আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই মাঝে মাঝে অবসর সময় কাটানোর জন্য কম্পিউটারের xp এর ডিফল্ট গেমগুলো খেলে থাকি।তার মধ্যে Hearts গেমটি সবারই প্রিয়।আজ থেকে এই Hearts গেমটি খেলুন প্রতিপক্ষের সকল কার্ড show করে।এ ক্ষেত্রে কিছুটা পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে।নিচে স্ক্রীনশট সহ এই পদ্ধতি দেওয়া হলো:
(বিঃদ্রঃ এখানে যারা কম্পিউটারে একটু কাঁচা,তাদের জন্য আমি একটু ভেঙ্গে লিখেছি।তাই অন্যরা কিছু মনে করবেন না)
এবার গেমটি ওপেন করুন,এবং গেমের ভিতর Ctrl + Alt + Shift + F12 একসাথে চাপুন।দেখবেন নিচের চিত্রের ন্যায় প্রতিপক্ষের সকল কার্ড আপনাকে শো করছে।এবার নিশ্চিন্ত হয়ে খেলুন Hearts।আবার যদি আগের অবস্থা চান,তাহলে পুনরায় Ctrl + Alt + Shift + F12 চাপুন,দেখবেন আবার কার্ড গুলো Hide হয়ে যাবে।
আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Is it possible in windows 7??????