আশাকরি সবাই ভালোই আছেন। অনেকেই অনেক গেম খেলেছেন আর Assassin's Creed series এর গেম খেলেন নি এমন কোনো গেমার হয়তো পাওয়া কঠিনই হয়ে পরবে। তো Assassin's Creed series এর একদশতম mainstream মুক্তি পাওয়া title, Assassin's creed Odyssey নিয়ে আজকের এই রিভিউ। তো শুরু করা যাক।
বর্ণনাঃ
আপনি যদি AC series এর সবগুলো গেম খেলে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে, এই সিরিজ এর প্রতিটি গেমই stealth gameplay প্রদর্শন করে যা অন্য সব stealth গেম গুলো থেকে সামান্য ভিন্ন ধাচের এবং অনুমান করা যায় যে এটি "One of the best Stealth based game series"। তবে সব সময়ের মতো এবার AC:Odyssey তে তেমন stealth feature আনতে পারে নি ubisoft যা তাদের ব্যার্থ্যতা বই আর কিছু না। (অবশ্যই এই গেমে stealth gameplay রয়েছে। তবে তা ততটাও গ্রহণযোগ্য নয়, যতটা আমরা সবসময় পেয়ে এসেছি)
ভূমিকাঃ
গেমটিতে Ubisoft নিয়ে এসেছে সবচেয়ে বড় পরিবর্তন যা series এর আগের গেম AC:Origins এ সামান্য পরিমাণে ছিল। এটি হচ্ছে Role Play elements.মূলত, AC series টাই এমন যে এখানে আপনি ইতিহাসের অর্ধেক পাতা জানতে পারবেন শুদ্ধ, আর বাকিটা কাল্পনিক। কিন্তু এই installment এর পর নিজ হাতে ইতিহাস বানানোর সেই মহান পদ্ধতি ছাড়া Ubisoft থেকে বেশী কিছু আশাও করা যায় নি এক বিশাল Dynamic Open World ছাড়া।
ধরনঃ
গেমিটি যেহেতু RPG ্গেমপ্লের সমন্বয়ে গঠিত তাই এই প্রথম বারের মতো আমরা হারাতে চলেছি সেই Classic Assassin's Creed vibe নিয়ে গেমিটি উপভোগ করতে। আর এজন্য গেমটিকে metacritic ভালো রেটিং প্রদর্শন করলেও আমাদের কাছে এটি Ubisoft এর একটি বড় বিপর্যয় ছাড়া আর কিছুই বলে মনে হয় নি। তবে এতে আশা হারানোর কোনো উক্তি ফুটে না। যদি আপনি এই গেমটি অন্য সাধারণ গেমের মতোই খেলার চেষ্টা করেন, তবে এই গেম অবশ্যই ভালো লাগবে। আর, এই গেম থেকে যে Hidden Blade এর সূচনা, তা সামান্য হলেও গল্পের সাথে মিলিয়ে রেখেছে Ubisoft। তাই আফসোস করে লাভ নেই। আর গেমটিতে প্রচুর RPG elemnts রাখা হয়েছে যা দেখে আপনি অবাক হবেনই হবেন!আর RPG গেম যে কতটা উন্নত হতে পারে তার স্বয়ং উদাহরণ তো 'The witcher III:Wild hunt' নিজেই। সুতরাং, চিন্তা করারও কোনো বিষয় নেই।
চরিত্রঃ
গেমটিতে এবার আপনি দুটি চরিত্র পাবেন। এখানে AC series এ আপনি দ্বিতীয়বারের মতো আরেকটি মেয়ে চরিত্র দেখতে পারবেন after AC:Liberation.এছাড়াও গেমে রয়েছে অনেক NPCs(Non playable characters).আর এদের মধ্যে রয়েছে অনেক ইতিহাস প্রসিদ্ধ চরিত্রও। তো শুরু করা যাকঃ
১.Kassandra:এই চরিত্রটি আপনি গেমে Female character হিসেবে খেলতে পারবেন। এই চরিত্রটি female হলেও অন্য চরিত্রের ন্যায় শক্তিক্ষম। গেমের গল্পে দুজন ভিন্ন চরিত্র থাকলেও, canonical চরিত্র কিন্তু এই কাসুন্দিই, I mean Kassandra. (Main Character)
২.Alexios:এটি পুরুষ চরিত্র। আর একটা কথা হলো এই চরিত্রের বোন হলো Kassandra.আপনি গেমটি Progress করলে এর বিস্তারিত জেনে যাবেন। উভয় চরিত্র একই Gear ও Level নিয়ে শুরু হলে কেন যেন সবাই Kassandra কেই prefer করছে। 🙀(Main Character)
এই চরিত্রের বাহিরে অনেকগুলো Historical Characters ও গেমে রয়েছে। এদের বৈশিষ্ট তুলে না ধরে শুধু মাত্র ছবি যোগ করা হলোঃ
গেমপ্লে-কে এখানে কয়েকটি ধাপে তুলে ধরা হলো। এগুলো নিম্নে বর্ণিত-
চরিত্রঃ
গেমটিতে দুটি চরিত্র আপনি গেমপ্লে শুরু হওয়ার সময় পেয়ে যাবেন। তবে আপনি যেকোনো একটি চরিত্র নির্বাচন করতে পারবেন। এজন্য আপনাকে একটু ভেবে নিতে হবে। আর গেম শুরু হয়ে গেলে আপনি আর Story mode এ চরিত্র পরিবর্তন করতে পারবেন না।
গুপ্তঘাতকঃ
প্রথমে তো আমরা সবাই অবাক হয়েগিয়েছিলাম গেমপ্লে দেখে। তবে গেমটি প্রচুর Unrealistic হয়ে পরেছে এর Assassination এ Super power এর ব্যবহার দেখে। গেমটিতে RPG element বেশি থাকায় গেমটিতে অতটা stealth play পাবেন না আপনি। তবে ভালো মতো খেললে গেমটি আপনার অবশ্যই ভালো লাগবে। কিন্তু আগের AC গেমগুলোর তুলনায় এবার গেমে তেমন Stealth থাকছে না। 😢তবে হ্যা, নতুন twist ও থাকবে গেমটিতে। আর এই নিয়ে জানতে হলে আপনাকে টিউনের নিচের দিকে চলে যেতে হবে-
World:
এটিই হতে যাচ্ছে ac series এর সব থেকে বড় map যার প্রতিটি কণা আপনি roam করতে পারবেন freely.এজন্য আপনাকে অবশ্যই গেমটিতে progress করে যেতে হবে। না হয় [আমি বন্দি কারাগারে.😆]
অস্ত্রঃ
আরেহ্ ভাই, গেমটি AC: Odyssey(RPG)। গেমে অস্ত্র কম থাকবে এমনটা নয়। হ্যা, এবারের গেমটিতে AC:Origins ও Unity এর তুলনায় বেশি অস্ত্র আছে। তবে আপনি একসাথে দুটি অস্ত্র ব্যবহার করতে পারবেন। আর বেশি অস্ত্র এক সাথে ব্যবহার করতে GTA:V খেলুন। 😄
Crafting:
গেমটিতে AC:Origins এর মতো crafting এর ব্যবস্থা রয়েছে বিধায়, আপনি গেমটিতে যেকোনো প্রকার অস্ত্র ও Armor unlock ও Upgrade করতে পারবেন।
Exploration:
গেমটিতে explore করা যাবে প্রায় 41 square km এলাকা জুড়ে। তবে এর বেশিরভাগই হবে সমূদ্র। আর সমূদ্র মানেই AC:Black Flag.😄তবে ground, sea ছাড়াও explore করতে পারবেন under sea level যেখানে অনেক সময় পেয়ে যেতে পারেন ship-wreck-loot.
Battle:
গেমটিতে আপনি ভিন্ন ভিন্ন Island এর অধিপতি দের হারিয়ে island দখল করতে পারবেন। আর এভাবে progress হবে গেমটি। গেমটিতে আপনি আপনার নৌবহর থেকে সৈন্য নিয়ে জাহাজ যুদ্ধেও যেতে পারবেন। আর জিতে গেলে পাবেন অনেক loot.
Dialogue:
গেমে আপনি অন্য NPC দের সাথে কথা বলতে পারবেন। আর অনেক সময়তো relationship ও হয়ে যেতে পারে। তাই অবশ্যই Anti-homie রুমে গেমটি খেলার চেষ্টা করুন।
গেমপ্লের এখানেই শেষ নয়। তবে গেমটি খেললে আপনি অনেক কিছু জানতে পারবেন।
Story:
গল্প শুরু হয় Main character নিয়ে। যে কিনা একজন mercenary.আর সে তার boss দের কথায় কাজ করে। তাই সে অনেক জায়গা ও অনেক জনের কাছ থেকে কাজ শেষ করে পায় প্রচুর অর্থ। আর এভাবে Athens-Spartan যুদ্ধে সে হয়ে যায় সংযুক্ত আর এভাবে সে গড়ে ওঠে AC series এর এক নতুন assassin রূপে। আর প্রতিটি মিশনেই story এগুতে থাকবে। আর সাথে full quest complete করতে side mission ও complete করতে হবে এমনটা নয়। Side mission পরেও complete করা যাবে। তবে side mission: main mission এর সাথে complete করলে গেম শেষে অনেকগুলো মিশন জমে থাকবে না আর সাথে আপনি আপনার Level UP ও করতে পারবেন। তাই আগেই শেষ করা ভালো।
গেম Gears:
গেমের চরিত্র -কে আপনি নানা ভাবে customize করতে পারবেন। এক্ষেত্রে Legendery থেকে Golden পর্যন্ত armor ও Armory পেয়ে যাবেন আপনি। গেম খেলার সাথে সাথে অবশ্যই আপনাকে Upgrade করতে হবে আপনার gear ও। আর এভাবে level up না হলে শত্রু সামনের মিশন গুলোই আরোও শক্তিশালী হতে থাকবে। আর Male-female উভয় চরিত্রের dress/armor হবে ভিন্ন ধরনের যদিও তারা একই level এর।
গেমের আলোক বর্ণনাঃ:
গেমের Screen shot না দিলে গেমটির বৈশিষ্ট ভালো মতো পাওয়া যায় না। তাই এখানে দেওয়া হলো কিছু In Gameplay Shots:
Minimum Config:
আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারোও দেখা হবে নতুন কোনো টিউন নিয়ে নতুন ভাবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
আমি মোঃশাহরিয়ার আহম্মেদ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Technology, a word of 10 and me a human;these both are true only because of the Almighty.
অসম্ভব সুন্দর বিশ্লেষন। ধন্যবাদ।