এ বছরের সবচাইতে আলোচিত গেম ব্যাটেল ফিল্ড ৩ রিভিউ+ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক (সেই সাথে আরও অনেক গেমস মিডিয়াফায়ারে)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

এ বছরের সবচাইতে আলোচিত গেম গুলোর মধ্যে অন্যতম একটি গেম নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। ব্যাটেল ফিল্ড ৩ (Battlefield 3), যার সংক্ষিপ্ত নাম বিএফ ৩ (BF3)। ব্যাটেল ফিল্ড ৩ গেমটি ফার্স্ট পারসন সুটার, অ্যাকশান গেম, ডেভেলপ করেছে, ইএ ডিজিটাল ইলিউশন সিই (EA Digital Illusions CE) এবং গেম টিকে পাবলিশ করছে, ইলেক্ট্রনিক্স আর্টস (Electronic Arts.)।

গেমটি এ বছরের ২৫ শে অক্টোবর বের হয়েছে। গেম টি কে সকল প্লাটফর্মের জন্য বানানো হয়েছে, অর্থাৎ গেমটি কে, উইন্ডোজ, প্লে স্টেশন ৩, এক্স বক্স ৩৬০, এবং আই ওএস (iOS) এর কথা বিবেচনা করে ছাড়া হচ্ছে।

কাহিনীঃ

গেমের কাহিনীতে দেখানো হয়েছে, ২০১৪ সালে, সার্জেন্ট ব্ল্যাকবার্ন (SSgt Blackburn) পাঁচ সদস্যের একটি দল নিয়ে এক বিশেষ মিশনে নামেন। মিশন টি হচ্ছে, আমেরিকার একটি স্পেশাল দল, ইরানে সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের খোঁজে গিয়ে হারিয়ে যায়। তাদের কে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা। অনেক গোলাগুলির পরে, সার্জেন্ট ব্ল্যাকবার্ন ও তার দল, এক ভয়ঙ্কর ভূমিকম্পের কবলে পড়ে। আর এ নিয়েই এগিয়ে যায়, গেমের কাহিনী।

যাইহোক, গেমটি নিয়ে আগে একটি রিভিউ টিউন হয়েছে, সেটি দেখে নিতে পারেন। আমি মুলত ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক শেয়ার করছি ।

স্ক্রীনশটঃ

একনজরেঃ

• ডেভেলপারঃ ইএ ডিজিটাল ইলিউশন সিই (EA Digital Illusions CE)
• পাবলিশারঃ ইলেক্ট্রনিক্স আর্টস (Electronic Arts.), সেগা (Sega)
• ইঞ্জিনঃ ফ্রস্টবাইট ২.০
• প্লাটফোর্মঃ মাইক্রোসফট উইন্ডোজ, প্লে স্টেশন ৩, এক্স বক্স ৩৬০, আই ওএস।
• রিলিজ ডেটঃ ২৫ শে অক্টোবর ২০১১ থেকে ২৮ শে অক্টোবর ২০১১
• জেনারঃ ফার্স্ট পারসন শুটার।

যা লাগবেঃ

গেমটির জন্য অফিসিয়াল ভাবে বলা হচ্ছে;

কমপক্ষে লাগবে;
অপারেটিং সিস্টেমঃ উইন্ডোজ ভিস্তা (সার্ভিস প্যাক ২)বা উইন্ডোজ সেভেন- ৩২ বিট (উইন্ডোজ এক্সপি হলে চলবে না)
প্রসেসরঃ ২ গিগাহার্জ এর ডুয়েল কোর অথবা এথলন এক্স২ ২.৭ গিগাহার্জ।
র্যা মঃ ২ গিগাবাইট।
হার্ডডিস্কঃ ২০ গিগাবাইট।
গ্রাফিক্স কার্ডঃ
এনভিদিয়াঃ ডাইরেক্ট এক্স ১০ সাপোর্ট করে এবং ৫১২ মেগাবাইট ভিডিও র্যা ম আছে এমন যেকোন কার্ড, যেমনঃ জিফোর্স ৮,৯, ২০০, ৩০০, ৪০০ এবং ৫০০ সিরিজ।
এএমডিঃ ডাইরেক্ট এক্স ১০.১ সাপোর্ট করে এবং ৫১২ মেগাবাইট ভিডিও র্যা ম আছে এমন যেকোন কার্ড, যেমনঃ রেডিয়ন ৩০০০,৪০০০,৫০০০ অথবা ৬০০০ সিরিজ।
সাউন্ড কার্ড
কীবোর্ড – মাউস
এবং
ডিভিডি রম।

রেকমেন্ডেড হচ্ছেঃ

অপারেটিং সিস্টেমঃ উইন্ডোজ সেভেন- ৩২ বিট (উইন্ডোজ এক্সপি হলে চলবে না)
প্রসেসরঃ কোয়াড কোর প্রসেসর
র্যা মঃ ৪ গিগাবাইট।
হার্ডডিস্কঃ ২০ গিগাবাইট।
গ্রাফিক্স কার্ডঃ
এনভিদিয়াঃ ডাইরেক্ট এক্স ১১ সাপোর্ট করে এবং ১০২৪ মেগাবাইট ভিডিও র্যা ম আছে এমন যেকোন কার্ড, তবে সবচাইতে ভালো হবে যদি জিটিক্স ৫৮০ ব্যবহার করা যায় (নভিদিয়া র ওয়েবসাইট এ তাই বলা আছে)।
সাউন্ড কার্ডঃ ডাইরেক্ট এক্স কম্প্যাটিবল
কীবোর্ড – মাউস
এবং
ডিভিডি রম।
মনে হচ্ছে; গেম খেলা ছেড়েই দিতে হবে … জিটিক্স ৫৮০ এর দাম, ৪২,০০০ টাকা… এর সাথে আছে স্পেশাল পাওয়ার সাপ্লাই …

ডাইরেক্ট ডাউনলোড করুন


 
 

আরও অনেক গেমস পাবেন এখানে ডাইরেক্ট লিঙ্ক ও মিডিয়াফায়ারে 

 
 

এখন থেকে নতুন রিলিজ পাওয়া সকল গেমের ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক ও মিডিয়াফায়ার লিঙ্ক শেয়ার করব ইনশাল্লাহ । তাই গেমাররা আমার টিউনে চোখ রাখুন ।

 
 

Level 0

আমি বোকা মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সাইজ দেইখা ভয় পাইছি, খেলতে অনেক ইচ্ছা করছে বাট আদ্যিকালের পিসি, 😉

Level 0

Bhaiya Game gulo super compressed Kore den na

    @rahaswarup: সুপার কমপ্রেস অনেক গুলোই কাজ করে না । আপনি রিপেক ভার্সন নামাতে পারেন । http://games.dhmart.info/ এখানে রিকোয়েস্ট করেন।

জী ভাই…একটু দেখেন না কম্প্রেসেড করে দিতে পারেন নাকি!
:\

@আকাশ: সুপার কমপ্রেস অনেক গুলোই কাজ করে না । আপনি রিপেক ভার্সন নামাতে পারেন । http://games.dhmart.info/ এখানে রিকোয়েস্ট করেন।

করছি… 🙂

এবার মনে হয় একটা গ্রাফিক্স কার্ড কিনতেই হবে।

ভাই একটু তাড়াতাড়ি দেন।
ধৈর্য ধরে রাখতে পারতেছি না!
আর তর সয় না 🙁

ভাই,আপনারে চুম্মাইতে মন চাইতেছে… :*
ধন্যবাদ…

ভাই আমি এতদিন ধরে এই মালটাকে খুজতাসি…ধন্নবাদ বস জিনিস টা পোস্ট করার জন্য…
আমি একটা সমস্যায় পরসি।পারলে কেউ সাহায্য করেন।আমার স্টার্ট মেনু নিচ থেকে উপরে চইলা গেসে পারলে কেউ একটু নিচে নামাই দেন…।ধন্নবাদ আমার কমেন্ট টা পরার জন্য।।

Level 0

ভাই super compress করে কিভাবে জানাবেন। আমার কাছে অনেক গেম আছে। আমি আপনাদের দিতে পারব।

ভাই আমাকে একটু হেল্প করেন..,..Dead space 2 এ Chapter 7 এ error মারে….,dead space 2 এর কোনো crack থাকলে PLZ শেয়ার করবেন…

Level 0

door rar ektao support kore na

ভাই,আমি কল অফ ডিউটি ১,২,৩ সবই খেলেছি। এমনটি Battlefield 2 ও খেলেছি। কিন্ত Battlefield 3 আমার পছন্দ হয় না। এটা শুধু ও এস ৭ এ চলে। এর গ্রাফিক্স অনেক হাই। + গেমটি যদি Call Of Duty Modern Warfar 3 সাথে তুলনা করে আমি Cod কে দেব ৮/১০ আর Battlefield 3 কে দেব ৪/১০। এছাড়া গেমটি যথেষ্ট কঠিন। আগেরটাই ভালো ছিল। গেমটি ৩ ডিস্কের।

ভাই আপনার গেইমটার password পাচ্ছি না? বলবেন কি?