মাল্টিপ্লেয়ার গেমিং(স্ক্রীন-শটসহ): Need For Speed Most Wanted

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

বন্ধুরা, আমি একজন নতুন টিউনার। এটা আমার প্রথম পোস্ট। ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মাল্টিপ্লেয়ার গেমিং সম্পর্কে “SAKIB বাংলাদেশ” এর পূর্বে লিখেছেন। তবে  তার লেখা কপি করার কোনো ইচ্ছা আমার নেই। আমার এই লেখাটি আমি এর পূর্বে somewhereinblog.net এ প্রকাশ করেছি। http://www.somewhereinblog.net/blog/noman97/29478288

সিংগেল প্লেয়ার গেমিং এবং মাল্টিপ্লেয়ার গেমিং:

যখন একাধিক প্লেয়ার একত্রে কোনো নেটওয়ার্ক-এ গেমস খেলে তখন তাকে মাল্টিপ্লেয়ার গেমিং বলে। আমাদের দেশে গেমাররা সাধারনত সিংগেল প্লেয়ারে গেমস খেলে, মাল্টিপ্লেয়ারে খেলেনা। এর প্রধান কারন হল, বাংলাদেশের অধিকাংশ পিসি গেমস পাইরেটেড ভার্সন। অন্যান্য কারনগুলো নিম্নরূপঃ-

১. “গেমিং পিসি”র অভাব।

২. ইন্টারনেট স্পীড স্বল্পতা।

৩. মাল্টিপ্লেয়ার গেমিং খুব ব্যয়বহুল।

৪. সর্বোপরি, মাল্টিপ্লেয়ার গেমিং এর জন্য দক্ষতার অভাব।

আমি এখন একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো। এই সফটওয়্যারটি আপনাকে মাল্টিপ্লেয়ার গেমস (ল্যান গেমস) খেলতে সাহায্য করবে। সফটওয়্যারটির নাম Tunngle. এর সাইজ মাত্র ২.৯ মেগাবাইট!

টুঙ্গল সম্পর্কে আমি প্রথম ধারনা পাই নয়াদিগন্ত পত্রিকা থেকে। প্রায় এক বছর আগে আমার এক বন্ধু নয়াদিগন্ত পত্রিকার অংশবিশেষ কেটে নিয়ে আসে এবং আমাকে দেখায়, যেখানে মাল্টিপ্লেয়ার গেমিং সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। সেই থেকে আমি মাল্টিপ্লেয়ার গেমস (ল্যান গেমস) সম্পর্কে ধারণা পাই।

 

টুঙ্গলযেভাবে কাজ করেঃ

টুঙ্গল ইন্সটল করার পর এটি একটি ভার্চুয়াল ল্যান তৈরি করে। যারা টুঙ্গলে রেজিস্ট্রেশান করেন, তারা হলেন এই ল্যান এর সদস্য। এই বিষয়টি অনেকটা ফেসবুক এর মত। ফেসবুক এ লগইন করে আপনি যেমন আপনার বন্ধুদের সাথে (যারা অনলাইন এ আছেন) চ্যাট করতে পারেন, টুঙ্গলে লগ ইন করে আপনি সারা বিশ্বের অসংখ্য টুঙ্গল ইউজারদের সাথে মাল্টিপ্লেয়ারে গেমস খেলতে পারেন।

যা যা প্রয়োজন (এনএফএস মোস্ট ওয়ান্টেড):            

১. সাধারণ মানের পিসি।* (ইন্টেল সেলেরন ২.০ গিগাহার্টস, ৫১২ এমবি   সিস্টেম মেমোরি, ১২৮ মেগাবাইট ভিডিও মেমোরি)

২.কমপক্ষে ১২৮ কেবিপিএস ইন্টারনেট কানেকশন।*

* আপনি যদি অন্য কোন গেমস খেলতে চান, তাহলে সেই গেমটির সিস্টেম রিকোয়ারমেন্ট দেখুন।

টিউটোরিয়ালঃ (১ম অংশ)

ইন্টারনেট কানেক্ট করে নিম্ন লিখিত কাজগুলো অনুসরণ করুন-

১. http://www.tunngle.net এ যান।

২. ফ্রী রেজিস্ট্রেশান করুন।

৩. tunngle ডাউনলোড করুন।

৪. tunngle ইন্সটল করুন।

৫. ডেক্সটপ শর্টকাট এর সাহায্যে tunngle ওপেন করুন।

৬. আপনার অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

৭. যদি কোনো এরর মেসেজ বা হেল্প মেসেজ আসে তাহলে ok ক্লিক করুন।

৮. এখন আপনি বাম দিকে একটি প্যানেল দেখতে পাবেন, যেখানে কিছু মেনু ও অপশন রয়েছে। এখান থেকে sport সিলেক্ট করুন।

৯. Need For Speed Most Wanted সার্ভার (৩য় পেজে) খুজে বের করুন।

১০. ডাবল ক্লিক করে সার্ভার ওপেন করুন। ডান দিকে আপনি দেখতে পাবেন তাদের, যারা বর্তমানে অনলাইনে আছে এবং গেমস খেলছে

১১. আপনি এখানে গ্রুপ চ্যাট করতে পারবেন। চ্যাট করতে না চাইলে, উপরে মিনিমাইজ বাটনে ক্লিক করে টুঙ্গল মিনিমাইজ করে রাখুন।

এখন প্রাথমিক কাজ শেষ। এরপরের কাজ গেমস এর ভিতরে।

টিউটোরিয়ালঃ (২য় অংশ)

১. এনএফএস মোস্ট ওয়ান্টেড ওপেন করুন।

২. LAN সিলেক্ট করুন

৩. আপনি এখন যারা অনলাইনে আছে, তাদের দেখতে পাবেন।

৪. যে কোনো সার্ভারে প্রবেশ করুন এবং আপনার নাম লিখুন।*

৫. এখন, Sessions Match (All Any) সিলেক্ট করুন।

৬. এ পর্যায়ে আপনি কিছু সার্ভার রুম দেখতে পাবেন, যার মধ্যে কয়েকটি পূর্ণ এবং কয়েকটি খালি। যেকোনো খালি (২/৪, ৩/৪) রুমে প্রবেশ করুন।

৭. সর্বশেষ, কিছুক্ষণ (১-৩) মিনিট অপেক্ষা করুন এবং উপভোগ করুন

* উইন্ডোজ ৭ ব্যবহার করলে আপনি কোনো Sessions Match খেলতে পারবেন না। এক্ষেত্রে, আপনার নিজের ম্যাচ তৈরি করা লাগবে।

তবে আপনি আরেকটি কাজ করতে পারেন, তা হল NFS most Wanted- Patch 1.3 ইন্সটল করতে পারেন। প্যাচ ইন্সটল করার ফলে গেমসের বিভিন্ন ত্রুটি দূর হয়। এক্সপি বা ভিস্তা ইউজাররা যদি কোনা সমস্যায় পড়েন, তবে তারাও প্যাচ ইন্সটল করতে পারেন।

টুঙ্গল ব্যবহার করে ১ম অংশ অনুসরণ করে আপনি অন্য যে কোনও গেমস খেলতে পারবেন। আমি নিজেও টুঙ্গল ব্যবহার করে কল অফ ডিউটি গেমস খেলেছি।

Virtual LAN তৈরি করে এমন আরও অনেক সফটওয়্যার আছে।যেমন- Steam, Hamachi, Game Ranger ইত্যাদি। আশা করি পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

 

Level 0

আমি খারাপ ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এইরকম VLAN করার সফটওয়্যার খুজতেছিলাম। ধন্যবাদ আপনাকে!! 😀

Level 0

সর্বনিন্ম কত পিং হলে ভালভাবে খেলা যাবে?

    আমি ২৫৬কেবি স্পীড দিয়েই ভাল মত খেলতে পারি। সর্বনিম্ন ১২৮কেবি প্রয়োজন।

Level 0

singin করার পর
the following tunngle adapter was found.
do you want to associate this adapter with tunngle
সিলেক্ট করে দেই কিন্তু বার বার একই কথা বলে ।।
কি করবো

সুন্দর সুন্দর !!!

Level 0

খুব সুন্দর টিউন। try করে দেখব।
এটা দিয়ে কি command and conquer generals: zero hour খেলা যাবে? অথবা কোনটা দিয়ে পারব? জানাতে পারলে কৃতজ্ঞ হব। ধন্যবাদ। 🙂

Level 0

bro, you’re a bless. \m/

Level 0

bro any risk for hacking PC in this lan ?

Level 0

thanks bro.god bless u…….

Level 2

amar 20kbps

ami Game Ranger soft dia Moto GP URT3 khelsi, temon kono problem hoy nai…amar net speed 128 kbps…

Level 0

hoi na kichu ..duurrr bhai sudu sudu time lost …

Level 0

thanks, it works with me………. i am from ISPros ISp…

Level 0

Steam, Hamachi, Game Ranger
eshob somporke bistarito
janaben amr error dekhay tunngle e

    Re-Install Koren. Amar PC-te onek Shomoy Tunngle update korar shomoy problem kore. Re-install korle thik hoye jay.
    Steam, Hamachi somporke January te Tune Korbo Asha kori.

Level 0

আমি এখন আগের মত তেমন একটা গেম খেলি না তবে আপনার টিউন টা দেখে আবার খেলার ইচ্ছা জাগল কিন্ত নেট এর যে অবস্থা তাতে অনেকবার খেলে ও ফাস্ট হতে পারলাম না ।

Level 0

ami Most wanted tunngle a khelte chai but other user ar sathe connect korle connection lost lekha aase n ami windows 7 use kori….

Level 0

apnar patch install korle (please insert the correct CD Rom, Select ok and restart again) aita aase arpor Most wanted open hoy na

install “Demon Tools”. if it already installed, make sure that it works properly.
Demon tools download link- http://download.cnet.com/DAEMON-Tools-Lite/3000-2646_4-10778842.html

Level 0

game tir download link ta din