রোডর্যাশ গেমটা প্রথম খেলেছিলাম সেই '৯৯ সালের দিকে। সেকি উত্তেজনা!! গেমটা শুধু বাইক চালানো কিংবা বাইক রেসিং এর চাইতেও বেশী কিছু... রেসিং এর সময় অন্য প্রতিযোগীদেরকে ধারেকাছে পেলেই জোরসে ঘুসি আর লাথিলাথি চালাতাম। জায়গামত লাগাতে পারলেই অপোনেন্ট ট্রাকের বাইরে! খ্যাকজ
খালি হাত-পায়ে ফাইটে কি আর জমে? বের করে নিতাম লোহার চেন কিংবা বেসবল ব্যাট...দে বাড়ি! ধ্মাধ্ম...অপোনেন্ট পিছলে আলুর দম!!! তবে উল্টোটাও হতে পারে...বাড়ি খেয়ে আমি নিজেই চিৎপটাং -
মেজাজ খারাপ হলে দিতাম পথচারী আর রাস্তা পার হতে যাওয়া মানুষগুলার শরীরের উপর বাইক উঠিয়ে...হু কেয়ারস...পুরা উরাধূরা!!
এত আকাম করব অথচ পুলিশ আসবেনা...এইটা তো মগের মুল্লক না। তারছিড়া বাইকারদের শায়েস্তা করতে ঘটত পুলিশের আগমন-
লে হালুয়া...এইবার পুলিশরে পিটানি শুরু...মুহাহাহা
মিনিমাম হার্ডওয়ার রিকয়ারমেন্টঃ মজা নেন? আমার আইবিএম পেন্টিয়াম টু আর ৩২মেগাবাইট র্যামের পিসিতে স্মুথলি রোডর্যাশ চালাতাম। উইন্ডোজ ৯৮ থেকে শুরু করে হালের ভিসতা কিংবা সেভেন সবকিছুতেই রোডর্যাশ চলবে।
গেমটার ডাউনলোড লিঙ্কঃ মেগাআপলোড- লিঙ্ক (টেকটিউন্সবান্ধব না বিধায় এখানে 6ybh এর ডাউনলোড লিঙ্ক দেয়া গেলনা)
- এটা পোর্টবল এডিশন। তাই ইন্সটল করার ঝামেলা নেই। আর শুরু থেকেই সবগুলো ট্র্যাক আনলকড পাবেন। ডাউনলোডের পর রার আরকাইভটা এক্সট্রাক্ট করে শুধু প্রথমবার ভিতরের REGEDIT.REG ফাইলটা রান করিয়ে নিতে হবে। কনফার্মেশন চাইলে Yes দিন। ব্যাস! এরপর থেকে Roadrash.exe-তে ক্লিক করেই গেম চালাতে পারবেন
বোনাস হিসেবে মজার কিছু চিটকোড তো আছেই! আর্কাইভের ভিতরে Cheat.txt ফাইলটায় পাবেন।
মাঝেমধ্যেই গেমটা খেলা হয়। পুরানো সেই দিনগুলোয় ফিরে যাই; সেই যে আমার নানা রংগের দিনগুলি...
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
জি ভাই আমিও এই গেমসটি প্রথম খেলেছিলাম। আমার কাছে এখনো এই গেমসটি আছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।