কম্পিউটারে দাবা খেলেননি এমন লোক মনে হয় নেই, কিন্তু আমি যে দাবা খেলার কথা বলব এরকম মনে হয় অনেকেই খেলেন নি। এটা সাধারন দাবা খেলার মতই নিয়ম, কিন্তু গ্রাফিক্স দেখে মাথা খারাপ হয়ে যাবে। খেলার জন্য প্রথমে গেমটা ডাউনলোড করে ইন্সটল করুন। মাত্র ১৭ এম.বি.।তার পর খেলা শুরু করুন। খেলার সময় অনেকগুলো স্পট চ্যুস করার অপশন পাবেন মানে যুদ্ধ কোথায় হবে তা আপনি সিলেক্ট করতে পারবেন। সব কটা স্পটই অসাধারন। আপনি এটা গুগল এ সার্চ মেরেও ডাউনলোড করতে পারেন গেমটার নাম WAR CHESS 3d তবে ফুল ভার্সন পাবেন না,২০ চালের বেশি খেলতে পারবেন না। কিন্তু আমি যে লিঙ্ক টা দিলাম সেটা আমার নিজের আপলোড করা ফুলভার্সন এবং প্রীঅ্যাক্টিভ গেম।
ডাউনলোড লিঙ্ক----- http://www.mediafire.com/file/e35hhhr5tc5zig3/War%20Chess%20Setup.zip
আমার কথা শুনে বিশ্বাস নাও হতে পারে তাই খেলার কিছু স্ক্রীন শট দিলাম।
কি খেলতে ইচ্ছা করছে তো,তাহলে আর দেরি না করে ডাউনলোড করে খেলা শুরু করুন।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
ধন্যবাদ