অনেক দিন যুদ্ধ হইতেছে না বলে আপনি আর কতকাল ঘুমিয়ে থাকবেন ? এবার ঘুম থেকে উঠে পড়ুন । চোখে চোরাবালি সরি পানি দিয়ে উঠুন ( ভুলে আবার এসিড ঢালবেন না যেন ! ) আপনার ধুলা পড়া এবং জং পড়া রাইফেল , বাজুকা , গ্রেনেড গুলো পালিশ করে চকচকে করে রাখুন । আপনার সময় হয়ে পড়েছে যুদ্ধক্ষেত্রে যাবার । সময় হয়েছে তৈরি হবার ।
আপনি কি মনে করছেন ? মুক্তি যুদ্ধ শেষ বইলা কি আর কোন যুদ্ধ হইতে পারে না ? যুদ্ধ হবে এবার আপনার ঘরেই ( না না হুমকি দিতেছি না !) আপনার ঘর থাকবে অক্ষত মাগার যুদ্ধ করবেন ভয়াভহ জিনিসপত্র নিয়া । বাজুকা ট্যাঙ্ক হেন কিছু নাই বাদ আছে 🙂
এতক্ষনে নিশ্চয়ই ভাবতেছেন আসল কথা যুদ্ধ কেমনে করবেন ? আপনার এই সমস্যার সমাধান দিতেই ত আমি হাজির 🙂
আশা করি উপরের ছবি দেইখাই যথেষ্ট অনুমান কইরা নিছেন । একটা সৈনিক হাটতেছে বীরদর্পে ( জামায় একটু আগুনের আভা কারন একটু আগুনের ছ্যাঁক খাইছে আর কি !) দু পাশে দুইটা ট্যাঙ্ক আর একটা সৈনিক ( বাকিগুলা আগেই খতম হইয়া গেছে !)
হ্যাঁ , গেমের নাম Battlefield 3 . আগের দুইটা গেমের লেটেস্ট সিকুয়্যাল এইটা , নতুন সব ফিচার নিয়ে । দেখা যাক কি কি আছে ঃ
গেমের গ্রাফিক্স কুয়ালিটি মারাত্মক । আপনি যুদ্ধ করবেন কি আশেপাশের প্রকৃতি দেখতে দেখতেই টাইম শেষ ।
গেমের মধ্যে আলো-আধারি পরিবেশ খুব চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । এমনকি আপনি দিনের বেলা গেম খেলতে বসলেও মনে হবে বহুত রাত ধরে গেম খেলতেছেন আর ঘুমানোর টাইম হয়ে গেছে 🙂
এই গেমের আসল বৈশিষ্ট্য যেইটা সেইটা হইল শুধু একা একা আপনিই যুদ্ধ করবেন না , আশে পাশে বিভিন্ন সঙ্গীসাথী আপনার আশেপাশে থেকে সাহায্য করবে ( সোজা বাংলায় ঘুর ঘুর করবে !) আশেপাশে সঙ্গীসাথী আছে বইলা খেলা ছেড়ে আশেপাশের প্রকৃতি দেখায় আবার মনোনিবেশ করবেন না যেন , তাইলে সব সঙ্গীসাথীরে সাইজ কইরা আপনারে দুইহাত দেইখা নিতে পারে ।
আর সাউন্ড কুয়ালিটির কথা কি বলব ? মনে হবে যে বাসার ভিতরেই ট্যাঙ্ক কিংবা বিমান চালাইতেছেন , ঘর যদিও সাইজে ছোট ওইগুলার চেয়ে ! বেশি কিছু বলার নাই এই গেম সম্পর্কে । আপনারাই খেলে নেন এই সুযোগে তাইলে আর আমার বেশি বয়ান দেয়া লাগে না ।
পাওয়ারফুল গেমের জন্য চাই পাওয়ারফুল কনফিগারেশন । তাই একবার নিচে চক্ষুটা একটু বুলায় নিতে পারেন খেলার আগে ঃ
Battlefield 3 Minimum System Requirements
OS: Win Vista SP2 32-BIT
CPU: 2 GHZ Dual Core (Core 2 Duo 2.4 GHZ or Athlon X2 2.7 GHZ)
RAM: 2GB
HDD: 20GB
GFX RAM AMD: DX 10.1 compatible with 512MB RAM
GFX AMD: ATI Radeon 3000, 4000, 5000 OR 6000 SERIES, with ATI Radeon 3870 or better
GFX RAM NVIDIA: DX 10.0 compatible with 512MB RAM
GFX NVIDIA: GeForce 8, 9, 200, 300, 400 OR 500 Series with NVIDIA GeForce 8800 GT or better
Battlefield 3 Recommended System Requirements
OS: Win 7 64-BIT
CPU: Quad-Core processor
RAM: 4GB
GFX RAM: DX 11 compatible with 1GB RAM
GFX: NVIDIA GeForce GTX 560 / ATI Radeon 6950
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
Ram 4gb ?