প্রিয় গেমঃ রোডর‍্যাশ – ওল্ড ইজ গোল্ড, নস্টালজিক পোস্ট!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

রোডর‍্যাশ গেমটা প্রথম খেলেছিলাম সেই '৯৯ সালের দিকে। সেকি উত্তেজনা!! গেমটা শুধু বাইক চালানো কিংবা বাইক রেসিং এর চাইতেও বেশী কিছু... রেসিং এর সময় অন্য প্রতিযোগীদেরকে ধারেকাছে পেলেই জোরসে ঘুসি আর লাথিলাথি চালাতাম। জায়গামত লাগাতে পারলেই অপোনেন্ট ট্রাকের বাইরে! খ্যাকজ B-)

খালি হাত-পায়ে ফাইটে কি আর জমে? বের করে নিতাম লোহার চেন কিংবা বেসবল ব্যাট...দে বাড়ি! ধ্মাধ্ম...অপোনেন্ট পিছলে আলুর দম!!! তবে উল্টোটাও হতে পারে...বাড়ি খেয়ে আমি নিজেই চিৎপটাং :((-

মেজাজ খারাপ হলে দিতাম পথচারী আর রাস্তা পার হতে যাওয়া মানুষগুলার শরীরের উপর বাইক উঠিয়ে...হু কেয়ারস...পুরা উরাধূরা!! :-0

এত আকাম করব অথচ পুলিশ আসবেনা...এইটা তো মগের মুল্লক না। তারছিড়া বাইকারদের শায়েস্তা করতে ঘটত পুলিশের আগমন-

লে হালুয়া...এইবার পুলিশরে পিটানি শুরু...মুহাহাহা ;) ;)

মিনিমাম হার্ডওয়ার রিকয়ারমেন্টঃ মজা নেন? আমার আইবিএম পেন্টিয়াম টু আর ৩২মেগাবাইট র‍্যামের পিসিতে স্মুথলি রোডর‍্যাশ চালাতাম। উইন্ডোজ ৯৮ থেকে শুরু করে হালের ভিসতা কিংবা সেভেন সবকিছুতেই রোডর‍্যাশ চলবে।

গেমটার ডাউনলোড লিঙ্কঃ মেগাআপলোড- লিঙ্ক (টেকটিউন্সবান্ধব না বিধায় এখানে 6ybh এর ডাউনলোড লিঙ্ক দেয়া গেলনা)

- এটা পোর্টবল এডিশন। তাই ইন্সটল করার ঝামেলা নেই। আর শুরু থেকেই সবগুলো ট্র্যাক আনলকড পাবেন। ডাউনলোডের পর রার আরকাইভটা এক্সট্রাক্ট করে শুধু প্রথমবার ভিতরের REGEDIT.REG ফাইলটা রান করিয়ে নিতে হবে। কনফার্মেশন চাইলে Yes দিন। ব্যাস! এরপর থেকে Roadrash.exe-তে ক্লিক করেই গেম চালাতে পারবেন :D

বোনাস হিসেবে মজার কিছু চিটকোড তো আছেই! আর্কাইভের ভিতরে Cheat.txt ফাইলটায় পাবেন।

মাঝেমধ্যেই গেমটা খেলা হয়। পুরানো সেই দিনগুলোয় ফিরে যাই; সেই যে আমার নানা রংগের দিনগুলি...

___________________ ★ ★ ★ ★ ★ ★ ★  ____________________

পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

____________________________________________

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

জি ভাই আমিও এই গেমসটি প্রথম খেলেছিলাম। আমার কাছে এখনো এই গেমসটি আছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমিও খেলেছি। অনেক আগে। মনে করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ। কিছুটা নস্টালজিক তো হলামই বোধহয়!

    মনে করিয়ে দিতে পেরে খুশি হলাম। নস্টালজিক হতেই হবে…আহা…সেইসব দিনগুলো কত আনন্দময় ছিল…

Level 0

যখন এই গেমস খেলতাম তখন আমার কম্পিউটার ছিলোনা।অন্যের বাড়ি যেয়ে অথবা আমার চাচার বাসায় যেয়ে খেলতাম।
গেমসটার গ্রাফিক্স দেখলে এখন অনেক হাসি পায়।

এই গেমস এর সব চেয়ে মজার দিক হলো লাত্থি মারা।হাহাহা
শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    link টা midiafire এ দিলে ভালো হতো।

    Level 0

    গেম নামিয়ে খেললাম।গেম টা তেঁ ঝামেলা আছে।কন্ট্রোল অনেক দেরিতে কাজ করে।

    সেই পুরান আমলের গেম হিসাবে গ্রাফিক্স খুব একটা খারাপ না। আমিও সবচেয়ে মজা পেতাম লাথি মারার মধ্যে…হেহে…
    মিডিয়াফায়ারে আপলোডের মত আপলোড স্পিড নাই, রিজিউম সুবিধাসহ ডাউনলোডের জন্য 6ybh এ লিচ করিয়েছিলাম। টিটিতে 6ybh এর লিঙ্ক শেয়ার নিষিদ্ধ তাই বাধ্য হয়ে মেগাআপলোড লিঙ্ক দিয়েছি।

    কন্ট্রোলে আমার কোন সমস্যা করছেনা, আপনার পিসিতে কেন করছে বুঝতে পারছিনা। কম্পাটিবিলিটিতে xp দিয়ে দেখতে পারেন ঠিক হয় কিনা

Satyi Anyotomo valo ekta Game. 98 theke win 7…er tulona hoy na.
Thanks for the tune.

cricket game এর portable এডিশন ,full verson , কম Megabite ,থাকলে Link টা দিয়েন।যেটা নরমাল পিসিতে চালাতে পারব।

    cricket টা খুঁজে দেখবো। পেলে শেয়ার করব ভাইজান…

এলেবেলে ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই গেম টি অনেক দিন ধরে খুজছিলাম।

Level 0

কোথায় গেল সেসব দিন?
আচ্ছা, হাতে পায়ে মারামারি করা যায় জানি। কিন্তু লাঠি,চাবুক কেমনে বাইর করে। আমি তো জানি একেকজন একেকভাবে মারে। যে ঘুষি মারতে পারে সে লাঠি দিয়ে মারতে পারেনা।

    সেই দিনগুলারে খুব মিস করি 🙁 …আর আপনার প্রশ্নের জবাব tusharaub ভাই আগেই দিয়ে দিয়েছেন…

ভাই,আমি নেটবুকে ট্রাই করছি, গেমটি চলছে না। could not find any cd rom drive লেখা আসছে।আমি নেটবুকে ট্রাই করছি।

    গেম ঠিকই আছে কারন আমি আর মুকুট ভাই দুইজনই খেলতে পারছি। REGEDIT.REG ফাইলটা রান করিয়েছিলেন? রেজিস্ট্রিতে ইনফো সংযুক্ত করতে হলে আপনাকে এডমিনিস্ট্রেটর সুবিধা আছে এমন একাঊন্ট দিয়ে লগইন করতে হবে। এররটা খুব সম্ভব এই কারনেই দিচ্ছে…

Level 0

MITHU ভাই , বিপরীত কোন খেলোয়াড় যখন লাঠি বা চেইন মারে তখন সাথে সাথে আপনি ঘুষি মারলে সেই লাঠি বা চেইন আপনার
হাতে চলে আসবে (২টি ঘুষি আছে যেটা সজাসুজি ঘুষি সেটা সেইটা মারতে হবে )

শেয়ার করার জন্য এলেবেলে ভাই কে ধন্যবাদ…………।।

    স্বাগতম ভাইজান। আর আমার হয়ে mithu ভাইকে জবাব দিয়ে দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ 🙂

    Level 0

    ধন্যবাদ 🙂

ভাই আমার কাছে গেমটি আছে। আপনি শুধু এর চিটকোড এবং কোড গুলো ব্যবহার করার নিয়মটি জানালে খুশি হতাম।

    Type "xyzzy" during game play to enable cheat mode. Then, enter one of the following cheats during game play.

    Cheat – Result
    ——————————————-
    YES,OCCIFER – Kill the cop
    DRIBE – Kill the cop (again!?)
    xyzzy – activate cheatcodes
    thwack! – get chain
    k'thunk! – get club
    spoon! – nitro boost
    THWACK! – You get a chain
    pioneer – high speed
    drip!drip! – Oil
    plugh – Disable cheats
    klave – this code will get a gun
    bribe – Bribe police

    ভাই গেমের ভার্চুয়াল পুলিশও কি ঘুষ নেয় নাকি?!? 😛 😛 😛

Level 0

দিলেন তো ভাই মনটাকে পুরোনো দিনে ফিরিয়ে.. !!! কত যে মজা পেয়ে খেলতাম গেমটা !!! এমন কেউ কি আছে যে এই গেমটা খেলে নাই???
যাই হোক ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন.. আপনাকে অনেক ধন্যবাদ- শেয়ার করার জন্য… 🙂

Level 0

আচ্ছা,আপনারা কেউ কি রোডর‍্যাশ এ টাকাপয়সার খেলা খেলছেন যেখানে টাকা দিয়ে বাইক কিনতে হয়,আরো অনেক কাহিনী। যদি না খেলেন তো বলতে হবে কিছুই খেলেন নাই। আর লেটেস্ট মডেলের হোন্ডার যে কি স্পীড,ওফফফফফফফফফফফফফফফফ!!!

    ভাই আমি খেলছি ! আমি গেম টারে হ্যাক কইরা ২০০১১০১০২০১০০ ৳ জমাইসি 😛 আর হোন্ডা কোনটা কেনার বাদ রাখি নাই 😛

    Level 0

    তাইলে আর মজা কই, কষ্ট করে খেলার আলাদা মজা।

    আমি খেলেছি।৪০,০০০$ এর বাইক দিয়ে জা গতি রাসতাই চোখে দেখি না

    Level 0

    আমিও খেলছিলাম,তবে তার আগে ৩৫-৪০ টা রেস খেলছি ১ম আর ২য় স্টেজের বাইক দিয়ে শুধু টাকা জমানোর জন্য। 🙂

ভাই গতকাল রাতেই গেম টা টিটিতে খুজেছি । কিনতু জেটা পেয়েছি সেটা corrupted zip file ছিলো। thank you very much

vai media fire-e link ta den pls

Level 2

গেম টা তো প্লে হয় না। REGEDIT.REG ফাইলটা রান করলাম । লেখা আসে U NEED INSTALL TO PLAY THIS GAME. আমি WINDOWS 7 64bit চালাই।

    আমিতো সেভেনেই খেলছি। আমারটা অবশ্য 32bit. রেজিস্ট্রিতে ইনফো সংযুক্ত করতে হলে আপনাকে এডমিনিস্ট্রেটর সুবিধা আছে এমন একাঊন্ট দিয়ে লগইন করতে হবে। ইন্সটল সংক্রান্ত এররটা খুব সম্ভব এই কারনেই দিচ্ছে…

আরো গেম চাই।

Level 0

আমি উইডোজ ৭ আর ভিস্তাতে এ গেমটা খেলতে পারতাম না । দেখি আপনারটা ডাউনলোড করে দেখি ।
আর একটা কথা এ গেমটার লেটেস্ট কোন ভার্সান নাই ( মানে মোটরসাইকেল রেসের উপর)

Level 0

[IMG]http://i54.tinypic.com/2jbo13a.jpg[/IMG]