Evony-Free forever
ইদানিং ইভোনি-ফ্রি ফর এভার গেমটির এড ওয়েবের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।গেমটির কর্তাব্যাক্তিরা বেশ বড়সড় প্ল্যান ও বিশাল বাজেট নিয়েই মাঠে নেমেছে-এটা বোঝা কঠিন কিছু নয়।ইভোনি ওয়ার্ল্ডে (গেমে ও ফোরামে) আমি "bdgamer" নামে পরিচিত।সার্ভার ২৩ দিয়ে শুরু করলেও সার্ভার ৩৭ ই আমার মূল ঘাটি।গেমটি আমি সর্বশেষ খেলেছি ২ সপ্তাহ আগে।দীর্ঘ ১ মাসের উপর গেমটি খেলার পর পারিবারিক ব্যস্ততায় আমি এখন আর গেমটি খেলছি না।তবে পরে আবার খেলব।এখন ইভোনি সম্পর্কে আপনাদেরকে কিছু জিনিস জানাচ্ছি :
ইভোনি কি?
ইভোনি একটি 2d টাইপ MMORTS (Massively Multiplayer Online Real Time Strategy) ব্রাউজার ভিত্তিক গেম।
গেম থিম
মেডিভাল এমপায়ার বিল্ডিং টাইপ গেমস
মেইন ফিচারস(ইভোনি ওয়েবসাইট থেকে প্রাপ্ত):
-Free to play Forever!
-World's Best Web Game
-Join a global community of millions
-Instant access, NO installation
-Play anywhere via your browser
-Build up to 10 cities and conquer the land
-220+ quests, hundreds of items & techs
-Regular content updates in Real Time (24/7)
আমার তিন শহর ও প্রতিবেশিরা
স্ক্রিনশটটি আরো বড় করে দেখতে চাইলে: http://img140.imageshack.us/img140/8259/evony6p.jpg
মোট সার্ভার
-১৫/০৮/২০০৯ পর্যন্ত --মোট 80 (Evony World 1 থেকে 26 + Evony Server 1 থেকে 54).প্রতিটা সার্ভারে ১৬ টি শহর থাকে এবং আনুমানিক গড়পড়তায় মোট ৪০০০০ এর উপর খেলোয়ার একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।আপনার যেকোন অপারেশন রিয়েল টাইমে ইভোনি ওয়ার্ল্ডে তাৎক্ষণিকভাবে আপডেট হবে।রয়েছে লাইভ চ্যাট ও চমৎকার মেইল সুবিধা।
নেট স্পিড রিকোয়ারমেন্ট
-আমার জিপি নেট কানেকশনের স্পিড দিয়ে গেমটি বেশ ভালভাবেই তেমন কোন ল্যাগিং বা সমস্যা ছাড়াই খেলতে পেরেছি।
গ্রাফিক্স
-আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে।
গেমপ্লে
-নেশা ধরে যাবার মত।খুবই মজার ও সহজবোধ্য।আমার প্রত্যাশার বাইরে ছিল যে এত মজা পাব।আপনি খুব দ্রুতই বুঝে যাবেন কি করতে হবে।খুবই চমৎকার Quest ফিচার আপনাকে গেম এনভারোনমেন্টের সাথে দ্রুতই খাপ খাইয়ে নেবে।
ডিফিকাল্টি লেভেল
-বেশ সহজ( অধিকাংশের জন্য,তবে এটা আপনার টার্গেটের উপরেও নির্ভর করে )।
আমার শহরের ভিতরের অংশ
স্ক্রিনশটটি আরো বড় করে দেখতে চাইলে: http://img99.imageshack.us/img99/7979/evony15.jpg
রেজিস্ট্রেশন যেভাবে করবেন..........
গেমটি রেজিস্ট্রেশন করুন এই http://www.evony.com/index.do এড্রেস থেকে (শুধু এই এড্রেস রিকমেন্ড করা হচ্ছে ।তাহলে সার্ভার ও শহর নির্বাচন করে নিতে পারবেন)।এই এড্রেসে গিয়ে উপরের ডানদিকে রেজিস্ট্রার এ ক্লিক করে ইমেইল আইডি,পাসওয়ার্ড দিন ও ড্রপ ডাউন মেনু থেকে কোন সার্ভার এ খেলতে চান তা ঠিক করুন। একদম নতুন দেখে একটা সার্ভার বেছে নিন যা ২ -৩ দিনের বেশি পুরনো নয়।নাহলে Ranking এ উপরে যেতে কষ্ট হবে।প্রায় প্রতিদিনই একটা করে সার্ভার যোগ হচ্ছে। ১৫/০৮/২০০৯ পর্যন্ত সর্বশেষ সার্ভার ৫৪।
সার্ভার নির্বাচন করার পর "Register & play now" তে ক্লিক করুন। ৩.৬ মেগাবাইটের একটা ফাইল ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড হবে।৪-৫ মিনিট লাগতে পারে(একবার শুধু ডাউনলোড করা লাগবে,এরপর থেকে যেকোন সময় গেম লোড হবে ইন্সট্যান্টলি)।
তারপর নতুন একটা পেজে লর্ড নেম(যে নামে আপনি ইভোনিতে পরিচিত হবেন) ও যে শহরে খেলবেন
( আমি রিকমেন্ড করব Romanga-কেননা এতে তুলনামূলকভাবে প্লেয়ার রেট কম থাকে) তা ঠিক করুন।এক্ষেত্রে উপরের মানচিত্রে শহরগুলোর উপর মাউস নিয়ে যাচাই করে নিন প্লেয়ার রেট।আর হ্যা, City Name এবং Flag আপাতত ধরবেন না।কেননা গেমের শুরুতেই এগুলো আপনাকে পরিবর্তন করতে হবে।সবশেষে "Play Now" এ ক্লিক করুন।খেলা শুরুর প্রথমদিকে সাহায্যের জন্য টপিকের শেষে উল্লেখিত গাইডগুলো ব্যবহার করুন।
বিগিনার্স প্রটেকশন.................
শুরুতে আপনি ৭ দিন বিগিনার্স প্রটেকশনে থাকবেন।এই সাতদিন কেউ আপনার শহর স্কাউট করে আপনার রিসোর্স,বিল্ডিং,আর্মি এসব সম্পর্কে জানতে বা আপনাকে আক্রমন করতে পারবে না । এসময় আপনিও NPC বা অন্য কোন খেলোয়ারকে স্কাউট করতে বা আক্রমন করতে পারবেন না।কিন্তু টাউন হল লেভেল ৫ হয়ে গেলে বা ৭ দিন পর যখন এমনিতেই বিগিনার্স প্রটেকশন শেষ হয়ে যাবে,তখন আপনি এসব করতে পারবেন বা অন্যরাও আপনাকে স্কাউট বা আক্রমন করতে পারবে।তবে ৭ দিন বিগিনার্স প্রটেকশনে থাকাকালিন আপনি ভ্যালি স্কাউট/আক্রমণ করতে পারবেন।আপনার কাজ এই সময়ে আপনার এমপায়ারকে এক্সপান্ড করা ও শক্তিশালি করে তোলা।
আমার শহরের রিসোর্স ফিল্ডসমূহ
স্ক্রিনশটটি আরো বড় করে দেখতে চাইলে: http://img80.imageshack.us/img80/2308/evony5.jpg
গেমটিতে রিসোর্স– Lumber (সবচে মূল্যবান), Iron , Stone ,Food।
বিল্ডিং - Town Hall, Cottage, Warehouse, Inn, Feasting Hall(খুবই জরুরি), Embassy, Marketplace(খুবই জরুরি), Academy(খুবই জরুরি), Rally Spot(খুবই জরুরি), Barracks(খুবই জরুরি), Beacon Tower, Forge, Stable, Workshop, Relief Station, Walls।
মিলিটারি ইউনিটস – Worker, Warrior(খুবই দরকারি), Scout(দরকার), Pikeman, Swordsman, Archer, Cavalry, Cataphract, Transporter(খুবই দরকারি), Ballista(সবচে দরকারি -প্রথম দিকে-NPC এর বিরুদ্ধে-যত তাড়াতাড়ি বানাবেন তত ভাল-৪ দিনেই বানাতে পারবেন), Battering Ram, Catapult.
টিপস
গেমটি ডিফেনসিভ নয় বরং এগ্রেসিভ মোডে খেলবেন।আর যত তাড়াতাড়ি সম্ভব Ballista ও Transporter তৈরি করে NPC(Non-player character ) শহরগুলোকে আক্রমণ করবেন।আমার দেয়া স্ক্রিনশট অনুযায়ী সাজিয়ে নিতে পারেন নিজের শহর।
ইভোনিতে আমি..............
উপরের স্ক্রিনশটে :
318513--আমার মোট প্রেস্টিজ
BD--------আমার এলায়েন্সের নাম
Major-----আমার Rank
Baronet--আমার Title
144746---আমার মোট Honor
1-----------সার্ভার ৩৭ এর ১৬ টি শহরের আনুমানিক মোট ৪০০০০ প্লেয়ারের মাঝে আমার Ranking (প্রেস্টিজ) বা অবস্থান।
Title প্লেয়ারকে নতুন শহর তৈরি বা দখল করার ক্ষমতা দেয় আর Rank সাহায্য করে Higher Title পেতে। Honor অন্য খেলোয়ারের সাথে যুদ্ধে জয়ী হওয়া ও তাদের আর্মি ধ্বংস করার মাধ্যমে পাবেন।
গেমটিতে আপনার টার্গেট..............
-গেমটিতে একেজনের টার্গেট একেকরকম হতে পারে।কেউ Higher Title এ প্রমোশন পেতে চায় যা Knight হবার পর কিছুটা কঠিন হয়ে যায় গেমের মেডাল ড্রপ রেট খুব কম হবার কারণে।আবার কেউ Ranking এ No.1 হতে চায়।
-Ranking(প্রেস্টিজ) এ No.1 হওয়াটাই ছিল আমার টার্গেট যেটা আমি শেষ পর্যন্ত হতে পেড়েছি। No.1 হওয়া কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়।আপনার স্ট্রাটেজি অন্যদের থেকে যত বেশি ভাল হবে তত আপনার প্রেস্টিজের সাথে অন্যদের প্রেস্টিজের ব্যবধান বাড়তে থাকবে যা আপনাকে Ranking এ উপরের দিকে নিয়ে যাবে।আর গেমটাতে কিন্তু সারা বিশ্বের সত্যিকারের প্লেয়ারদের সাথে লড়াই করতে হবে Ranking এ উপরের দিকে যাওয়ার জন্য।তবে ভয় পাবেন না।একটু বুদ্ধি থাকলেই আপনি পারবেন।
কিছু দরকারি জিনিস.............
গেমটির গেমপ্লে ভিডিও ট্রেইলার--http://www.youtube.com/watch?v=gig6yLPxR_s
গেমটিতে যারা একদম নতুন তাদেরকে নিচের দুটি গাইডের যেকোন একটি রিকোমেন্ড করা হচ্ছে:
http://www.evonypedia.com/evony-quick-start-guide
http://bbs.evony.com/showthread.php?t=28147
+সাথে এ গাইড টু হিরোজ --http://bbs.evony.com/showthread.php?t=8240 পড়ে নিন ফোরাম থেকে।
-গেমটির যেকোন জিনিস সম্পর্কে ধারণা পেতে ব্যবহার করুন ইভোনি উইকি-http://theevonywiki.com/index.php/Main_Page ।আর যেকোন সমস্যায় ইভোনির রয়েছে চমৎকার একটি ফোরাম।এটার Help & Questions--http://bbs.evony.com/forumdisplay.php?f=7 ও Guide--http://bbs.evony.com/forumdisplay.php?f=6 সেকশন ব্যবহার করুন।
গেমটিতে আমার খেলার সময় তোলা নিজস্ব আরো কিছু স্ক্রিনশট:
http://img170.imageshack.us/img170/4872/evony.jpg
http://img146.imageshack.us/img146/1383/evony1.jpg
http://img80.imageshack.us/img80/1736/evony2.jpg
http://img170.imageshack.us/img170/5825/evony3.jpg
http://img232.imageshack.us/img232/8594/evony4.jpg
http://img229.imageshack.us/img229/2308/evony5.jpg
http://img229.imageshack.us/img229/4307/evony6.jpg
http://img229.imageshack.us/img229/7825/evony7.jpg
http://img89.imageshack.us/img89/7668/evony8.jpg
http://img229.imageshack.us/img229/2751/evony9.jpg
সবশেষে......
গেমটি সম্পর্কে লেখার মত আরো অনেক কিছুই আছে যা দিলে আমার লেখাটি আরো বড় হয়ে যাবে।তাই এটুকুই দিলাম।তবে গেমটি খেলতে গিয়ে যদি বিশেষ কোন সমস্যায় পড়েন বা আপনার যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে বিন্দুমাত্র দ্বিধা না করে এখানে পোস্ট করুন।আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আর হ্যা, গেম রিভিউটি কেমন লাগল এ ব্যাপারে জানাতে ভুলবেন না যেন।
আমি স্বপ্নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জটিলস টিউন।