Google Chrome জন্য এবার নিজেই থিম তৈরি করুন !!!

Google Chrome এর জন্য অনেকেই অনেক রকম ভাল ভাল থিম ব্যাবহার করেন। কারও পছন্দ সাধারণ, আবার কারও পছন্দ একটু স্টাইলিশ। কিন্তু থিমটা যদি নিজের মনের মত করে নিজেই বানান তাহলে কেমন হয় ? চলুন আজকে জেনে নিন কিভাবে Google Chrome এর থিম তৈরি করতে হয়। ঠিকঠাকভাবে কাজ করলে থিমটা তৈরি করতে আপনার সময় লাগবে হয়ত এক মিনিটেরও কম !

  • প্রথমে এখানে যেয়ে Extension টি Add করুন।
  • তারপর একটা New Tab Page Open করুন।
  • নিচের দিকে Most Visited এর পাশে Apps এ ক্লিক করুন। দেখবেন My Chrome Theme নামে একটা Apps আছে। ওখানে ক্লিক করুন।

  • তারপর যে পেজ Open হবে সেখানে START MAKING THEME এ ক্লিক করে একটা ছবি Upload করুন। অথবা Use Webcam এ ক্লিক করে Webcam এ ছবি তুলতে পারেন।

  • তারপর আপনি আপনার নিজের মত করে ছবিটা Edit করে Continue to Step 2 তে ক্লিক করুন।

  • তারপর এই পেজে Brush চিহ্নিত বিভিন্ন জায়গায় ক্লিক করে Toolbar,Tab,Background,Frame এর কালার পরিবর্তন করতে পারবেন। তারপর Continue to Step 3 তে ক্লিক করুন।

  • এই পেজে আপনার বানান থিমটির একটা নাম দিন। আমি নাম দিলাম Beautiful World. তারপর Make my theme! এ ক্লিক করুন।

  • অবশেষে থিমটা তৈরি হয়ে গেল। এরপর শুধু Install Theme এ ক্লিক করে থিমটা Install করুন। থিমটা শেয়ার করতে চাইলে Share Theme এ ক্লিক করে যে URL টা Generate হবে সেটা শেয়ার করতে পারেন।

আমার তৈরি একটা থিম আপনারা দেখতে পারেন এই ঠিকানায়।।।

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জটিল একটি পদ্ধতি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

Really creative…………TNKX

thanks bro for awesome tune …