এবার পিসি বন্ধ হবে নিজে নিজে

আজ প্রায় ২ সপ্তাহ পর লিখছি।পরীক্ষা এর জন্য লিখিনি। যাই হক,মুল কথায় আসি

আমরা অনেকেই ইন্টারনেট এ বড় ফাইল বা মুভি বা অপারেটিং সিস্টেম ডাউনলোড দেই।এসব এর সাইজ বড় বলে অনেক সময় লাগে। যার ফলে পিসি কে অনেক সময় ২,৩ ঘন্টা খোলা রাখতে হয়। অনেকে আবার রাতে ভাল স্পীড এর কারনে রাতে ডাউনলোড দেন। যার ফলে পিসি সারারাত খোলা থাকে।পিসি হয়তবা নষ্ট হবেনা কিন্তু পিসি এর বাস স্পীড কমে যায়।কিন্তু একটু বুদ্ধি খাটালেই আপনার পিসি নিজে নিজে বন্ধ হবে।তাহলে ছলুন দেখি......

ধরুন আপনি একটা কিছু ডাউনলোড দিলেন। দেখলেন শেষ হতে ৫০ মিনিট লাগবে।এখন আপনি ততক্ষণ থাকতে পাবেন না বা ঘুমিয়ে পরবেন।তখন আপনাকে যা করতে হবে তা হল।

  • ১ ঘনটা মানে হল ৩৬০০ সেকেন্ড।প্রথমে আপনার পিসির কোন খালি জায়গায় মাউস এর ডান বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাট খুলুন
  • desktop>right click>shortcut
  • এবার নতুন উইন্ডো তে টেক্সট বক্স এ SHUTDOWN -s -t 3600 লিখুন

  • সংখ্যার জায়গায় আপনি আপনার কাঙ্খিত সময় টি সেকেন্ড এ হিসাব করে বসান।
  • এরপর নেক্সট >ফিনিশ দিয়ে বের হয়ে আসুন।
  • এবার ডেক্সটপ এ shutdown নামে একটি সর্টকাট তইরি হবে।
  • সেটা তে একবার ক্লিক করে দিলে আপনার পিসি ৩৬০০ সেকেন্ড পর বন্ধ হবে।

এটি windows xp,vista,7 এ কায করবে। উইন্ডোজ ৮ এ কায কবে নাকি যানিনা। কারন আমি এটার ডেভেলপার প্রিভিউ ভারসন ব্যবহার করেছি।

আপনি যদি পিসি রিস্টার্ট করতে চান তবে SHUTDOWN -r -t 3600 লিখুন। এবার আর পিসি নিয়ে আপনার চিন্তা করতে হবেনা। শিগ্রই আবার আসবো নতুন টিউন নিয়েআসব ...সে পর্যন্ত

*************************GoOGdByE**********************************

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এই কাজ তা তো IDM দিয়েই করা যায়। ডাউনলোড শেষ হলেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে। ৫০ মিনিটের ডাউনলোড যদি কোন করণে ৭০ মিনিটে শেষ হয় তাহলেও কোন সমস্যা নেই , কারণ IDM ডাউনলোড শেষ করার পরেই কম্পিউটার বন্ধ করবে। so no tension …

Level New

আগে যানা ছিল ।
http://www.hacking.forblogger.com

ধন্যবাদ ভাই সুন্দর টিউনটির জন্য

Thanks. Nice one.

Level 2

Valo jinish. Tobe eto kahini korar kono dorkar ase ki????????????
RUN—-> a
SHUTDOWN -s -t 3600
likhe ok korlei hoi.
R shutdown execute korar por off korte mone chaile
SHUTDOWN -a
likhe ok korlei jamela shesh.

Tobe valo jinish share korsen amader oneker upokar hobe jara amar moto rate download dia gumie jai. Tobe idm use korle oikhane ekta option ase after download complete pc shutdown hoe jabe. kintu ekta problem o ase. jodi kono karone ekta file o succesfully download na hoi tahole shutdown hobe na.