বন্ধুরা,অনেকদিন পর লিখতে বসলাম। কেমন আছেন সবাই, ভুলে যাননি তো ? যাওয়ারই কথা, এতদিন পরে টিউন করছি যখন!!!! কি আর করা,পরীক্ষা চলছে। যাই হোক, কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আমাদের সবারই কমবেশি গেমের প্রতি আকর্ষন আছে। সবাই সব ধরনের গেম খেলেনা,কেউ স্ট্র্যাটেজি গেম খেলেন,আবার কেউবা খেলে ফার্স্ট পার্সন শ্যূটিং বা সিমুলেশন গেম। যে যাই খেলুন না কেন, আমরা সবাই কিন্তু মূলত কম্পিউটারের সাথেই খেলে থাকি,অথবা খেলি ল্যান কানেক্টেড হয়ে পাশের কোনো রুমমেটের সাথে। কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি ছোট সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি অনলাইনে যে কারো সাথে যে কোনো গেম খেলতে পারেবেন। সফটওয়্যারটির নাম, Game ranger. সাইজ নিয়ে চিন্তার কিছু নেই,বেশি বড় না। মাত্র ১১১ কিলোবাইট।
ইন্সটল করাও খুব সহজ। ইন্সটলেশানের পরে নেট কানেক্টেড থাকা অবস্থায় এতে একাউন্ট খুলুন। যে মেইল আইডি ব্যবহার করে একাউন্ট খুলেছেন তাতে গিয়ে কনফার্মেশন লিঙ্ক পাবেন তাতে ক্লিক করুন। ব্যস, আপনার একাউন্ট একটিভ হয়ে গেল।
সম্পূর্ণ ইন্সটলেশানের পরে টাস্কবার থেকে অথবা ডেস্কটপ থেকে আইকনে ক্লিক করে Game ranger চালু করুন। দুটি উইন্ডো পাবেন। একটিতে নিচের মত গেমের লিস্ট দেখাবে যে সকল গেম বর্তমানে চালু আছে বা খেলা হচ্ছে বা কেউ খেলার জন্য হোস্ট হয়ে অপেক্ষা করছে।
এই উইন্ডোর নিচের দিকে “Main Chat Room” এ ক্লিক করে আপনি একটি চ্যাট রুম পাবেন সবার সাথে কথা বলার জন্য।
উপরের দিকে নিচের চিত্রের মত করে গেম টাইপ সিলেক্ট করে দিতে পারবেন, যে ধরনের গেমের লিস্ট আপনি দেখতে চান।
এছাড়াও রয়েছে আলাদা প্রাইভেট চ্যাট উইন্ডো।
যেকোনো গেম সিলেক্ট করে Join বাটনে ক্লিক করে জয়েন করতে পারবেন।
অথবা Host বাটনে ক্লিক করে হোস্ট করতে পারবেন নতুন কোনো গেম। তবে হোস্ট করতে গেলে সমস্যা হতে পারে মৌলিক আইপি এড্রেস না হওয়ার ফলে।
তবে গেমে জয়েন করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন। সেটা হল, গেমের পাশে কোনো সবুজ গোলাকার চিহ্ন আছে কিনা। যদি থাকে তবে তার অর্থ গেমটি চলছে,এটাতে জয়েন করা সম্ভব নয়। যদি সবুজ গোলাকার চিহ্ন না থাকে তবে তার অর্থ গেম এখনও শুরু হয়নি। এটাতে জয়েন করা যাবে। উপরের চিত্রে দেখুন আমার সিলেক্ট করা গেমটি এখনও শুরু হয়নি।
আরেকটি যে জিনিস লক্ষ্যনীয় তা হল, গেমে কয়জন প্লেয়ার জয়েন করেছে,এবং সর্বোচ্চ কয়জন খেলতে পারবে। আমার সিলেক্ট করা গেমের পাশে ¼ লেখা আছে যার অর্থ এখানে সর্বোচ্চ ৪জন খেলতে পারবে,এখন পর্যন্ত ১জন জয়েন করেছে।
নিশ্চয়ই ভাবছেন, অনলাইনে এভাবে খেলতে কত স্পীড লাগবে। মিনিমাম ১৬কিলোবাইটের উপরে হলেই এভাবে খেলতে পারবেন।
সফটওয়্যারটি খু............ব ছোট। মাত্র ১১১ কিলোবাইট। ডাউনলোড করুন এখান থেকে।
তাহলে আর দেরী কেন। এখনি খেলা শুরু করে দিন।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রথম।
ভাইয়া ধন্যবাদ।