আমার সবচে প্রিয় গেমসগুলো আমি বার বার খেলি।গেমগুলোর আবেদন কখনই আমার কাছে শেষ হয়ে যায়না।
প্রথমেই বলতে হবে হেলডোরাডো গেমটির কথা যা কিনা ২০০৯ সালে Desperados 2: Cooper's Revenge এর আনঅফিশিয়াল সিকুয়েল হিসেবে রিলিজ পেয়েছিল ।যারা Desperados 2: Cooper's Revenge খেলেছেন তারা জানেন গেমটি কত অসাধারন ছিল।এর সিকোয়েল হিসেবে হেলডোরাডো আরও বেশি অসাধারন ...
গেমটি ওয়েস্টার্ন থিমের ট্যাকটিকাল একশন-স্ট্রাটেজি গেম যা কিনা স্ট্রাটেজিক ভিউ (মানে উপর থেকে) এবং থার্ড পারসন ভিউ - দুই পয়েন্ট থেকেই খেলা যায়।এই জিনিসটা সবচে মজার।
গেমটির স্টোরি,ডায়লগ,সাউন্ড,গ্রাফিক্স,গেমপ্লে সব অসাধারন।বারে বারে খেললেও বিরক্তি লাগে না।
গেমটা অনেকটা কমান্ডোজ সিরিজের মত কয়েকজনের গ্রুপ বা মাঝে মাঝে একা একটি চরিত্র নিয়ে গেমের বিভিন্ন মিশনে খেলে যেতে হয় ।মাথা খাটিয়ে সবচে সেরা পথ বের করার মজাই আলাদা যেখানে শত্রুর চোখকে ধোলা দিয়ে কাজ হাশিল করতে হয়।
গেমটির আনঅফিশিয়াল ট্রেইলার
গেমটির কনফিগারেশন খুবই কম,প্রায় সবার কম্পিউটারেই চলবে।
OS: Windows XP/Vista
Processor: Pentium 4 @ 1.5 GHz or Athlon Equivalent
Memory: 512 MB
Video Memory: 128 MB
আমি স্বপ্নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা গেম রিভিউ ??? তামাশা করার আর জায়গা পান না।