এখন শ্যূটিং গেম থেকে স্ট্র্যাটেজি গেম পর্যন্ত যেকোনো গেমই খেলুন অনলাইনে বিশ্বের যে কারো সাথে কম নেট স্পীডেই

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

বন্ধুরা,অনেকদিন পর লিখতে বসলাম। কেমন আছেন সবাই, ভুলে যাননি তো ? যাওয়ারই কথা, এতদিন পরে টিউন করছি যখন!!!! কি আর করা,পরীক্ষা চলছে। যাই হোক, কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আমাদের সবারই কমবেশি গেমের প্রতি আকর্ষন আছে। সবাই সব ধরনের গেম খেলেনা,কেউ স্ট্র্যাটেজি গেম খেলেন,আবার কেউবা খেলে ফার্স্ট পার্সন শ্যূটিং বা সিমুলেশন গেম। যে যাই খেলুন না কেন, আমরা সবাই কিন্তু মূলত কম্পিউটারের সাথেই খেলে থাকি,অথবা খেলি ল্যান কানেক্টেড হয়ে পাশের কোনো রুমমেটের সাথে। কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি ছোট সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি অনলাইনে যে কারো সাথে যে কোনো গেম খেলতে পারেবেন। সফটওয়্যারটির নাম, Game ranger. সাইজ নিয়ে চিন্তার কিছু নেই,বেশি বড় না। মাত্র ১১১ কিলোবাইট।

ইন্সটল করাও খুব সহজ। ইন্সটলেশানের পরে নেট কানেক্টেড থাকা অবস্থায় এতে একাউন্ট খুলুন। যে মেইল আইডি ব্যবহার করে একাউন্ট খুলেছেন তাতে গিয়ে কনফার্মেশন লিঙ্ক পাবেন তাতে ক্লিক করুন। ব্যস, আপনার একাউন্ট একটিভ হয়ে গেল।

সম্পূর্ণ ইন্সটলেশানের পরে টাস্কবার থেকে অথবা ডেস্কটপ থেকে আইকনে ক্লিক করে Game ranger চালু করুন। দুটি উইন্ডো পাবেন। একটিতে নিচের মত গেমের লিস্ট দেখাবে যে সকল গেম বর্তমানে চালু আছে বা খেলা হচ্ছে বা কেউ খেলার জন্য হোস্ট হয়ে অপেক্ষা করছে।

এই উইন্ডোর নিচের দিকে “Main Chat Room” এ ক্লিক করে আপনি একটি চ্যাট রুম পাবেন সবার সাথে কথা বলার জন্য।

উপরের দিকে নিচের চিত্রের মত করে গেম টাইপ সিলেক্ট করে দিতে পারবেন, যে ধরনের গেমের লিস্ট আপনি দেখতে চান।

এছাড়াও রয়েছে আলাদা প্রাইভেট চ্যাট উইন্ডো।

যেকোনো গেম সিলেক্ট করে Join বাটনে ক্লিক করে জয়েন করতে পারবেন।

অথবা Host বাটনে ক্লিক করে হোস্ট করতে পারবেন নতুন কোনো গেম। তবে হোস্ট করতে গেলে সমস্যা হতে পারে মৌলিক আইপি এড্রেস না হওয়ার ফলে।

তবে গেমে জয়েন করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন। সেটা হল, গেমের পাশে কোনো সবুজ গোলাকার চিহ্ন আছে কিনা। যদি থাকে তবে তার অর্থ গেমটি চলছে,এটাতে জয়েন করা সম্ভব নয়। যদি সবুজ গোলাকার চিহ্ন না থাকে তবে তার অর্থ গেম এখনও শুরু হয়নি। এটাতে জয়েন করা যাবে। উপরের চিত্রে দেখুন আমার সিলেক্ট করা গেমটি এখনও শুরু হয়নি।

আরেকটি যে জিনিস লক্ষ্যনীয় তা হল, গেমে কয়জন প্লেয়ার জয়েন করেছে,এবং সর্বোচ্চ কয়জন খেলতে পারবে। আমার সিলেক্ট করা গেমের পাশে ¼ লেখা আছে যার অর্থ এখানে সর্বোচ্চ ৪জন খেলতে পারবে,এখন পর্যন্ত ১জন জয়েন করেছে।

নিশ্চয়ই ভাবছেন, অনলাইনে এভাবে খেলতে কত স্পীড লাগবে। মিনিমাম ১৬কিলোবাইটের উপরে হলেই এভাবে খেলতে পারবেন।

সফটওয়্যারটি খু............ব ছোট। মাত্র ১১১ কিলোবাইট। ডাউনলোড করুন এখান থেকে।

তাহলে আর দেরী কেন। এখনি খেলা শুরু করে দিন।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি প্রথম।
ভাইয়া ধন্যবাদ।

    Level 0

    কিসে? গেমে নাকি কমেন্টে? 😉 খেলতে থাকুন।

আমি খেলি। গেমের মধ্যে সবার সিগনাল ৪/৫ দাগ থাকে। কিন্তু আমার থাকে ১ দাগ যদিও আমার ৫১২। ৬৬ কেবিপিএস এ ফিক্সড থাকে। তাও স্লো।

    Level 0

    সমস্যা হওয়ার তো কথা না,আমারও ৫১২কেইপিএস,কিন্তু নেট এর পুরা স্পীড পাই না,তারপরেও একবার ট্রাই করছি মোস্ট ওয়ান্টেড,স্মুথলিই তো খেললাম।

ভাই, আমার স্পীড পায় 12-14 kb. আমি তো খেলতে পারছি না। অনেক খেলতে ইচ্ছে করছে।

    Level 0

    আমি ১০-১২কেবি তে খেলে দেখি নাই। সমস্যা নাই,ট্রাই করে দেখেন ,রেজাল্ট কি আমাকে জানাবেন। ধন্যবাদ।

    পারলাম না। মনে হয় 20-30 kb/s হলে খেলা যাবে। আচ্ছা 64 kb/s আনলিমিটেড কোন package আপনার জানা আছে। শর্ত একটাই ১০০০ টাকা এর নিচে হতে হবে। আর fair user policy থাকা যাবে না।

    ঢাকায় broadband এর লোকেরা কসাই। কি যে করি বুঝি না।

    Level 0

    blion 1000tky 32KB,64KB এর কথা আমার জানা নেই।

    কয়েকদিন আগে হলেই ১১৫০ টাকায় ৬৪KBPS পাওয়া যেত।

ধারুন ত এখুনি শুরু করতেছি ধন্যবাদ ।

    Level 0

    কেমন করলেন জানাবেন 🙂

firewall error dekhasse… 'The firewall that is causing the problem is likely to be in your modem/router. You will need to ask your ISP (Internet Service Provider) or refer to your router's instruction manual for information on how to open UDP port 16000 in your firewall'

    Level 0

    ফায়ারওয়াল ডিজেবল করে দিন।

দেখি কেমন লাগে…………………..

ভাই, "ফায়ারওয়াল ইরর" দেখায়। ফায়ারওয়াল ডিজেবল করছি, "গেইমরেইঞ্জার" আনব্লক করছি তাতেও কাজ হয় না। আমি জিপি এর P6 ইউজ করতেছি। প্লিজ হেল্প।

Level 0

স্পীড কত পান? গিপিতে তো বেশি পাওয়ার কথা না। কি লেখা আসে? 🙁

ডাউনলোড স্পীড ২০-২৮ কেবিপিএস পাই। জয়েন করতে গেলে ইরর মেসেজ আসে, "Firewall Problem, you appear to have a firewall or router that is blocking you from playing games".

গেমটা তো আমার পিসিতে থাকতে হবে, তাই না?

    Level 0

    হ্যাঁ

Level 0

FIFA 11 game khelte hole ki korte hobe?? (amar game ranger ase, bt erpor ki korte hoy jani na)

    Level 0

    আমি মনে হয় এ ব্যাপারে হেল্প করতে পারব না কারণ,আমার পিসিতে ফিফা''১১ খেলাই যায় না।

Level 0

wow….খুব্বি দারুন টিউন ।
কিন্তু আমি Need for speed underground and Need for speed hot pursuit এই দুইটা গেমস খেলতে চাছছিলাম এবং আমার পিসি থেকে সিলেক্ট ও করেছি কিন্তু খেলতে পারছিনা । একটু হেল্প করবেন প্লিজ

    Level 0

    এ দুটি গেম আমি খেলিনি তাই বলতে পারছি না। তবে আমি মোস্ট ওয়ান্টেড তো আমি ঠিকই খেলতে পারছি।

FIFA 11 khela jai. But aapni kono key press korar 1sec por response kore! Aami 512KBps Qubee package er kotha bolchi. Taholey nischoi bujhtey parchen game jitben na harben?

    Level 0

    ও, ফিফা বা নেট স্পীডের দোষ না, যেকোনো গেম ল্যানে খেললেই রেস্পন্স একটু স্লো থাকে, আপনি মনে হয় এটা জানেন না, তার উপর ফিফা১১ হল high graphical গেম, তার জন্য প্রচুর ডাটা দরকার, তাই গেম তো একটু স্লো হবেই।

    @পিয়াস: Wimax diye FIFA 11 khela duruho! khelte hole apnake valo kono host a join korte hobe! prtita game er pashe dekhben graphically ping show kore! jodi puratai sobuj thake tahole oi host a join korben! ar apni nije host korer chinta kokhonoi korben na! wimax diye FIFA 11 host kora possible na! always try korben Link3,Smile host a join korte! fifa 11 khelte ei sob host a game totally smooth thake! there will be no lag or delay!

Played NFS Most Wanted Smoothly . No problem Occured with 256kbps.

Thank you for your graet post 🙂