এবার যুদ্ধ করুন যুদ্ধক্ষেত্রে গিয়ে ! ( যুদ্ধক্ষেত্র নাম্বার ৩ )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

অনেক দিন যুদ্ধ হইতেছে না বলে আপনি আর কতকাল ঘুমিয়ে থাকবেন ? এবার ঘুম থেকে উঠে পড়ুন । চোখে চোরাবালি সরি পানি দিয়ে উঠুন ( ভুলে আবার এসিড ঢালবেন না যেন ! ) আপনার ধুলা পড়া এবং জং পড়া রাইফেল , বাজুকা , গ্রেনেড গুলো পালিশ করে চকচকে করে রাখুন । আপনার সময় হয়ে পড়েছে যুদ্ধক্ষেত্রে যাবার । সময় হয়েছে তৈরি হবার ।

আপনি কি মনে করছেন ? মুক্তি যুদ্ধ শেষ বইলা কি আর কোন যুদ্ধ হইতে পারে না ? যুদ্ধ হবে এবার আপনার ঘরেই ( না না হুমকি দিতেছি না !) আপনার ঘর থাকবে অক্ষত মাগার যুদ্ধ করবেন ভয়াভহ জিনিসপত্র নিয়া । বাজুকা ট্যাঙ্ক হেন কিছু নাই বাদ আছে 🙂

এতক্ষনে নিশ্চয়ই ভাবতেছেন আসল কথা যুদ্ধ কেমনে করবেন ? আপনার এই সমস্যার সমাধান দিতেই ত আমি হাজির 🙂

আশা করি উপরের ছবি দেইখাই যথেষ্ট অনুমান কইরা নিছেন । একটা সৈনিক হাটতেছে বীরদর্পে ( জামায় একটু আগুনের আভা কারন একটু আগুনের ছ্যাঁক খাইছে আর কি !) দু পাশে দুইটা ট্যাঙ্ক আর একটা সৈনিক ( বাকিগুলা আগেই খতম হইয়া গেছে !)

হ্যাঁ , গেমের নাম Battlefield 3 . আগের দুইটা গেমের লেটেস্ট সিকুয়্যাল এইটা , নতুন সব ফিচার নিয়ে । দেখা যাক কি কি আছে ঃ

গেমের গ্রাফিক্স কুয়ালিটি মারাত্মক । আপনি যুদ্ধ করবেন কি আশেপাশের প্রকৃতি দেখতে দেখতেই টাইম শেষ ।

http://pcmedia.ign.com/pc/image/article/119/1194679/battlefield-3-20110915101721315.jpg

গেমের মধ্যে আলো-আধারি পরিবেশ খুব চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । এমনকি আপনি দিনের বেলা গেম খেলতে বসলেও মনে হবে বহুত রাত ধরে গেম খেলতেছেন আর ঘুমানোর টাইম হয়ে গেছে 🙂

http://pcmedia.ign.com/pc/image/article/119/1194679/battlefield-3-20110915101726862.jpg

এই গেমের আসল বৈশিষ্ট্য যেইটা সেইটা হইল শুধু একা একা আপনিই যুদ্ধ করবেন না , আশে পাশে বিভিন্ন সঙ্গীসাথী আপনার আশেপাশে থেকে সাহায্য করবে ( সোজা বাংলায় ঘুর ঘুর করবে !) আশেপাশে সঙ্গীসাথী আছে বইলা খেলা ছেড়ে আশেপাশের প্রকৃতি দেখায় আবার মনোনিবেশ করবেন না যেন , তাইলে সব  সঙ্গীসাথীরে সাইজ কইরা আপনারে দুইহাত দেইখা নিতে পারে ।

http://pcmedia.ign.com/pc/image/article/119/1194679/battlefield-3-20110915101732724.jpg

আর সাউন্ড কুয়ালিটির কথা কি বলব ? মনে হবে যে বাসার ভিতরেই ট্যাঙ্ক কিংবা বিমান চালাইতেছেন , ঘর যদিও সাইজে ছোট ওইগুলার চেয়ে ! বেশি কিছু বলার নাই এই গেম সম্পর্কে । আপনারাই খেলে নেন এই সুযোগে তাইলে আর আমার বেশি বয়ান দেয়া লাগে না ।

http://pcmedia.ign.com/pc/image/article/119/1194679/battlefield-3-20110915101741491.jpg

পাওয়ারফুল গেমের জন্য চাই পাওয়ারফুল কনফিগারেশন । তাই একবার নিচে চক্ষুটা একটু বুলায় নিতে পারেন খেলার আগে ঃ
Battlefield 3 Minimum System Requirements
OS: Win Vista SP2 32-BIT
CPU: 2 GHZ Dual Core (Core 2 Duo 2.4 GHZ or Athlon X2 2.7 GHZ)
RAM: 2GB
HDD: 20GB
GFX RAM AMD: DX 10.1 compatible with 512MB RAM
GFX AMD: ATI Radeon 3000, 4000, 5000 OR 6000 SERIES, with ATI Radeon 3870 or better
GFX RAM NVIDIA: DX 10.0 compatible with 512MB RAM
GFX NVIDIA: GeForce 8, 9, 200, 300, 400 OR 500 Series with NVIDIA GeForce 8800 GT or better
Battlefield 3 Recommended System Requirements
OS: Win 7 64-BIT
CPU: Quad-Core processor
RAM: 4GB
GFX RAM: DX 11 compatible with 1GB RAM
GFX: NVIDIA GeForce GTX 560 / ATI Radeon 6950

[BETA]গেমটি ডাইরেক্ট ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন Click Here

Level 0

আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

BLA...BLA...BLA!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার লেখার জন্য ধন্যবাদ । ভাই আমাকে দয়া করে একটা WEB SIDE খুলে আমার EMILE. [email protected] এ ঠিকানা , পাসওয়াড ও প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দিন । বস আমি ১টি WEB SIDE এর মালিক হতে আপনার কাছে এ অনুরোধ , আপনি পারলে ইনসাল্লাহ খুলে দেবেন।
name. nazmul
mobile. 01829649997
web sideটা jebonar24.com

1st Person গেম খেলে কেমন জানি মজা পাইনা।যদি আপনার কাছে ভাল 3rd Person যুদ্ধের গেম থাকে তাহলে share করেন।ধন্যবাদ টিউনটার জন্য।

    @আকাশ:
    ভাই আপনি যদি সত্যিকার অর্থে war Gaming এর মজা নিতে চান তাহলে 1st person games এর ওপর আর কিছু নেই

    @আকাশ: আমার আগের পোস্টগুলা চেক করেন 🙂

Level 0

আমার পিসিতে GFX RAM নাই। আমারা মাদার বোর্ডোর বিল্ট ইন মেমরী দিয়ে খেলা যাবে?
আমার কনফিগারেশন :
Motherboard : Intel DH55PJ
OS: Win 7
CPU: Core (TM) i3 2.93 GHz
RAM: 2GB
HDD: 20GB

    @Ahmed111:

    আমার মনে হয় , আপনার built-in graphics যদি shader pixel 3 ভাল ভাবে support দিতে পারে , তাহলে মনে হয় আপনি খেলতে পারবেন…………

    @Ahmed111: আপনারে একটা গ্রাফিক্স কার্ড কিনতে হবে 🙂

Level 0

@Ahmed111……. LOL nah…

vai eida to 25 tarikhe charbo.apne age paylen kemte?.eida to mone hoy open beta.

এই Beta version টা তে অনেক সমস্যা আছে

এই Beta version টা পিসি তে খেলে গেলে “Counter Strike Source” এর cheat “Noclip” মত হয়ে যায়

    @রিফান: সহমত

    ভাইয়েরা আমি 7 GB দিয়া HAWX 2 গেম নামাইছি।কিন্তু CRACK টা না পাওয়ার কারনে খেলতে পারতাছি না।ভাই অনুরোধ কারো কাছে কি CRACK টা আছে?

Level 0

torrent khuejn, torrent theke down deoar agee obossoi nicher comment pore niben

Level 0

dying to buy play it. gonna buy it tomorrow…

    Level 0

    আমার graphics card nvidia 9500gt 1GB. support করবে? কি রকম performance পাব?

    @tech_no: ভাই এইটা বেটা ভার্সন । আপনি কিনতে চাইলে Battlefield Bad Company 2 গেমটা কিনতে পারেন । আপনার গ্রাফিক্স কার্ডে ভাল মতেই গেম চলবে 🙂

Level 0

bad company 2 বহুত আগেই খেলসি। latest game গুলার মধ্যে crysis 2, fifa 12, nfs hot pursuit, assassin’s creed brotherhood, COD black ops etc খেলসি। সব গুলাই চোলসে। একটু lagging প্রবলেম হইসে। মানে হালকা আটকায় আটকায় চলসে। কিন্তু graphics quality কমায় দিলে এই সমসসাও আর হয় নাই

ব্যাটলফিল্ড ২ খেলছি। কোন গেইমও না, গেইমের জাতও না।

ঐ সময়ের কল অব ডিউটি, মেডেল অব অনার এর কাছে পান্তাভাত মার্কা গেম এটা। শুধু গ্রাফিক্স দেখে গেম খেলে বাচ্চারা, গেমপ্লে সবসময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস।

ব্যাটলফিল্ড ২ তে সামনে পড়ল কলাগাছ। কোপাইলাম, গ্রেনেড মারলাম, গুলি করলাম, একটা পাতা পর্যন্ত ভাংলনা। কাছে দিয়ে গেলে পাতা একটু নড়ে। আমার যেই টিমমেট থাকে, অদের মাথায় বাজুকা মারছি, ছুরি দিয়ে কোপাইছি, গুলি করছি। তাও ওরা মরে না। বসে রইছি ত রইছি, তবু ওরাও কাউকে মারতে পারে না।

ফালতু একটা গেইম।

ভাই আমার কম্পিউটার খুবই পুরাতন মডেলের petium 4 ram 1 GB 160 hard disk আর এই System Requirement এ যে war Game খেলা যাবে তার নাম বলে সাহায্য করুন ।

sniper ghost গেম টি খেলার জন্য ইন্সটল দিলাম ইন্সটল হল কিন্তু play করার সময় সেখানে Unlock Code চাই। এখানে কি দিব তা জানাবেন কি ভাইয়া। আনলক কোড না দেয়ার কারণে প্লে করতে পারছি না।

Level 0

গেম শেষ করসি ২ দিন এর মধ্যে । তবে একটা কথা বলতাই হয় যে গেম টা অনেক দারুন একটা গেম।

Level 0

bai amar laptop e rar file install hoy na

Level 0

vai amar pc er configure::::
Motherboard intel via G&W G41 Express Chipsett With built in 1366 mb video memory
I have no external grafix card. It support shedder model 3.0& good performance.
I had played fifa11, fifa12, cod MW, cod MW3, cod black ops………Its played very well..no problem……But when i try to play battlefield 3 it give me the massage that contains directx and grafix card problem…..I have download latest directx 11 and try to play………But same problem…….Have any solution……..Please help me…………

আমার গ্রাফিক্স কার্ড গিগাবাইটের এনভিডিয়া জিটি ৪৪০।আমারটায় কি এই গেমচলবে? আমার কনফিগারেশন হছেঃ
Windows Se7en ultimate 32 Bit SP1
Ram 4gb(3.24GB usable)
Motherboard Gigabyte H61M-S2P-B3
PROECESSOR INTEL(R) CORE(TM) i3-2100 [email protected] GHZ DUAL CORE