সিড মায়ার সিরিজের সব গেমই ব্যতিক্রম গেমপ্লে ও গেমিং কনসেপ্টের জন্য বিখ্যাত। এই ঘরানারই একটি গেম সিড মায়ার'স পাইরেটস যা আমি এখন খুব মজা করে খেলছি।
গেমটি ২০০৪ সালে রিলিজ পেলেও এখনো এর আবেদন অটুট।তবে একটাই সমস্যা: গেমটিতে ডায়লগ এর কোন সাউন্ড নেই,তবে নিচে সাবটাইটেলে ডায়লগগুলো বোঝা যায়।তবে এমনিতে অন্য সাউন্ড ঠিকই আছে।
গেমটিতে গেমারকে বিভিন্ন রকম জাহাজ নিয়ে সমুদ্রপথে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরে বেড়াতে হবে।
পথের মাঝে পাইরেট হিসেবে শত্রু জাহাজকে আক্রমণ করতে হবে সেটার সবকিছু লুটে নেবার জন্য।
বেশিরভাগ সময়ই জাহাজের ক্যাপ্টেনের সাথে ডুয়েলে অবতীর্ণ হতে হবে।জিতলে জাহাজের কর্তৃত্ব আপনার ।
জিতে যাবার পর এভাবে শত্রু জাহাজের সব লুটে নেয়ার অপশন পাবেন।গোল্ড ছাড়াও রয়েছে বিভিন্ন ফুড, লাক্সারি আইটেম, সুগার,গান যা লুটে নিয়ে বিভিন্ন বন্দরে বিক্রি করে গোল্ড কামাতে পারবেন এবং সেই গোল্ড দিয়ে বিভিন্ন ক্রু ভাড়া করা এবং জাহাজের আপগ্রেড করতে পারবেন।এছাড়াও অনেক কিছু করতে পারবেন।
গেমটিতে অনেক মিনি গেম আছে যা গেমটি খেলতে বেশ বৈচিত্র নিয়ে এসেছে।
এভাবেই এগিয়ে চলে গেমটির কাহিনী।আরো অনেক অনেক ফিচার রয়েছে অসাধারণ এই গেমটির যা সময়ের স্বল্পতায় তুলে ধরতে পারিনি,তবে গেমটি খেললে সেসব দেখে আপনি বেশ মজা পাবেন।
গেমটির কনফিগারেশন খুবই লো।যেমন :
Windows 98/Me/2000/XP
Pentium III or AMD Athlon 1 GHz or higher
256 MB RAM, 1.4 GB hard disk space,
64 MB T&L-compatible SVGA video card
আমি স্বপ্নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
VI SODO KI NEWS DILEN NAKI DOWNLOAD LINK KOI