আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটি নতুন গেম সম্পর্কে জানাতে এসেছি, খুব শীঘ্রই যা হয়তো আপনার মোবাইলে পাওয়া যাবে।
The Pokemon Company-র Pokemon Go এর ব্যাপক জনপ্রিয়তার পর এবার আসছে Pokemon Unite. জুলাইয়ের ২ তারিখে প্রাথমিকভাবে রিলিজ হলেও মোবাইলে খেলা যাবে সেপ্টেম্বর থেকে।
Tencent এর সাবব্র্যান্ড TiMi Studio এর বানানো Pokemon Unite একটি দলভিত্তিক খেলা যেখানে পাঁচজন করে ২ দল মুখোমুখি খেলবে। জুলাইয়ে এটি প্রথমে Nintendo Switch(একটি গেমিং ডিভাইস) এ খেলা যাবে এবং সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য উন্মুক্ত করা হবে।
Pokemon Unite ডিভাইস ক্রস-প্লে করেও খেলা যাবে যদি আপনি Pokemon Training Club একাউন্ট বা Nintendo Account দিয়ে সাইন ইন করেন।
গেমটি একদম বিনামূল্যে খেলা যাবে শুরু থেকেই, তবে এতে in-game purchase এর সুবিধা রয়েছে। এখনকার সব গেমেই এই পদ্ধতি দেখা যায়, যেমনঃ PUBG তে Royale Pass ক্রয় করতে হয়। এই গেমে ক্রয় করা যাবে "Aeos gems". এটি না কিনেও আপনি তা পেতে পারেন শুধুমাত্র গেমটি নিয়মিত খেলার মাধ্যমে। এর সাহায্যে কসমেটিক এবং অন্যান্য আইটেম কেনা যাবে। এছাড়াও খেলার মাধ্যমেই পাওয়া যাবে টিকেট যার সাহায্যে ব্যাটল করা যাবে। গেমটিতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য থাকবে Battle Season Pass যা দ্বারা গেমারদের র্যাংক করা হবে এবং আলাদা রিওয়ার্ড দেয়া হবে। গেমটির সিনেমাটিক ট্রেইলার দেখে নিন:"https://youtu.be/Q3WMddjkuwM"
Pokemon Unite এর জনপ্রিয়তা নিয়ে এখনই জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে। অনেকেই এটিকে ফ্লপ হিসেবে দেখছেন, যদিও Pokemon Go এর ব্যাপারেও তারা একই ধারণা করেছিল কারণ এই জনরার League Of Legends এবং DOTA 2 এর মতো MOBA(multiplayer online battle arena) তখন ব্যাপক জনপ্রিয় ছিল। কিন্তু Pokemon Go ব্যাপক জনপ্রিয় হয়েছিল। Pokemon Unite এ অনেক জনপ্রিয় গেমিং চরিত্র থাকায় এবং নতুন ফিচার উন্মুক্ত করায় এটি নতুন ফেনবেস তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও Tencent এর আলাদা ব্যবহারকারী টাকা এর সর্বোচ্চ জনপ্রিয়তা আসবে বলে আশা করা যাচ্ছে।
বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে PUBG এবং FREE FIRE নিষিদ্ধ করায় Pokemon Unite দ্রুতই বাজার দখল করতে পারবে। আর অনেক প্রো গেমার এই গেমটি নিয়ে অনেক আশা এবং এক্সাইটমেন্ট প্রকাশ করেছেন। তো আপনি কেমন আশা করছেন জানিয়ে দিন টিউমেন্টে।
আমি মো.জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।