আশা করি সবাই ভালো আছেন ।TECHTUNE এ অনেক দিন,কিন্ত post করা এই প্রথম। তাই ভুল হতে পারে।
বেশি বক বক না করে কাজের কথায় আসি। আমি গেম খেলতে ভালবাসি। তাই প্রথম post গেইম দিয়ে শুর করলাম
আমরা কম বেশি সবাই গেইম খেলতে ভালবাসি। কিন্ত গেইম খেলার মজা online এ অনেক বেশি। আর বন্ধুর সাথে দূরে বসেও
compition করাটা কোন অংশে কম মজাদার নয়।
তাই আজ এমন এক software এর কথা আলোচনা করব যা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্থের বন্ধুর সাথে Multiplayer এ গেইম
খেলতে পারবেন,বাংলাদেশ এর বন্ধুরা তো আছেই।
সফটওয়্যারটির নাম Tunngle
এটি p2p VPN tool যার মাধ্যম এ virtual Lan create করে virtual IP তৈরি হয়
(NOTE:GRAMEEN,CITYCELL,ROBI,BANGLALION কিংবা QUBEE এদের কারো IP same না ও network ও একি না । তাই
online এ গেম খেলতে সমস্যা দেখা দেয় )
আর এই জন্যই Tunngle use করা ।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন
এখান থেকে----------------
ডাউনলোড করার পর সেটআপ করুন এবং ওপেন করুন । ওপেন করার পর নিচের ছবির মত বক্স ওপেন হবে। account থাকলে
লগিন করুনআর না থাকলে Sign up for a free Tunngle account এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।রেজিস্ট্রেশান করার পর
আপনারইমেইল এঅ্যাক্টিভ লিঙ্ক দিবে এবং অ্যাক্টিভ লিঙ্ক এর ম্যাধমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে।অ্যাক্টিভ হয়ে যাওয়ার
পর লগিন করুন
লগিন করার পর এরকম পেজ ওপেন হবে।যাতে network search নামে একটি অপশন থাকবে।ওখানে কাঙ্কিত গেম এর নাম দিয়ে সার্চ
করতে হবে।মনে রাখা দরকার গেম এর নাম সঠিক হতে হবে তা না হলে গেম রুম খুজে পাওয়া যাবে না
খুজে পাওয়ার পর এটি আলাদা ট্যাব এ দেখাবে।এরপর যা করতে হবে রুম এ in করতে হবে
রুম এ in করার পর এটিও আলাদা ট্যাব এ দেখাবে।এরপর আপনার বন্ধুকেও একি রুম এ ঢুকতে বলুন।আর তাতেই কাজ finish
মজার কথা হল এখানেও আপনি চ্যাট ও করতে পারবেন। হয়তবা দেখবেন রুম এ আগে থেকেই অনেকই আছে।তাদেরকেও গেম
খেলতে ইনভাইট করতে পারেন অথবা তাদের সাথে join করতে পারেন
এখন যা করতে হবে রুম এ থাকা অবস্তাই গেম রান করান।আর LAN multiplayer এ in করুন।অবশ্যই আপনার বন্ধুকেও
একি কাজ করতেহবে।আর তাতেই শুরু হয়ে যাবে হাড্ডা হাড্ডি লডাই।দেখা যাক কে জিতে।
হার জিত বড না অংশ গ্রহনই আসল
(NOTE:অবশ্যই LAN option এ in করতে হবে,ONLINE এ না)
আর একটি কথা কিছু গেম এ দেখা যায় শুধু MULTIPLAYER অপশন আছে। ও সব গেম এ যা করতে হবে MULTIPLAYER এ in করে
HOST IP তে আপনার বন্ধুর IP বসাতে হবে। ঠিক other computer এও একি কাজ করতে হবে।মানে একে অপরের IP কে HOST IP তে
বসাতে হবে।
Q:কোন IP টি বসাবেন? Tunngle এ বাম পাশের নিচে দেখবেন আপনার virtual IP দেখাবে।আর রুম এ থাকা অন্য কারো নাম এর উপর
মাউস পয়েন্টার নিয়ে গেলে তার virtual IP টি দেখাবে। মূলত এই virtual IP টি host IP তে বসাতে হবে
(NOTE:HOST কেবল একজনই থাকে,অতএব আপনি যদি HOST থাকেন অপর জন কে JOIN দিতে হবে, এর মাধ্যমে একের অধিক player join করতে পারবে)
(উফ অনেক কষ্ট টিউন করা ,তাও আপনাদের আগ্রহ আমাকে অনুপ্রেরণা জোগাবে আরও টিউন করতে)
শেষ করছি সুন্দর একটি বাংলাদেশ এর আশা নিয়ে দোয়া করবেন খোদা হাফেজ
আমি SAKIB বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই counter strike source এর জন্য কি এমন কোন সফটওয়্যার আছে?