আমরা অনেকেই গেম খেলা খুব পছন্দ করি, কেউ খেলে মোবাইলে আবার কেউ কম্পিউটারে। সবার কাছে পিসি বা ল্যাপটপ না থাকার কারণে মোবাইল দিয়ে ভিডিও গেম, গাড়ি, ফুটবল ও ক্রিকেট ইত্যাদি গেমস গুলো খেলে থাকে। কিন্তু এইসব নতুন গেমস গুলো কিভাবে ফ্রি ডাউনলোড করা যায় এটা হয়তো অনেকে জানে না। অনলাইনে অনেক ধরনের গেমস সংগ্রহ করার ফ্রি ওয়েবসাইট পাবেন যেগুলো আজ আপনাদের কাছে শেয়ার করব।
ছোট-বড় সকলেই বিভিন্ন ধরনের গেমস খেলতে ভালোবাসে কিন্তু অনেকে আছে যারা গেমের প্রতি বেশি আসক্তি হয়ে পরে আর এই আসক্তি হয় বেশির ভাগ ভিডিও গেমের উপর। কারণ ভিডিও গেম অনেক সুন্দর গ্রাফিক্স থাকে এবং গেমটিও অনেক বড় হয়ে থাকে।
যারা গেমস খেলায় বেশি আসক্তি তারা বিভিন্ন দোকান থেকে ডিভিডি ক্রয় করে কম্পিউটারে ইন্সটল করে থাকে কিন্তু এর জন্য আপনার অর্থ ব্যয় হচ্ছে।
আজ আমি কিছু ফ্রি ওয়েবসাইট ও কিছু প্রিমিয়াম ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে আপনি টাকা ছাড়াই ফ্রি গেম ডাউনলোড করতে পারবেন এবং প্রিমিয়াম সাইট থেকে অর্থ প্রদান করে নতুন গেমস সংগ্রহ করতে পারবেন। একটা কথা মনে রাখবেন বেশি গেমস খেলার চেষ্টা করবেন না, এতে আপনার ব্রেইনের উপর অনেক চাপ পরবে।
অন্যদিকে বর্তমানে মোবাইলে নানা ধরনের গেম খেলা পাওয়া যায়। গুগল প্লে স্টোরে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে প্লে স্টোর থেকে মানুষ বিভিন্ন ধরনের অ্যাপস ও গেমস সংগ্রহ করে থাকে। প্লে স্টোরে আপনি কিছু গেমস দেখতে পারবেন ফ্রি আর অনেক গেমস রয়েছে যেগুলো ডলার দিয়ে কিনতে বলে।
তাই কিভাবে ফ্রি গেম ডাউনলোড করা যায় সেটা আজ জানতে পারবেন খুব সহজেই। অনেকের যখন মন খারাপ থাকে বা অবশর সময় গেমস খেলতে পছন্দ করে এবং আনন্দ উপভোগ করে।
Blackmart.Co - অ্যান্ড্রয়েড মোবাইল গেমস ফ্রি সংগ্রহ করার জন্য এই অ্যাপটি অনেক জনপ্রিয়। এই অ্যাপস থেকে গেমস সংগ্রহ করার জন্য আপনাকে এই অ্যাপস মোবাইলে ইন্সটল করতে হবে। গুগল প্লে স্টোরে যে অ্যাপস বা গেমসগুলো ডলার দিয়ে কিনতে বলে সেগুলো এই অ্যাপের মাধ্যমে ফ্রি সংগ্রহ করতে পারবেন। শুধু পেইড গেমস নয় আপনি চাইলে গুগল প্লে স্টোরের ফ্রি গেমসগুলোও এই অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। অ্যাপের মধ্যে প্রবেশ করে যে গেমসটি সংগ্রহ করতে চান সেটার নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
Gametop.Com - পিসি গেম ডাউনলোড করার জন্য এই সাইটে প্রবেশ করতে পারেন। ইন্টারনেটে অনেকে কম্পিউটারের জন্য গেমস খুঁজে থাকে কিন্তু ভালো কোনো ওয়েবসাইটের সন্ধান না জানার কারণে কম্পিউটারে গেমস খেলতে পারে না। এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন গেমস আপলোড করা হয়। আপনি যেকোনো সময় সম্পূর্ণ ফ্রি গেমস সংগ্রহ করতে পারবেন। এই সাইট থেকে গেমস সংগ্রহ করলে গেমের ট্রেইলার দেখতে পারবেন এবং এর মাধ্যমে আপনি জানতে পারবেন গেমসটি কেমন হতে পারে।
Gamejolt.Com - বিভিন্ন ধরনের অ্যাকশন গেমস ও অন্যান্য গেমস সংগ্রহ করতে পারবেন ফ্রি। কিন্তু কিছু হাই কোয়ালিটি গেমস রয়েছে যেগুলো আপনাকে ডলার দিয়ে সংগ্রহ করতে হবে। এই সাইট থেকে শুধু মাত্র আপনি কম্পিউটার গেমস ডাউনলোড করতে পারবেন। ভিডিও গেমস গুলো খুব সুন্দর যা আপনি এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এছাড়া কিছু গেমস সংগ্রহ করার সময় গেমের একটি ট্রেইলার দেখে নিতে পারবেন। আপনি যদি এই সাইট অনেক পছন্দ করে থাকেন তাহলে সাইন আপ করে একটি একাউন্ট খুলে নিতে পারনে।
Oceanofgames.Com - গেম খেলা ডাউনলোড করার জন্য এই সাইট খুব জনপ্রিয়। এই সাইটের নাম দেখেই আপনি হয়তো বুঝে গেছেন এই সাইট গেমের ভান্ডার। কম্পিউটারের জন্য ফ্রি গেমস সংগ্রহ করার এক বিশাল সুযোগ। জনপ্রিয় পিসি গেমস গুলো এই সাইটে খুব সহজেই পেয়ে যাবেন এছাড়া ভিডিও গেম ডাউনলোড করা যাবে এই সাইট থেকে। প্রতিটি গেমস সম্পর্কে খুব ভালো ভাবে বর্ণনা দেওয়া হয়েছে কোন গেমস কোন উইন্ডোজের জন্য কত জিবি র্যাম দরকার ইত্যাদি। এছাড়া কিছু গেমস ইন্সটল করার প্রক্রিয়া ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে।
Uptodown.Com - কম্পিউটার বা মোবাইলের জন্য বিভিন্ন গেমস ও অ্যাপস সংগ্রহ করতে পারবেন এই সাইট থেকে। এই সাইট অনেক জনপ্রিয় কারণ এখানে দুই ডিভাইসের জন্য গেমস বা অ্যাপস পাওয়া যায়। এছাড়া যারা ম্যাক ভার্সন কম্পিউটার ব্যবহার করে তারাও এই ওয়েবসাইট থেকে গেমস সংগ্রহ করতে পারবে। গুগল প্লে স্টোরে সার্চ করে আপনি যে গেমসগুলো না পাবেন সেগুলো এই সাইট থেকে সংগ্রহ করতে পারবেন। আর এই সাইটের সকল গেমস বা অ্যাপস আপনি ফ্রি সংগ্রহ করতে পারবেন।
Ioceanofgames.Com - যারা ইন্টারনেটে বিভিন্ন জনপ্রিয় গেমস ফ্রি সংগ্রহ করতে চান তারা এই সাইটে ভিজিট করতে পারেন। জনপ্রিয় অ্যাকশন গেমস, ক্রিকেট গেমস, ফিফা ফুটবল গেমস ও ভূতের গেমসহ নানা ধরনের গেমস সংগ্রহ করতে পারবেন এই সাইট থেকে। আপনি যদি কোনো গেমস সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই সাইট থেকে আপনার পছন্দের গেমস সম্পর্কে ধারাণা নিয়ে ফ্রি সংগ্রহ করতে পারবেন। এছাড়া কোন গেমস কোনো উইন্ডোজে চলবে ও কত জিবি র্যাম লাগবে ইত্যাদি সব বর্ণনা জেনে নিতে পারবেন গেমস ডাউনলোড করার সময়।
G2a.Com - যারা গেমস খেলতে ভালবাসেন তারা অনেকেই ডিভিডি ক্রয় করে প্রিমিয়াম গেমসগুলো খেলে থাকেন কিন্তু এর জন্য আপনাকে দোকানে যেতে হয়। আপনি চাইলে এখন ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অনলাইন থেকে গেমের সিডি বা প্রিমিয়াম গেমস টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন এই সাইট থেকে। এই সাইট থেকে আপনি অনেক কিছুই টাকা দিয়ে ক্রয় করতে পারবেন কিন্তু পিসি গেমসগুলো বেশি পাবেন। স্বল্প মূল্যে অনেক যেকোনো গেমস সংগ্রহ করতে পারবেন। এছাড়া গেমস বিষয়ক বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন।
কম্পিউটার দিয়ে গেমস খেলার জন্য আরো একটি প্রিমিয়াম সাইট যেটা থেকে বিভিন্ন জনপ্রিয় গেম খেলা ডাউনলোড করতে পারবেন অর্থ প্রদান করার মাধ্যমে। এই সাইটের গেমসগুলো বেশ কোয়ালিটিসম্পূর্ণ এবং এই গেমসগুলো খেলার জন্য আপনার ভালো মানের কম্পিউটার বা গেমিং পিসি দরকার হতে পারে। সাধারণ পিসি দিয়ে সব ধরনের গেমস খেলা যায় না এটা সবাই জানি। আর কোনো সাধারণ পিসি দিয়ে বেশি গেমস খেলা হলে কোনো এক সময় পিসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সাইটের গেমসগুলো আপনি দেখতে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল। সত্যি অসাধারণ গেমস পাওয়া যায় এই সাইটে।
Steampowered.Com - পিসি দিয়ে গেমস খেলার জন্য আরো একটি ভালো মানের গেম খেলা ডাউনলোড করার ওয়েবসাইট। এই সাইট থেকে শুধু গেমস নয় আপনি চাইলে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সফটওয়্যারও টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন। শুধু উইন্ডোজের জন্য নয় আপনি চাইলে ম্যাক ভার্সনের জন্যও গেমস বা অ্যাপস টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন। এই সাইটের যে গেমসটি আপনি ক্রয় করতে যাবনে সে গেমের সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারবেন এবং কিছু গেমের ট্রেইলারও দেখতে পারবেন।
Gog.Com - পিসি বা ল্যাপটপ দিয়ে বিভিন্ন ধরনের গেমস খেলার জন্য এই সাইটে জনপ্রিয় ভিডিও গেমস বা অন্যান্য গেমস পাবেন। অর্থ প্রদান করে গেমস সংগ্রহ করার জন্য এই সাইট বেশ চমৎকার। নতুন যে গেমসগুলো রিলিজ হয়ে সেই গেমসগুলো খুব সহজেই এই সাইটে পেয়ে যাবেন এবং যেকোনো সময় সংগ্রহ করতে পারবেন। প্রতিটি গেমস সম্পর্কে খুব সুন্দর ভাবে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। এবং গেমস সংগ্রহ করার সময় ফ্রি ট্রেইলার দেখে নিতে পারবেন।
গেমস সংগ্রহ করার ওয়েবসাইট নিয়ে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আমাদেকে টিউমেন্ট করে বা ফেসবুকে মেসেজ করে জানাতে পারেন। এবং পরবর্তি আর কোন ধরনের আর্টিকেল চান সেটাও জানাতে পারেন। এই আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে বিভিন্ন জায়গায় শেয়ার করুন ও টিউমেন্ট করুন।
আমি আরিয়ান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।