আমার সবচে প্রিয় গেমস-২-আগাথা ক্রিস্টি এন্ড দেন দেয়ার ওয়ার নান্ (রিভিউ)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমার রহস্য বা এডভেঞ্চার গেমগুলো খেলতে বেশ লাগে।সেরকমই আমার খুব প্রিয় একটা গেম হচ্ছে আগাথা ক্রিস্টি : এন্ড দেন দেয়ার ওয়ার নান্

আগাথা ক্রিস্টি : এন্ড দেন দেয়ার ওয়ার নান্ (Agatha Christie: And Then There Were None) হচ্ছে ২০০৫ সালে রিলিজ হওয়া আগাথা ক্রিস্টি গেম সিরিজের  প্রথম  এডভেঞ্চার বা ডিটেকটিভ মার্ডার মিস্ট্রি গেম।

এটি একটি "পয়েন্ট এন্ড ক্লিক" বেইজড থার্ড পারসন গেম (মানে আপনি ক্লিক করে কারেকটারকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন বা ইন্টারএকশন করবেন) যা কিনা বিখ্যাত ব্রিটিশ রহস্য উপন্যাসিকা আগাথা ক্রিস্টির সারা জাগানো নভেল And Then There Were None এর উপর ভিত্তি করে তৈরি করা ।

গেমটির থিম অনেকটা "হারাধনের ১০ টি ছেলের মত যেখানে একটা একটা করে ছেলে হারাতে (খুন হতে) থাকে এবং এভাবে হারাতে হারাতে সবার শেষে বলা হয় রইল না আর কেউ" । নিচের লেখাটি দেখুন।

একেকটা চাপ্টার শেষ হতে থাকে আর একেকজন করে হারিয়ে যেতে থাকে এবং নিচের মত করে লেখা ভেসে উঠে।

গেমটিতে আপনি  Patrick Narracott এর ভুমিকায় খেলবেন রহস্যময় Shipwreck Island এ যেখানে রয়েছে বিভিন্ন রহস্যময় কারেকটার।

গেমটির জায়গায় জায়গায় এমন অসংখ্য রহস্যময় জিনিস ছড়িয়ে আছে যা আপনাকে সলভ করতে হবে।

গেমটিতে আপনাকে এভাবে বিভিন্ন জিনিস এনালাইসিস করে একের পর এক পাজল রহস্য সলভ করতে হবে আর মূল অপরাধীকে খুজে বের করতে হবে যার জন্য একের পর এক মানুষ মারা যাচ্ছে ।

গেমটির সাউন্ড খুবই চমৎকার,মাঝে মাঝে বেশ ভয় ধরিয়ে দেয়। এর স্টোরি,গেমপ্লে সব কিছুই খুব চমৎকার।গেমটির খেলতে গিয়ে খুব অসাধারণ থ্রিলিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়,মনে হয় যেন সব চোখের সামনেই ঘটছে,সেটা খুব বিচিত্র একটা অনুভুতি  যার জন্যই বার বার আমি এই গেমটা খেলি।

গেমটির ট্রেইলার

গেমটির কনফিগারেশন খুবই কম,প্রায় সবার কম্পিউটারেই চলবে।

* 850 MHz Intel Pentium III or AMD Athlon CPU
* 256 MB RAM
* 1.5 GB hard disk space
* 32 MB DirectX 9 compatible graphics card

Level 0

আমি স্বপ্নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ পোস্টটির জন্য। আশা করি গেমটি খুব তাড়াতাড়ি খেলব।