সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
''সবাই কে ''ঈদ''মোবারক''
''আমার পক্ষ্য থেকে সবাইকে সালাম''
আপনার পিসি তে ও মোবাইলে জাবাগেমস খেলুন।আমার কাজের মাজে যখন সময় পাই তখন পিসি কিংবা মোবাইল এ গেমস খেলে সময় কাটাই।আজ আপনাদের শেয়ার করলাম ৫,০০০ মোবাইল গেমস।আর কথা নয়,এখন কাজের পালা।
আমি আপনাদের একটি সফটওয়্যার দিলাম। এই সফটওয়্যারটি দিয়ে আপনি পিসিতে খেলতে পারবেন ও ইন্টারনেট এ ব্রাউজ করতে পারবেন মোবাইল সংযোগ (পেজ ওপেন হতে kb খরচ হবে)দিয়ে।সধারনত;সফটওয়্যার ওপেন করে গেমসগুলো চেকরতে সহজ।আর,আপনি কোনটা মোবাইলে ট্রাস্নফার করবেন তা দেখে নিতে পারবেন।মূলত,বলতে গেলে একটা একটা করে মোবাইলে ভাল গেম চয়েস করা খুব বিরক্তিকর হয়ে পড়ে। আপনাদের এই সব সমস্যার হাত থেকে রেহাই দিতে পারে এই সফটওয়্যার ।
Downlod=সফটওয়্যার =12 MB
Downlod=৫,০০০ মোবাইল গেমস=48 MB
আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....
ধন্যবাদ
ঈদ মোবারক