আসসালামুআলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। কারন টেকটিউনসের সাথে থাকলে সবাই ভাল থাকে। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। তাই এখন লিখতে বসে গেলাম আরো একটি নতুন টিউন। আপনার হয়তো আমার এই টিউনের টাইটেল দেখে বুঝে গেছেন আজকের টিউনটি কি সম্পর্কিত হতে যাচ্ছে। আপনারা যে গেম গুলো খেলেন সেগুলো শুধুমাত্র প্লে স্টোর থেকে ডাউনলোড করেন। কিংবা অন্য কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন। কিন্তু যখন একটি ওয়েবসাইটে আপনার কোন সমস্যা দেখা দিবে তখন আপনার অন্য কোন ওয়েবসাইট থেকে গেম ডাউনলোড করা দরকার হয়। কিন্তু আপনি কিভাবে জানবেন কোন ওয়েবসাইটে আপনার জন্য ভালো হবে?
প্লে স্টোরে পরিবর্তে অন্য কোন ওয়েবসাইট কেমনে ব্যবহার করবেন? কিংবা অন্য কোন ওয়েবসাইট এর পরিবর্তে প্লে স্টোর ব্যবহার করবেন? আমি তার জন্য আজকে আপনাদের অ্যান্ড্রয়েড এবং জাভা গেম ডাউনলোড করার সেরা পাঁচটি ওয়েবসাইটের নাম বলব যেগুলো আপনারা সকলে ব্যবহার করতে পারবেন খুব সহজে। এজন্য আপনাদের বিশেষ কিছু জানার দরকার নেই আপনারা সাধারণভাবে যেভাবে গেম ডাউনলোড করেন সেভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন।
তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা না বললেই নয়, মানুষ মাত্রই ভুল তাই আমারও ভুল হতে পারে এই টিউন লেখার সময় আমার যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং যদি টিউনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং দয়া করে টিউনের শেষে একটি জোকস দিয়ে দিবেন তো বন্ধুরা শুরু করা যাক।
গুগল প্লে স্টোর। আপনারা সকলে হয়তো গুগল প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করেন। আবার কেউ করেন না। কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর শীর্ষে রয়েছে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর থেকে আপনারা যে কোন এন্ড্রয়েড গেম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনি কোন জাভা গেম ডাউনলোড করতে পারবেন না। এই ওয়েবসাইটটি শুধুমাত্র এন্ড্রয়েড ইউজারদের জন্য।
2008 সালের 22 শে অক্টোবর প্লে স্টোর অ্যাপ টি প্রথম প্রকাশিত হয়েছিল। এটি প্রায় 12 বছর আগে। সেই সময় এই অ্যাপটি প্রকাশিত হয়েছিল এন্ড্রয়েড মার্কেট হিসেবে। কিন্তু পরবর্তীতে 2012 সালের 6 মার্চ প্রায় নয় বছর আগে এটি প্রকাশিত হয় গুগল প্লে হিসেবে। যাকে আমরা বর্তমানে গুগল প্লে স্টোর নামে চিনি। গুগল প্লে স্টোর অ্যাপ এবং ওয়েবসাইটে আপনি যেকোনো ধরনের এন্ড্রয়েড গেম পেয়ে যাবেন। এগুলোর কোনোটি ফ্রিতে এবং কোন গুলো পেড মানে টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু প্লেস্টোরে ফ্রিতে ডাউনলোড করা গেম এর সংখ্যায় বেশি। আপনি এই ওয়েবসাইটটিতে নানা ধরনের গেম পাবেন যেমন: ফাইটিং গেম, রেসিং গেম, গল্প-কৌতুক অ্যাপ ইত্যাদি।
তাছাড়া আপনি প্লে স্টোরে অ্যাপ কিংবা গেম এর রেটিং দেখে নির্বাচন করতে পারবেন যে আপনার জন্য কোন গেম অ্যাপ টি সেরা হবে। তাছাড়া আপনি গেম ডাউনলোড করার সময় গেম এর সাথে ওই গেমের কিছু স্ক্রিনশট সহ সামান্য কিছু বিবরণ দেখতে পাবেন। যা আপনাকে জানতে সাহায্য করবে। যে ওই গেমটি কিংবা অ্যাপটি কি সম্পর্কিত আপনি যদি অ্যাডভান্স লেভেলের কিংবা বেসিক লেভেলের কোন গেম ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোর অ্যাপ টি হবে আপনার জন্য সেরা। তবে এটা শুধু অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। জাভা ইউজারদের জন্য না। কারণ জাভা মোবাইলে প্লে স্টোর ওয়েবসাইট কিংবা সাপোর্ট করে না। যার কারণে প্লে স্টোরে জাভা গেম পাবলিশ করা থাকে না।
আপনার হয়তো এ ওয়েবসাইটটিকে সকলেই চেনেন। কারণ এই ওয়েবসাইটটি খুব কম সময় এর মধ্যেই অধিক জনপ্রিয়তা লাভ করেছে। যা শুধু অ্যান্ড্রয়েড ইউজারদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং জাভা ইউজার পর্যন্ত ছড়িয়ে গেছে। এই ওয়েবসাইট থেকে আপনি অ্যান্ড্রয়েড কিংবা জাভা যে কোন গেম ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনি আপনার ফোনের জন্য ওয়ালপেপার মিউজিক ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার দিক থেকে এই ওয়েবসাইটের ডাউনলোড স্পিড খুব ভালো।
এখানে আপনি জাভা কিংবা অ্যান্ড্রয়েড গেম ডাউনলোড করতে এলে সেই গেম এর নিচে তার বিস্তারিত ভাবে বিবরণ দেখতে পাবেন। শুধু স্ক্রিনশট এর মধ্যেই সীমাবদ্ধ নয় বিস্তারিতভাবে প্রতিটা গেমের রিভিউ দেওয়া থাকে। যদি আপনি প্লে স্টোর অ্যাপ এর পরিবর্তে কোন ওয়েবসাইট কিংবা অ্যাপ চান তাহলে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
আপনি এই ওয়েবসাইটটিতে বা অ্যাপে যদি জাভা ফোন দিয়ে প্রবেশ করেন তাহলে আপনাকে শুধু java-game গুলোই দেখানো হবে এবং যদি আপনি আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে প্রবেশ করেন তাহলে আপনাকে আপনার এন্ড্রয়েড ফোনের জন্য গেমগুলো দেখানো হবে যেগুলো আপনার নিজস্ব কোন গুলোতে সাপোর্ট করবে।
এ ওয়েবসাইটটিও ঠিক ঐ রকমই কিন্তু এই ওয়েব সাইটে আপনি প্রবেশ করলে আপনাকে আপনার নিজস্ব ফোন অনুযায়ী গেম গুলো দেখানো হবে না। আপনাকে সেখানে প্রবেশ করার পর আপনার ফোনের মডেল কিংবা ফোনের নাম সেখানে লিখতে হবে তারপরে আপনি যে গেমটি লিখবেন সেটি আপনার ফোনে আসবে এবং আপনার ফোনে সাপোর্ট করবে। এই ওয়েবসাইট থেকে প্লে স্টোর থেকে ভাল বলা যায় কারণ এ ওয়েবসাইটটি থেকেও জাভা গেম ডাউনলোড করা যায় এবং সেগুলো খুব হাই স্প্রিডে ডাউনলোড হয়।
আমরা প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করলে গেম ডাউনলোড করার আগে ফোন কে রক্ষা করার জন্য সেটি ভেরিফাই করা হয়। সেরকমই ওয়েবসাইটেও ঠিক একই রকম। আপনি জাভা ফোন দিয়ে গেম ডাউনলোড করলেও আপনার গেম টি ভেরিফাই করা হবে যাতে করে আপনার জাভা ফোনের কোন ক্ষতি হবে না এবং আপনার মেমোরিতে কোনো প্রভাব ফেলবে না। যার কারণে আপনি যদি একজন জাভা ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ওয়েবসাইটটি হবে সেরা।
আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাও আপনি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। কারন আমি নিজেও ওয়েবসাইটটি থেকে গেম ডাউনলোড করে দেখেছি এবং প্রত্যেকটি গ্রামে ইতিবাচক প্রভাব পেয়েছি। ফোনের জন্য কোন নেতিবাচক প্রভাব ফেলবে না।
গেম ডাউনলোড করার জন্য এ ওয়েবসাইটটিও কিন্তু অধিক জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু এর আগেরগুলোর থেকে এটি একটি নেতিবাচক প্রভাব ফেলে। কারণ গেম ডাউনলোড করার সময় এতে কোন ভেরিফাই প্রটেক্ট করা হয় না কিংবা ফোনের জন্য কোন স্ক্যান করা হয় না। আবার কোন গেম সম্পর্কে আপনি এখানে রিভিউ পাবেন কিন্তু গেমগুলোর জন্য কোন স্কিন শর্ট পাবেন না। বিশেষ করে জাভা গেম কিংবা অ্যাপসের জন্য। কিন্তু আপনি এখানে হাই স্পিডে গেম ডাউনলোড করতে পারবেন। তবে আপনার ফোনের জন্য একটু নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবুও এক গেমটি এই অ্যাপটিতে অনেক ধরনের গেম পাওয়া যায়। যেগুলো গেটজার ডটকম ওয়েবসাইটটিতে পাওয়া যায় না। যেমন: পাজেল, রেসিং গেম, ফাইটিং গেম, শুটার গেম ইত্যাদি। তাই আপনি যদি কোনো ভিন্ন কোয়ালিটির গেম খেলতে চান যেগুলো অন্য কোন ওয়েবসাইট কিংবা অ্যাপ এ পাওয়া যায় না তাহলে আপনি অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। সে দিক থেকে আপনার জন্যে এই অ্যাপটি হবে সেরা যা শুধু এন্ড্রয়েড ফোনের জন্য নয় বরং জাভা ফোনের জন্য বটে।
আপনি এ ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে খুব ভালো মানের গেম কিংবা অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং আপনি এখানে প্রতিটা গেম এবং অ্যাপ এর নিজস্ব রিভিউ দেখতে পাবেন। যেগুলো বিস্তারিত ভাবে লিখা থাকে। এজন্যই এ ওয়েবসাইট কিংবা অ্যাপটি উন্নতির দিকে এগোচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই। আপনি এখানে গেম ডাউনলোড করতে গেলেই আপনার ফোনের নামটি দিয়ে দেবেন তারপর আপনি সেখানে গেমের নাম লিখে সার্চ করলেই আপনার ফোনের সাপোর্ট করবে এমন গেম তারা সাজেস্ট করে দেবে।
যেহেতু এ ওয়েবসাইটটি খুব নতুন তাই এ ওয়েবসাইটের তেমন কোনো ফিউচারস নেই। যার ফলে আপনি গেম ডাউনলোড করার সময় আপনার গেম ভেরিফাই হবে না। বা স্ক্যান করা হবে না। যার জন্য আপনার ফোনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর ফলে আপনার ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে।
আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোর অ্যাপ টি হবে আপনার জন্য সেরা এবং আপনি যদি জাভা ইউজার হয়ে থাকেন তাহলে আমার দেওয়া বাকি চারটি ওয়েবসাইট বা অ্যাপ আপনার জন্য ভালো হতে পারে। আর এই চারটির মধ্যে আমি সাজেস্ট করবো mobile9.com ওয়েবসাইটটি কারণ এই ওয়েবসাইটটি আপনার ফোনের জন্য কোন নেতিবাচক প্রভাব ফেলবে না যা অন্য তিনটি ওয়েবসাইট এর ক্ষেত্রে ঘটে।
তো বন্ধুরা আশাকরি টিউনটি আপনাদের ভাল লেগেছে। আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি টিউনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং টিউনটিতে জোজস অপশনে ক্লিক করে যাবেন এবং আমার সাথে থাকার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখবেন। এ টিউনটি সম্পর্কে আপনাদের জন্য যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে টিউমেন্ট করবেন। আমি আপনাদের প্রতিটি টিউমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।
আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
নির্দেশনা [০১]
প্রিয় টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউনে, টিউনের সাথে মিল রেখে প্রাসঙ্গিক টিউন বিভাগ নির্বাচন করা হয়নি।
করনীয়:
টিউনে, টিউনের সাথে মিল রেখে প্রাসঙ্গিক টিউন বিভাগ নির্বাচন করে টিউন আপডেট করুন।
খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।