PES 11-এ ডাবল প্লেয়ার-এ কিবোর্ড দিয়ে খেলার চিট……………

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

PES(Pro Evaluation Soccer) হল ফুটবল খেলার জন্য একটি গেম। এটিই মূলত EA SPORTS FIFA 11 এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দী। PES 11-এ সাধারনত দুই জন খেললে দুই জনকেই কন্ট্রোলার দিয়ে খেলা লাগে। কিবোর্ড দিয়ে খেলা যায় না। অনেকেই আছেন যারা কন্ট্রোলার দিয়ে খেলায় স্বস্তি বোধ করেন না বা কিবোর্ড দিয়ে যেমন খেলতে পারেন কন্ট্রোলার দিয়ে তেমনি খেলতে পারেন না। তাই তারা CPU-এর সাথে খেলেন কিন্তু ডাবল প্লেয়ার-এ খেলার মজা পান না। তাই যদি কিবোর্ড এবং কন্ট্রোলার দিয়ে খেলতে চান তাহলে নিচের ধাপ গুলো অনুসরন করুন-------------
প্রয়োজনীয় উপাদানঃ
১) ২ টি কন্ট্রোলার
২) ২ জন মানুষ ( ALIAN হলে হবে না কিন্তু )
কাজের ধাপঃ
১) ২ টি কন্ট্রোলার কানেক্ট থাকা অবস্থায় PES ওপেন করতে হবে।
২) এরপর যে কোন একটা খুলে ফেললেও মাঝে মাঝে হয় ( Not Recommended )
৩) P1 VS P2 সিলেক্ট করে গেম খেলা শুরু করেন।
৪) এখন একটা খুলে ফেললেই ম্যাজিক ( কিবোর্ড কন্ট্রোল পেয়ে যাবে )
আমি সবসময় EA SPORTS-এর ভক্ত। কিন্তু একটু ভিন্ন স্বাদ পাওয়ার জন্য PES খেললাম। হু...... ভালোই, খারাপ না। যারা এখনো খেলেন নি তারা খেলতে পারেন। আগে যদি কোন স্ম্য ফুটবল খেলে থাকেন তাহলে আবশ্যই মজা পাবেন। তবে EA SPORTS-এর FIFA 11 আরও মজা।
PES 12 এর TRAILER

FIFA 12-এর TRAILER

Level 0

আমি ত্বোহা চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

pes khelci কিন্তু ফিফা এর মত মজা পাই নাই। ফিফা ১২ কি মার্কেট এ পাওয়া যাচ্ছে??

Level 0

দুইটাই খেলেছি। তবে আমার PES ই ভাল লাগে। পোস্ট এর জন্য ধন্যবাদ।

ভাই কেও ফিফা ১২ গেম টা মেদিয়াফাইল এ দিতে পারবেন?

a ami unci je pes 11 spanish o internet die game kelte hoe . ami to use kori pes 10

Level 0

toha..,2mi ki bolte chaccho j pes 11 double key board e khela jai?