।

google translator দিয়ে যেভাবে বই এর লেখা text এ পরিণত করবেন এবং যেভাবে কোন ভাষার offline verson করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম (بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ)। আসসালামু আলাইকুম  । এটা আমার প্রথম টিউন কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আর পূর্বে যদি কেও এই বিষয়ে টিউন করে থাকে তাহলে দুঃখিত। আমি আজ দেখাব কিভাবে আপনি google translator দিয়ে যেভাবে বই এর লেখা text এ পরিণত করবেন এবং যেভাবে কোন ভাষার offline verson করবেন। এখন বেশি কথা বাদ দিয়ে কাজে যাই ।

১মঃ google translator দিয়ে যেভাবে বই এর লেখা text এ পরিণত করবেনঃ-

google translator খুলুন।

এরপর camera option touch করুন

camera open হবে । তারপর যেকোনো একটি বইয়ের পৃষ্ঠার ছবি তুলুন । স্ক্রীন এ টাচ করলেই পিকচার উঠে যাবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে ভাষা আপনার নির্বাচন করা আছে সেই ভাষার পিকচার তুলতে হবে। উদাহরণ হিসাবে আমি এই খানে Français ভাষার বেবহার করেছি।

এরপর আপনার যেইটুকু লাইন প্রয়োজন সেইটুকই লাইন আঙ্গুল দিয়ে ঘসে highlight করে দিন। তবে এটা একবারেই করতে পারবেন ।

এরপর উপরে নীল রঙ এর text দেখাবে । এতে টাচ করুন।

এখন দেখুন যাদু । পিকচার টির text এবং translate দুটিই পেয়ে গেছেন।

২য়ঃ  যেভাবে কোন ভাষার offline verson করবেন।

Language list এ টাচ করুন । তবে প্রথমেই বলে দেই আপনি শুধু মাত্র সেই সব ভাষার offline version করতে পারবেন যেগুলোর পাসে পিন বুতম  আছে।

যেমনঃ

আমি উদাহরণ হিসাবে Afrikkan language টি দেখাছছি । ইন্টারনেট সংযুক্ত রাখুন। পিন অপশন এ টাচ করুন ।

ডাউনলোড তথ্য দেখাবে এবং ডাউনলোড অনুমতি চাবে। ok করলেই ডাউনলোড শুরু হবে

ডাউনলোড শেষে ইন্সটল নিবে।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি Shafikul Islam Ratul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই ভাই ধন্নবাদ

Level 8

খুব সুন্দর লিখেছেন।

Level 0

সুন্দর