সতর্কতাঃ কোনমতেই ব্যাকআপ ছাড়া মডিফিকেশন করা যাবেনা।
gta3.img ফাইলটি হল জিটিএ গেম এর প্রান। এর মধ্যেই সব প্রয়োজনীয় ফাইল থাকে। উক্ত ১ম সফ্টওয়্যারটি দিয়ে এর মধ্যে থাকা টেক্সচার ফাইলগুলো এক্সট্রাক্ট করে সম্পাদনা করার উপযোগী জিপিইজি ফরম্যাটে নিয়ে আসে। এর পর ফটোশপ দ্বারা আপনার প্রয়োজনীয় সম্পাদনা করুন। মনে রাখবেন, কোন মতেই সাইজ হেরফের করা যাবেনা। তাহলে ছবিটি নষ্ট হয়ে যাবে, গেম চলবেনা। এর পর তা আবার gta3.img ফাইলে থাকা ফাইলের সাথে রিপ্লেস করুন।
আমি নিজেও কারও কাছ থেকে শিখিনি। ঘাটতে ঘাটতে শিখেছি।
আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................
আমার প্রথম টিউন!