জাভা গেমস বলতে আমরা বুঝে থাকি যা শুধুমাত্র মোবাইলেই সাপোরট করে কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার সম্পকে আলোচনা করবো যেটির সাহায্যে যেকোনো জাভা গেমস আপনার কম্পিউটারে খেলতে পারবেন। এর একটি বড় সুবিধা হলো জাভা গেম আপনি মোবাইলের মেমোরিতে নেবার আগে পিসিতে চালিয়ে দেখতে পারবেন গেমটি চলে কিনা। তাছাড়া অবসর সময়ে আপনি পিসিতেও জাভা ফাইল বা গেম চালাতে পারবেন। তাই বেশি কথা না বলে ডাউনলোড করে নিন, লিংক হারালে আর আমাকে দোষারোপ করতে পারবেন না ।
ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।
সফটওয়্যারটি ব্যবহারের নিয়ম: ডাউনলোডের পর সফটওয়্যারটি ইন্সটল করুন পরে start/programme/sjboy Emulator থেকে sjboyEmulator কপি করে আপনার ডেস্কটপে পেস্ট করুন্। এবার আপনার জাভা ফাইল বা গেমটি ডেস্কটপে আনুন এবং ড্রাগ করে বা টেনে এনে sjboyEmulator আইকনের উপর ছেড়ে দিন তাহলেই দেখবেন আপনার জাভা গেম চলছে।
এ ব্যাপারে কারও যদি কোনো সমস্যা থাকে আমাকে comment করুন।
আমি Likhon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai, sis filer pc te chalanor kono soft ny? thakle plzzzzzzzzzzzzzzz