গেম রিভিউঃ সান এজ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সান এজ

একটি অত্যাধুনিক স্ট্র্যাটেজি গেম

আমরা অনেকেই স্ট্র্যাটেজি গেম বলতে মূলত এজ অব এম্পায়ার সিরিজটিকেই বুঝি। যারা এডভান্সড, তারা রেড এলার্ট সিরিজ পছন্দ করে। ভার্টেক্স নামক অখ্যাত গেম কোম্পানি বের করেছে সান এজ নামক এক স্ট্র্যাটেজি গেম। যা রেড এলার্ট সিরিজ হতে অনুপ্রানিত।

লক্ষ কোটি বছর পরের পৃথিবীতে আপনাকে খেলতে হবে। যেখানে পৃথিবী একটি মৃতপ্রায় গ্রহ।সম্পদের দখল নিয়ে তাদের “রাক-জুন” নামক এলিয়েনদের সংগে সংঘাত। মানুষ তাই নতুন গ্রহের খোজের চেষ্ট চালাচ্ছে। এমন সময় তারা এমন একটি পোর্টাল খুজে পায় যার মাধ্যমে তারা আরেকটি গ্রহে চলে যায় যার আদল সম্পুর্ন বর্তমান কালের পৃথিবীর মতো। গাছ, নদি, সমুদ্র আর সম্পদে পরিপুর্ন যে গ্রহ। কিন্তু শান্তি যেন মানুষের ধরা ছোয়ার বাইরে। সেখানে তারা আরেক এলিয়েন দল “সেন্টিনেল” দের পাল্লায় পড়ে যারা কিনা পুরোপুরি যান্ত্রিক। সেখানে তারা নিউক্লিয়ার বোমা দিয়ে তাদের ধ্বংশ করে দেয়। আবার পৃথিবীতে ফিরে আসে। এভাবে ৩ জাতীর জন্যে ৩ টি কাহিনী আছে। জাতী ৩ টি হল ‘ফেডেরেসি’-যারা মানুষ জাতী, ‘রাক-জুন’- যারা এলিয়েন জাতী ও ‘সেন্টিনেল’-যারা যান্ত্রিক রোবট এলিয়েন। গেম এ একেক জাতীর দক্ষতা ও বৈষ্ঠিঠ বিভিন্ন। ফেডেরেসি জাতীর দক্ষতা সৈনিকে, রাক-জুনরা সাজোয়া যানে দক্ষ ও সেন্টিনেলরা বড় বড় রোবটে।

গেমটার গ্রাফিক্স ও গেমপ্লে বেশ সুন্দর। তবে গেমটার প্রচুর বাগ রয়েছে। প্যাচ দিয়ে অবস্য এসব সমাধান করা যায়। তাছাড়া প্রতিটা মিশন অস্বাভাবিক রকমের বড় ও কঠিন। এ গেম খেলতে গেলে প্রচুর ধৈর্য্যের পরিচয় দিতে হবে আপনাকে।

সংক্ষেপে গেম  এর ফিচারসমূহঃ

  • ৩টি জাতি। মানুষ, রাক-জুন এবং সেন্টিনেল- প্রত্যেকেই তাদের নিজস্ব বিল্ডিং, টেকনোলজি এডভান্টেজ ও ডিসএডভান্টেজ সমৃদ্ধ।
  • প্রত্যেক ইউনিটের ২ টো ফায়ারিং মোড।
  • পাওয়ার লাইনের মাধ্যমে বিস্তার। শত্রুদের পাওয়ার লাইন কেটে তাদের দুর্বল করে দিন।
  • ফর্মেশন- সুন্দরভাবে ফর্মেশন কন্ট্রোল।
  • মিশনঃ ২৪ টি মিশন সমৃদ্ধ।
  • মাল্টিপ্লেয়ারঃ  মাল্টিপ্লেয়ার খেলা যায়।
  • কাজের তালিকাঃ ইউনিটদের কাজ জমা রাখা যায়। দরকারের সময় সে সয়ক্রিয় ভাবে কাজ করবে।
  • ইনডাইরেক্ট ইন্টিলিজেন্ট টার্গেটিং (আইআইটি) : শত্রুদলের একজনকেও টার্গেট করা যায়।

সব মিলিয়ে স্ট্র্যাটেজি গেম প্রেমিকরা সান এজ গেমটা খেলে দেখতে পারেন। নিরাশ হবেননা।

সান এজ এর যা দরকারঃ

  • Windows Me, Windows 2000, or Windows XP, Windows Vista
  • ১.২ GHz Intel® Pentium® III অথবা সমান AMD® Athlon™ প্রসেসর
  • ৫১২ MB র‌্যাম
  • ১ GB খালি যায়গা হা.ডি.ড্রা. তে
  • ৬৪ MB ভিডিও মেমোরি

Level 0

আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালো তো!!!!

সান এজ Download Link টা কোথায়……….একটু বলেবন।

ভুয়া, খামখা ২০০ মেগাবাইট ডাউনলোড করছি, চলে না!