সবাই কেমন আছেন। আশা করি আল্লাহ্ এর রহমতে ভাল আছেন। আজ আমি আপনাদের একটি গেম উপহার দিব । এ গেম টি আপানারা হয়ত আগে খেলেছেন । কিন্তু আমি আজ আপনাদের এ গেম এর বাংলা ভার্সন দিতে চাই । আশা করি গেমে টি ভাল লাগবে । ওঃ গেমটির নাম তো বলা হয় নি গেমটির নাম “Jardinains” ।এটা খেলতে অনেকটা Dx ball গেম এর মত। আমি চাই আপনারা সবাই এ গেমটি ডাউনলোড করবেন এবং খেলবেন। ভাল না লাগলে বলবেন। Download করার পর জিপ ফাইল থেকে আনজিপ করুন তারপর শুরু করুন গেম খেলা। গেম Install দেয়া আছে।
কেপচা কোড চাইলে তা দিয়া download শুরু করুন মাত্র 4.78 mb
কেমন লাগল জানাবেন । এর পর জাভা গেমস এর কিছু বাংলা ভার্সন দিব। সবাই ভাল থাকবেন।
Download Here :http://www.mediafire.com/file/ca43lofwmou2myb/Jardinains.zip
লিংক কপি করে ব্রাউসারে পেস্ট করুন
আমি Imran Sarker Abid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আবিদ ভালবাসি নতুন কিছু জানতে এবং অন্যকে জানাতে ।
ডাউনলোড করতাছি
চোখ নষ্ট হলে আপনার দোষ
ডাক্তার দেখানোর টাকা দিতে হইব