ইনফার্নাল

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

স্বর্গ-নরকের মধ্যে অন্তিম যুদ্ধে নরক আপনাকে চায়!

খারাপ এবং ভালর মধ্যে যুদ্ধ সব কহিনীরই একটা পাঁকা স্টার্টিং। কিন্তু ইন্ফার্নাল সেটাকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। গেমের নায়ক রায়ান লিনক্স ভালদের দল ইথারলাইট- যারা স্বর্গের দল এর জন্যে কাজ করত কিন্তু শেষ পর্যন্ত দল বদলে খারাপের দলে আসে যাদের লক্ষ্য হল ভালদের বাধা দেয়া তাদের লক্ষ্যে পৌছানো থেকে যাদের লক্ষ্য হল শয়তানদের নির্মুল করা এবং খারাপ এবং ভালোর তাল ঠিক রাখা যা সব সময়ই হয়।

ইনফার্নাল গেম এ খারাপ হলেই ভাল। খারাপের দলে কেন আসবেন? কারন কিছু শয়তানি শক্তি আপনার কাছে থাকবে। যেমন বন্দুক থেকে আগুনের গোলা মারা, টেলিপোর্ট ইত্যাদি। আর এসব করার জন্যে দরকার মানা শক্তি। যা আপনি পাপ করে অর্থ্যাত ভালদের মেরে এবং অন্ধকারে গেলে পেতে পারেন। আলোতে গেলে মানা শক্তি কাজ করেনা। এজন্যে অন্ধকার আপনার বন্ধু।

আগুন হল লিনক্সের শক্তি

এ গেম এ মৃত দেহ ফেলে রাখা একটা বড় বোকামি। কারন লিনক্স মৃতদের থেকে তাদের আত্বা নিয়ে নেয় তথা লাইফ পায়। গেম এ হেল্থপ্যাক নেই বললেই চলে। এতে মৃতদেহ বাতাসে মিশে যায়। তাছাড়া এভাবে অস্ত্র ও কিকার্ড পাওয়া যায়।

আত্বার শক্তি নিচ্ছে লিনক্স

গেম এর গ্রাফিক্স অসাধারন ও চোখ ধাধানো। ভাল গ্রাফিক্স কার্ড থাকলে আপনি আবিভুত হয়ে যাবেন গ্রাফিক্স দেখে।

গেম এর ফিজিক্সও অসাধারন। শত্রুদের যেই পার্টে গুলি করবেন সেই অংশ রিএক্ট করে। বিভিন্ন জিনিষপত্রেও ফিজিক্সের কোন কমতি পড়বেনা।

চরম গ্রাফিক্স

আলো-ছায়ার খেলা

গেমের প্রচুর কাহিনীর গোলমাল আছে আর গেম মাত্র ৬টা মিশন সমৃদ্ধ। তাছাড়া গেম অনেক্ষন খেললে এক ঘেয়েমি লেগে যাবে।

মিনিমাম রিকোয়ারমেন্টঃ

প্রসেসরঃ   পেন্টিয়াম ৪- ১.৭ GHz অথবা সমতুল্য

র‌্যামঃ   ৫১২ মেগাবাইট

পিক্সেল শেডার ২ মডেল

২ GB হার্ডডিস্কে যায়গা

Download: http://d.trymedia.com/dd/eidos/60m_d/InfernalSetup.exe

Crack: http://www.mediafire.com/?n5sodbun0t0

অথবা

Download:

http://hotfile.com/dl/7396060/5c8500c/iferip.part01.rar.html
http://hotfile.com/dl/7396007/f6c770d/iferip.part02.rar.html
http://hotfile.com/dl/7396157/f91085e/iferip.part03.rar.html
http://hotfile.com/dl/7396162/de3168a/iferip.part04.rar.html
http://hotfile.com/dl/7396210/282711d/iferip.part05.rar.html
http://hotfile.com/dl/7396249/f5c450a/iferip.part06.rar.html
http://hotfile.com/dl/7396327/405ae0f/iferip.part07.rar.html
http://hotfile.com/dl/7396426/5f5dab7/iferip.part08.rar.html
http://hotfile.com/dl/7396439/6155943/iferip.part09.rar.html
http://hotfile.com/dl/7396487/e5451f7/iferip.part10.rar.html

Level 0

আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত বড় গেম্‌ , ডাউনলোড করতে অনেক সময় লাগবে।

Level 0

বিডিও কাডের জন্য ভালো মানের গেমস খেলতে পারিনা…

আপনার কার্ড কি?

Level 0

আমি pc তে external pci বা agp কার্ড লাগাইনি..
ভাবছি লাগাবো গেমস খেলার জন্য।

হুম নতুন টিউন কামিং!

আপনার দেয়া লিংক গুলো কাজ করছে না । যারা ডাউনলোড করতে চান তারা এখান থেকে ডাউনলোড করুন ।

http://thepiratebay.se/torrent/4922824

পারলে টিউনটা আপডেট করে লিংক টা দিয়ে দিন 🙂