টিনটিন, নামটির সাথে আশা করি নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই। কিন্তু টিনটিন কে নিয়ে নতুন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, যা আমার মনে হয় অনেকেই জানেন না। আর তা হচ্ছে, আর কয়েক দিনের মধ্যেই টিনটিন কে নিয়ে একটি অ্যানিমেশন মুভি এবং একটি গেম বের হয়েছে। আজকে আমি দ্যা অ্যাডভেঞ্চার অফ টিনটিন গেম টির রিভিউ আপনাদের সামনে নিয়ে আসছি।
বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে, ইউবিআই সফট তাদের আপকামিং গেম গুল নিয়ে বেশ রাখঢাক করে আসছে। গেম গুলোর ব্যাপারে পূর্ন তথ্যও তারা দিতে রাজি নয় (অনেকেই ভাবছেন এটার জন্য দায়ী গেম ক্র্যাকাররা, বিশেষ করে, স্কীডরো এবং রেজর ১৯১১)।
গেমার এই গেমটিতে নিজেকে খুঁজে পাবেন আমাদের অতি পরিচিত টিন টিন কে, যে আপনাকে নিয়ে যাবে, এক ডুবে যাওয়া এক বিশাল গুপ্তধন এর খোঁজে। এই গুপ্তধন খুঁজতে গিয়ে আপনাকে মোট তিন টি চরিত্রে খেলতে হবে। টিনটিন চরিত্র তো থাকছেই, আরো আছে ক্যাপ্টেন হ্যাডক এর চরিত্রে এবং টিনটিন এর প্রিয় কুকুর টিরও, যার কাজ হবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে টিনটিন কে সাহায্য করা।
গেমের শুরু টি হবে ঠিক এভাবে, টিন টিন একটি দোকান থেকে পুরাতন একটি জাহাজের মডেল কেনবার সময় থেকে ঝামেলার শুরু, এবং হঠাৎ করেই দেখা যায়, সেই মডেল জাহাজ টির ভেতর থেকে একটি চিরকুট বের হয়ে আসে। আর এখান থেকেই শুরু হবে, দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন, সিক্রেট আফ দ্য ইউনিকর্ন (The Advancer of TinTin and the Secrete of the Unicorn)। ক্যাপ্টেন হ্যাডক এর পূর্ব পুরুষ স্যার ফ্রান্সিস হ্যাডক এর বানানো তিনটি মডেল জাহাজের মধ্যে নির্দেশনা দেয়া আছে গুপ্তধনের। যার মধ্যে একটির নির্দেশনা গেমের শুরু তেই কিন্তু আপনার কাছে থাকছে, আর বাকি দুটো নির্দেশনা আপনাকে পুরো গেমটিতে খুঁজে বের করতে হবে। এখানেই আপনার সাথে পরিচয় হবে, ক্যাপ্টেন হ্যাডক এর।
কি কি আছেঃ
গেমটিতে অসাধারণ গ্রাফিক্স এর কাজ ছাড়াও আছে, গেমটির মুভির মতন অ্যাকশান এবং অ্যাডভেঞ্চার।
মুভির বাহিরে এবং মুভির ভেতরকার প্রায় ২০টি আলাদা লোকেশন এ খেলার পরিবেশ।
প্রায় ৫ ঘন্টার কিছু বেশি গেম প্লে (হুম, মনে হচ্ছে গেম টি একেবারেই ছোট)
গেমটির অ্যাকশান এর মধ্যে আছে, প্লেন চালানো, ডগ ফাইট, সাইড কার ড্রাইভ করা, পানির নিচের গুহায় সাঁতার কাটা, ১৭শ শতাব্দীর তলোয়ার যুদ্ধ, বিভিন্ন পাযেল এর সমাধান করা, এবং আরো অনেক কিছু।
যা যা লাগবে আপনার কম্পিউটার এঃ
কমপক্ষে লাগবে;
একনজরেঃ
রিভিউটি তৈরি করেছেন রিয়াজুল হাশেম ভাই
আমি বোকা মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটার রিপ ফাইলের টরেন্ট লিঙ্ক দিলে ভালো হয় …