আমার সবচে প্রিয় গেমস-১- হেলডোরাডো (রিভিউ)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমার সবচে প্রিয় গেমসগুলো আমি বার বার খেলি।গেমগুলোর আবেদন কখনই আমার কাছে শেষ হয়ে যায়না।

প্রথমেই বলতে হবে হেলডোরাডো গেমটির কথা যা কিনা ২০০৯ সালে Desperados 2: Cooper's Revenge এর আনঅফিশিয়াল সিকুয়েল হিসেবে রিলিজ পেয়েছিল ।যারা Desperados 2: Cooper's Revenge খেলেছেন তারা জানেন গেমটি কত অসাধারন ছিল।এর সিকোয়েল হিসেবে হেলডোরাডো আরও বেশি অসাধারন ...

গেমটি ওয়েস্টার্ন থিমের ট্যাকটিকাল একশন-স্ট্রাটেজি গেম যা কিনা  স্ট্রাটেজিক ভিউ (মানে উপর থেকে) এবং থার্ড পারসন ভিউ - দুই পয়েন্ট থেকেই খেলা যায়।এই জিনিসটা সবচে মজার।

গেমটির স্টোরি,ডায়লগ,সাউন্ড,গ্রাফিক্স,গেমপ্লে সব অসাধারন।বারে বারে খেললেও বিরক্তি লাগে না।

গেমটা অনেকটা কমান্ডোজ সিরিজের মত কয়েকজনের গ্রুপ বা মাঝে মাঝে একা একটি চরিত্র নিয়ে গেমের বিভিন্ন মিশনে খেলে যেতে হয় ।মাথা খাটিয়ে সবচে সেরা পথ বের করার মজাই আলাদা যেখানে শত্রুর চোখকে ধোলা দিয়ে কাজ হাশিল করতে হয়।

গেমটির আনঅফিশিয়াল ট্রেইলার

গেমটির কনফিগারেশন খুবই কম,প্রায় সবার কম্পিউটারেই চলবে।

OS: Windows XP/Vista
Processor: Pentium 4 @ 1.5 GHz or Athlon Equivalent
Memory: 512 MB
Video Memory: 128 MB

Level 0

আমি স্বপ্নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা গেম রিভিউ ??? তামাশা করার আর জায়গা পান না।

    আমিন ভাই নাকি? কি ব্যাপার? কেমন আছেন?
    হঠাৎ এমন কমেন্ট,তাও আপনার কাছ থেকে?ব্যাপারটা বুঝতে পারছি না।

      @স্বপ্নীল: সোনা মিয়া ডাউনলোড লিংক কই? ডাউনলোড লিংক ছাড়া কথা কইবেন না, ফালতু টিউন…………………

    ভাই স্বপ্নীল, ডেসপারাডোস, কমান্ডোজ সিরিজের গেম আমারো ভালো লাগে। কিন্তু আপনার লেখাটা গেম রিভিউ নয়। রিভিউ এমন হওয়া উচিত যেটা পড়ে কেউ এই গেমটি সর্ম্পকে পরিষ্কার ধারণা নিতে পারে, খেলার আগ্রহ জন্মায়। আর একটু রাগ হলো যখন আপনি বললেন, "মার্কেট থেকে কিনে নিন।আর আমি কখনো টেকটিউনসে পাইরেটেড লিংক শেয়ার করিনা।সরি।গোগল করে নিতে পারেন।" কেন বললাম জানেন, আমি/আপনি নিজেই পাইরেটেড সফট ব্যবহার করি। আমাদের ইকোনমি এখনো অরিজিনাল সফট ব্যবহার করার মতো অবস্থায় নিতে পারেনি।

আমিন মেহেদী ভাই, রিভিউ এরকম ছোট হতে পারে-তাতে কোন সমস্যা নেই,হয়ত সেটাকে শর্ট রিভিউ বলতে পারেন।সবকিছু এখানেই লিখে ফেলে গেমারের মূল মজাটা নষ্ট করতে চাইনি,চেয়েছি গেমার নিজেই গেমটি বাকি ব্যাপারগুলো উপভোগ করুক।

আর পাইরেটেড লিংক টেকটিউনসে দেয়ার বহুরকম ঝামেলা হতে পারে।এসব লিংক খোজা অনেক ভেজাল ও সময়সাপেক্ষ ,তার চেয়ে মার্কেটে গিয়ে কিনে ফেলা অনেক ভাল বা নিজের সময় দিয়ে খোজা ভাল।এসব লিংক এর ব্যাপারে অনেকেরই অনেক রকম চাহিদা থাকে,সেসব মিটানোর মত সময় এবং আগ্রহ – কোনটাই আমার নেই।

হেলডোরাডোর চেয়েও আমার কাছে Desperadoes প্রথম পর্ব ভাল লেগেছে। কত বার যে গেমটি খেলেছি তা মনে নেই। Commandos গেমটিও চমৎকার। আমি বর্তমানে অ্যাসেসিন ক্রিড–ব্রদার হুড খেলেছি। কিছুদিন আগে Call of duty (black ops) ওভার করেছি। কিন্তু Desperadoes এবং Commandos ই আমার কাছে সেরা (আমার ব্যক্তিগত মতামত)। আপনার লেখা দেখে হেলডোরাডোর কথা মনে পড়ল। ধন্যবাদ।

    আমার কাছে দুইটাই আসলে ভাল লেগেছে,তবে ২য় টাতে একটু ভেরিয়েশন আছে,সেজন্যই হয়ত খেলে বেশি ভাল লাগে।তবে দুইটাই আমি বারে বারে খেলি।খুবই মজার।