সহজ উপায়ে অনলাইনে MULTIPLAYER এ গেম খেলুন।(আমার প্রথম টিউন)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

 আশা করি সবাই ভালো আছেন ।TECHTUNE এ অনেক দিন,কিন্ত post করা এই প্রথম। তাই ভুল হতে পারে।
বেশি বক বক না করে কাজের কথায় আসি। আমি গেম খেলতে ভালবাসি। তাই প্রথম post গেইম দিয়ে শুর করলাম
আমরা কম বেশি সবাই গেইম খেলতে ভালবাসি। কিন্ত গেইম খেলার মজা online এ অনেক বেশি। আর বন্ধুর সাথে দূরে বসেও
compition করাটা কোন অংশে কম মজাদার নয়।
তাই আজ এমন এক software  এর কথা আলোচনা করব যা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্থের বন্ধুর সাথে Multiplayer এ গেইম
খেলতে পারবেন,বাংলাদেশ এর বন্ধুরা তো আছেই।
সফটওয়্যারটির নাম Tunngle
এটি p2p VPN tool যার মাধ্যম এ virtual Lan create করে virtual IP তৈরি হয়
(NOTE:GRAMEEN,CITYCELL,ROBI,BANGLALION কিংবা QUBEE এদের কারো IP same না ও network ও একি না । তাই
online এ গেম খেলতে সমস্যা দেখা দেয় )
আর এই জন্যই Tunngle use করা ।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন

এখান থেকে----------------

Tunngle

ডাউনলোড করার পর সেটআপ করুন এবং ওপেন করুন । ওপেন করার পর নিচের ছবির মত বক্স ওপেন হবে। account থাকলে

লগিন করুনআর না থাকলে Sign up for a free Tunngle account এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।রেজিস্ট্রেশান করার পর

আপনারইমেইল এঅ্যাক্টিভ লিঙ্ক দিবে এবং অ্যাক্টিভ লিঙ্ক এর ম্যাধমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে।অ্যাক্টিভ হয়ে যাওয়ার

পর লগিন করুন

লগিন করার পর এরকম পেজ ওপেন হবে।যাতে network search নামে একটি অপশন থাকবে।ওখানে কাঙ্কিত গেম এর নাম দিয়ে সার্চ

করতে হবে।মনে রাখা দরকার গেম এর নাম সঠিক হতে হবে তা না হলে গেম রুম খুজে পাওয়া যাবে না

খুজে পাওয়ার পর এটি আলাদা ট্যাব এ দেখাবে।এরপর যা করতে হবে রুম এ in করতে হবে

রুম এ in করার পর এটিও আলাদা ট্যাব এ দেখাবে।এরপর আপনার বন্ধুকেও একি রুম এ ঢুকতে বলুন।আর তাতেই কাজ finish

মজার কথা হল এখানেও আপনি চ্যাট ও করতে পারবেন। হয়তবা দেখবেন রুম এ আগে থেকেই অনেকই আছে।তাদেরকেও গেম

খেলতে ইনভাইট করতে পারেন অথবা তাদের সাথে join করতে পারেন

এখন যা করতে হবে রুম এ থাকা অবস্তাই গেম রান করান।আর LAN multiplayer এ in করুন।অবশ্যই আপনার বন্ধুকেও

একি কাজ করতেহবে।আর তাতেই শুরু হয়ে যাবে হাড্ডা হাড্ডি লডাই।দেখা যাক কে জিতে।

হার জিত বড না অংশ গ্রহনই আসল

(NOTE:অবশ্যই LAN option এ in করতে হবে,ONLINE এ না)

আর একটি কথা কিছু গেম এ দেখা যায় শুধু MULTIPLAYER অপশন আছে। ও সব গেম এ যা করতে হবে MULTIPLAYER এ in করে

HOST IP তে আপনার বন্ধুর IP বসাতে হবে। ঠিক other computer এও একি কাজ করতে হবে।মানে একে অপরের IP কে HOST IP তে

বসাতে হবে।

Q:কোন IP টি বসাবেন?   Tunngle এ বাম পাশের নিচে দেখবেন আপনার virtual IP দেখাবে।আর রুম এ থাকা অন্য কারো নাম এর উপর

মাউস পয়েন্টার নিয়ে গেলে তার virtual IP টি দেখাবে। মূলত এই virtual IP টি host IP তে বসাতে হবে

(NOTE:HOST কেবল একজনই থাকে,অতএব আপনি যদি HOST থাকেন অপর জন কে JOIN দিতে হবে, এর মাধ্যমে একের অধিক player join করতে পারবে)

(উফ অনেক কষ্ট টিউন করা ,তাও আপনাদের আগ্রহ আমাকে অনুপ্রেরণা জোগাবে আরও টিউন করতে)

শেষ করছি সুন্দর একটি বাংলাদেশ এর আশা নিয়ে দোয়া করবেন খোদা হাফেজ

Level 0

আমি SAKIB বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই counter strike source এর জন্য কি এমন কোন সফটওয়্যার আছে?

হ্যাঁ আছে……।

প্রথম টিউন ভাল হয়েছে 🙂

Level 2

১২৮ কেবিপিএস এ কেমন সার্ভিস পাবো ?

ধন্যবাদ হাসান ভাই

Rohan ভাই আমি citycell এ ১২৮ দিয়ে চালিয়েছিলাম ভালই বলা যায়।কিন্তু এখন qubee 256 এ চালাই,
এখন আর বেস্ট।তাছাডা আমার বন্ধুরা still রবি ইন্টারনেট দিয়ে চালাচ্ছে।আশা করি ভালো সার্ভিস পাবেন।

ও ভাই ও ভাই।কি যে দিলেন। অনেক ধন্যবাদ। আমি কি BATTLEFIELD 3 অনলাইনে খেলতে পারব এইটা দিয়ে?আমারটা পাইরেট ভার্সন।জানালে খুশি হতাম।

অবশ্যই BATTLEFIELD 3 অনলাইন এ খেলতে পারবেন Tunngle use করে।আর আপনি যদি সরাসরি অনলাইন এ খেলতে চান তাহলে BATTLEFIELD এর অনলাইন ভার্সন রয়েছে যা আপনাকে ডাউনলোড
করে নিতে হবে।আর যদি অনলাইন ভার্সন থেকে থাকে এই http://battlefield.play4free.com/en/ সাইট
এ রেজিস্ট্রেশন করে কোন সফটওয়্যার ছাডাই BATTLEFIELD অনলাইনে খেলতে পারবেন
@শরীফ আহমেদ জনম

counter strike source এর জন্য সফটওয়্যার টির নাম এবং লিঙ্ক দিলে ভাল হত 🙂

Level 0

Fifa 2012 ki khela jabe??? bt hocche nato??

    @Sunshine: আমি দুঃখিত আসলে fifa 2012 এখনো tunngle সার্ভার এ include করা হয় নি।এটা latest ভার্সন তো তাই।কিছু দিন wait করতে হবে।কিন্তু খুশির খবর হচ্ছে multiplayer এ আরও সহজে কিভাবে সব ধরনের গেম খেলা যায় ২-১ দিনের মধ্যে আমি আর একটি টিউন আপনাদের সামনে উপস্থাপন করবো।সেখানে fifa 2012 ও খেলতে পারবেন।

Level 0

can u send me the (details)Tutorial about playing counter strike source ?? my mail id
[email protected]

@SAKIB বাংলাদেশ
আপনার টিউন অনুযায়ী সব কিছুই করলাম। কিন্তু মাল্টিপ্লেয়ার এ খেলতে পারলাম না।

Level 0

@ Sakib… tnx yaar 4 replying….

Level 0

vai amar tunngle e prob hoy error bole bikolpo konta valo hoy janaben ki
ami
Need For Speed Most Wanted
khelte chai

Level 0

Need For Speed Most Wanted
khelte chai
tunngle eror prob dey
onno konta try korle best hoy

    @PAVEL3: Need For Speed Most Wanted তো খুব ইজি খেলা সম্ভব।মুলত কি সমস্যা তা বললে সমাধান দিতে পারব।আপনি এছাডা hamachi দিয়ে try করে দেখেতে পারেন।

    @PAVEL3: game ranzer

Level 0

Roome dhuke amar drive theke game start korte hobe?

Level 0

ami ki modern warfare 3 khalte parbo.amar ta pairated khalar jonno ki kono soft/creck ki lagbe

Level 0

vai Call of Duty 4 Modern warfare maltiplayer khalte partase na

Level 0

vai tunge e to registration korte pari na jei email id dei oi tai dekhay used by other!!

tungle er registration verification kichutei kaj korche na. khub e baze site.