আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমরা টপ ৫ সিরিজের প্রথম পর্বে আলোচনা করবো টপ ৫ টি গেম যা অনেক আগে থেকেই জনপ্রিয়। এখনো এদের অবস্থার কোন পরিবর্তন হয় নি। এই সব গুলোই পিসি গেমের আওতাভু্ক্ত। কয়েকটির আবার মোবাই ভার্সন ও রয়েছ, সেগুলোও তুমুল জনপ্রিয়।
এই যুগে ভিডিও (xbox video) গেম পছন্দ করে না, এমন লেঅক খুবই কম পাওয়া যাবে। অনেকেতে ত এসব গেম খেলার জন্য কিনেও নিয়ে থাকেন। এই সকল (xbox video) ভিডিও গেম সচারচর সব জায়গায় পাওযাও যায় না। অনেকে হয়ত ভাবছেন গারিনা ফ্রি ফায়ার (Garena free fire video)। আপনাদের এই ধারনা ভুল। তবে আমরা কথ বলছি এমন কিছ গেম নিয়ে যা হয়ত আপনি আগে নাম শুনেছেন, হয়তবা কখনো খেলেওছেন।
এই যুগে বেশ বড় বড় গেমিং প্লার্টফর্ম তৈরি হয়ে গেছে। আর তাদের ভিতরে অনেকেই এই গেমিং সেক্টরকে নিজেদের পেশা হিসাবে গড়ে তুলেছে। যার থেকে তারা প্রতিনিয়ত হাজার হাজার বৈদ্যেশিক মুদ্রা অর্জন করতেছে। আমরা এই আলেঅচনায় একটু পড়ে আসছি।
এক্সবক্স ভিডিও গেম - Xbox/Video games
এই গেম পর্বের আমাদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা গুগল এবং বর্তমান সময়ের জনপ্রিয়তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমাদের প্রথমে আমরা পাচ্ছি সবচেয়ে জনপ্রিয় গেম।
এই গেমটি একটি একশন এবং এডভেন্সার গেম হিসাবে পরিচিত। বহুল জনপ্রিয় গেমটি তালিকায় শীর্ষে রয়েছে। আর এটি ২০১৩ সালের সেপ্টেমবর মাসের ১৭ তারিখ প্রকশিত হয়। যা রকস্টার এডভান্স গেম ইঞ্জিন নামের একটি গেম তৈরির কম্পানি করে থাকে। এটি গ্র্যান্ড থেফট অটো সিরিজের ৭ম প্রধান এন্ট্রি, 2008-এর গ্র্যান্ড থেফট অটো IV-এর পরে, এবং সামগ্রিকভাবে পঞ্চদশ কিস্তি। বহুল আলোচিত এই গেম এত বছর পরেও যে তার অবস্থান ধরে রাখতে পেরেছে, যা এর সাথে তৈরি হওয়া অনেক গেমৈই হারিয়ে গেছে কালের বিবর্তনে।
এই ফলআউট ৪ গেমটি ২০১৫ এর নভেম্বরেব ১০ তারিখ প্রথম প্রকাশিত হয়। এই গেমের নির্মাতা প্রতিষ্ঠানটির নাম হলো বেথেসড গেম স্টুডিও (Bethesda Game Studio)। তবে এই গেমটি পাবলিশার্স হলো বেথেসডা সফটওয়ার্কস। ফলআউট সিরিজের এই চতুর্থ পর্বের সবচেয়ে আকষ্মিক গেম এটি। এই ভিডিও গেমটি গুগলের ৯৩% লোক পছন্দ করেছে।
এই গেমটি একই সাথে Xbox one, Microsoft Windows, Playstation 4 এর জন্য বানানো হয়েছিলো। এটি একটি সিংগেল প্লেয়ার ভিডিও গেম। এই গেমে একজনই শুধু খেলতে পারবে। বন্ধুদের সাথে একত্রে খেলার কোন সিস্টেম রাখেনি এই গেমের নির্মাতা প্রতিষ্ঠান। এই গেমের বেশ কিছু অ্যাওয়ার্ড রয়েছে তার মধ্যে একটি হল বিএফটিএ গেমস অ্যাওয়ার্ড, এটি বেস্ট গেমের জন্য দেওয়া হয়ে থাকে।
Minecraft Dungeons হল একটি অন্ধকূপ ক্রাউল ভিডিও গেম। এটি প্রথম ২০২০ সালের মে মাসের ২৬ তারিখে যৌথ ভাবে তৈরি করা হয়েছে, এই দুটির নাম হলো Mojang Studios এবং Double Eleven। আর এই গেম তকন শুধু Xbox Game Studios এই প্রকাশিত হয়েছিলো। পরে এই গেমের অন্য একটি ভার্সন স্যান্ডবক্স ভিডিও গেম আরো বেশ কিছু প্লাটফর্মে তাদের এই গেম প্রকাশ করে। তাদের মধ্যে হলো উইন্ডোজ, এক্সবক্স ওয়ান, নিটেন্ডো সুইচ। আর তখন এই গেম তুমুল হারে জনপ্রিয়তা লাভ করে, আর অনেক গেমেই তারা পিছনে ফেলে এই পর্যায়ে চলে আসে।
আর এই গেমটি এতটাই জনপ্রিয় যে গুগলে এর লাইকের সংখ্যা ৯৫% যা অন্য অনেক গেমের তুলনায় বেশি। এইগেমট একশন রোলপ্লে গেম, এডভ্যান্সার, শুটার ভিডিও গেম, ফাইটিং ইত্যাদি বেশ কিছু আলাদা স্বাদ পাবেন। আর এই গেমটি আপনি সিংগেল এবং একাধিক প্লেয়ার একই সাথে খেলার সুযোগ পাবেন। যা গেমটিকে আরো চমকপ্রোদ করে তুলেছে।
PUBG - Player Unknown Battle Ground এই গেমটি একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। এই গেমের কাহিনী হয়ত সবাই জানেন। কারণ এই গেমের এজটি মোবাইল ভার্সন ও রয়েছে আর এই গেম এতটাই জনপ্রিয় যে বাচ্চা বাচ্চাও এর নাম জানে। আজ যেহেতু আমরা পিসি গেমের কথা বলছি তাই মোবাইলের টপিকে না জাই। PUBG ব্লোহোলের একটি সহযোগী প্রতিষ্ঠান। তবে এই গেমটি যেমন যৌথভাবে প্রকাশিত করা হয়েছে, তেমনই এই গেমের মালিকানাও দুটি প্রতিষ্ঠানের।
এই গেমের যে মুল ডিজাইনা তার নাম হলো Brendan Greene আর যিনি এই গেমটি কম্পোস করে তার নাম হলো Tom Salta। PUBG আনরিয়েল ইঞ্জিন ৪ দ্বারা গঠিত। মূল নির্মাতা প্রতিষ্ঠান ছাড়া আরো বেশ কিছু প্রতিষ্ঠান মিলে এই গেম পাবলিশ করে থাকে। এই গেমটি প্রথম প্রকাশ পায় ২০১৬ সালের জুলাই এর ৩০ তারিখ। পরবর্তীতে এটি PS4 এ খেলার জন্যও আপডেট করা হয়ে থাকে। তবে এই প্রতিষ্ঠান গুলো PUBG ছারাও আরো বেশ কিছু গেম প্রকাশ করে তবে এই গেমটিই শুধু জনপ্রিয়তা পায়, আর এখন এই একটি গেমই তাদের সবার ভাগ্য বদলে দিয়েছে।
গান স্মোক - Gun Smoke হলো Capcom এর তৈরি একটি উলম্ব স্ক্রোলিং রান এন্ড গান শুটার আর্কেড গেম। এটি এজটি পশ্চিমা থিম যুক্ত গেম। এই পশ্চিমা - থিমযুক্ত গেমটি ইয়োশিকি ওকামোটো দ্বারা প্রথম ডিজাইন করা হয়েছিলো। এই গেমটি ডিজাইন করে Yoshiki Okamoto। একসাথে অনেকগুলো প্লার্টফর্মে এই গেম পাবলিশ হয়ে ছিলো তার মধ্যে কয়েকটি হলো Xbox, Nitendo Entertainment System, Arcade Game ইত্যাদি। পাবলিশ করার সময় এই এই গেমটি যৌথ প্রোযজনায় করা হয় ১৯৮৫ সালে। গুগলের ৯৩ % লোক গেমটিকে পছন্দ করলেও এই গেমের IMDb রেটিং একেবারেই কম। তবে এই গেমের জনপ্রিয়তাও আরো হাজার হাজার গেমকে পিছনে ফেলেছে।
আমি Tanvir Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।