Angry Birds চারিদিকে এক নতুন জোয়ার তুলেছে! সেই জোয়ারে হাই-এন্ড সব গেমস পড়েছে এক মধুর সমস্যায়। ওদের উচ্চ কনফিগারেশনের জন্য তৈরি সব গেমস প্রানান্ত চেষ্টা করেও তবেই গেমারদের মন জয় করতে হিমশিম খাচ্ছে, সেখানে পুঁচকে এক 2D গেম ম্যাজিকের মত সবাইকে ধরে রাখছে তাদের মোবাইল ফোনের পর্দায়। প্রথমে শুধু আইফোনের জন্য বের হলেও এখন সেই Angry Birds ছড়িয়ে পড়েছে সিমবিয়ান, এন্ড্রয়েড, পাম, আইপ্যাড এমনকি পিসির পর্দায়।
ডিম চোর দুষ্টু শুকরদের কাছ থেকে পাখিদের ডিম উদ্ধার করার মিশন ছিল Angry Birds। শুকরগুলোকে পাওয়া যায়, কিন্তু তারা থাকে দুর্গম দূর্গে সুরক্ষিত। এ অবস্থায় কি করবে পাখিগুলো? ভেবে একটা গুলতি বের করে। কিন্তু গুলতি দিয়ে কি ছুঁড়বে? শেষমেশ নিজেরাই গুলতির গুলি হয়ে আছড়ে পড়ে দুর্গে। দুর্গ ভেঙে খানখান হয়ে যায়। শেষ হয় দুষ্টু শুকরের দল। এইরকম ভাবে এগিয়ে যায় Angry Birds এর কাহিনী।
Angry Birds Rio-র কাহিনী হলিউডের বিখ্যাত এনিমেশন মুভি 'রিও' থেকে নেয়া হয়েছে। যেখানে দুষ্টু লোকেরা সুন্দর পাখিদের ধরে এনে আটকে রাখে বিক্রি করে দেবার জন্য।এই কাজে পাজি বানরের দল দুষ্টু লোকেদের সাথে হাত মেলায়। আমাদের Angry Birds দেরকেও ওরা ধরে এনে খাঁচায় আটকায়। এসে ওরা দেখে অসহায় পাখিদের ওরা আটকে রেখেছে। ওরা রেগে মেগে খাঁচা ভেঙে বেরিয়ে আসে। আবির্ভূত হয় ত্রাণকর্তার ভূমিকায়। এভাবেই গেমটিতে আপনাকে নানান ধরনের পাখিদের উদ্ধার করতে হবে একেক লেভেলে। সাউন্ড ইফেক্ট ও গ্রাফিক্সে আপনি আটকেই থাকবেন গেমে।
Angry Birds এর সর্বশেষ এডিশন Seasons। এখানে নানান ঋতুতে আপনাকে শুকরদের কাছ থেকে ডিম উদ্ধারে নামতে হবে। এর গ্রাফিক্স ও মিউজিক আপনাকে মুগ্ধ করবেই। বুদ্ধির খেলায় হারাতে পারলেই সব শুকর ধ্বংস হয়ে গেমের লেভেল শেষ করতে পারবেন। Seasons এর মজার বিষয় হচ্ছে একেক ক্যাম্পেইনে একেক রকম আবহাওয়া। হঠাৎ দেখবেন কোন অমাবশ্যার রাত, কখনো চোখ ধাঁধানো হেমন্ত, কখনো অপরূপ বসন্ত আবার কখনো হাড় কামানো জমাট বরফের শীত! বুঝতেই পারছেন কতটা মজার এই গেমটি।
angry birds seasons এর টরেন্ট লিঙ্ক দিচ্ছি এখানে----> ক্লিক করুন
use this serial to get full version ->THET-ALEV-LEFR-USWO
angry birds rio এর টরেন্ট লিঙ্ক দিচ্ছি এখানে----> ক্লিক করুন
টরেন্টে কি করে ডাউনলোড করে তা জানতে দেখুন ---> এখানে
এটি আগে আমার ব্লগ ও টেকস্পেটে প্রকাশিত।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
Open GL 2 problem dakhai!