আশাকরি মহান রাব্বুল আলামিনের দয়ায় ও মায়ায় সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন। সবাইকে আমার আজকের এই টিউনে স্বাগতম। বন্ধুরা আমরা সবাই জানি পৃথিবীতে অনেক ধরনের গেমস রয়েছে। তার মাঝে অনেক গেমস ইসলামের বিধান অনুযায়ী হালাল। আবার অনেক গেমস ইসলামের বিধান অনুযায়ী হারাম। ঠিক তেমনি ভাবে আজকের এই টিউনে নতুন আরেকটি টপিক ফ্রি ফায়ার নিয়ে কথা বলব।
ফ্রি ফায়ার গেমস মুসলমানদের জন্য সম্পুর্ণ রুপে হারাম, হারাম, হারাম এবং ইসলামের ভিত্তিতে নিষিদ্ধ একটি গেমস। এই গেমস কিভাবে কৌশলে করে মুসলমানদের ধর্মিয় অনুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছে, এবং মুসলমানদের সময় নষ্ট করছে, ঈমান নষ্ট করছে একের পর এক প্রুফ প্রমাণ সহকারে দেখাব। আমি আশাকরি আজকের এই টিউন দেখার পর আপনি আপনার মোবাইল থেকে ফ্রি ফায়ার গেমস Uninstall করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।
১. প্রথমে আমি আপনাদের দেখাতে চাচ্ছি, এই গেমসে এক পর্যায়ে একটা ফাইটারের এক পাশে লেখা হয়েছিল "আল্লাহ" আরেক পাশে "হোম"। এই বিষয়টি নিয়ে যখন সমালোচনা হয়েছিল সারা বিশ্বে তখন তারা এই গেমস থেকে এটা তুলে নিয়েছে। ভাই ও বন্ধুরা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন? তারা কেন একপাশে মহান রাব্বুল আলামিনের নাম আরেক পাশে হোম ব্যবহার করল। স্পষ্ট বুঝা যাচ্ছে তারা মুসলমানদের ঈমানের উপর আঘাত আনতে চাইছে।
২. এই গেমসের এক পর্যায়ে কয়েকটি মুর্তি দেখা যায়। সেখানে আপনারা একটু ভালো ভাবে লক্ষ করলে দেকতে পারবেন, এই একটা মুর্তি দেখতে অনেকটাই ফেরাউনের মুর্তির মতো। হুবহু না মিললেও কমপক্ষে ৮০% ফেরাউনের মুর্তির সাথে মিলে যাচ্ছে।
৩. এই গেমসের এক পর্যায়ে দেখা যাচ্ছে একজন ব্যক্তির এক চোখ অন্য রকম। যা কিনা দার্জালের সিম্বলের সাথে মিলে যাচ্ছে। আর দার্জালের অনুসারীরা কৌশলে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর দার্জালের সিম্বল মুসলমানদের জন্য সম্পুর্ণ রুপে হারাম সেটা আপনারা জানেন।
৪. এই গেমসের একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আরবি কিছু লেখা রয়েছে। আর এই আরবি লেখার অর্থ হচ্ছে পুরনো কোন সমাধি বা পুরনো কোন কবর স্থান। বিষয় টি আপনি কিভাবে দেখছেন? কবর স্থান কে তারা তাদের গেমসে উপস্থাপন করল। আর এই বিষয়টি ইসলামের বিধান অনুযায়ী সম্পুর্ণ রুপে হারাম।
বন্ধুরা এই রকম গেমস গুলা ইসলামের বিধানে সম্পুর্ণ হারম। যেই গেমসে শরীর চর্চা থাকবে অর্থাৎ আপনার উদ্দেশ্য থাকবে শরীর চর্চা এই রকম গেমস হালাল। কিন্তু এই গেমসে আপনার কোন উপকারিতা নেই যা হচ্ছে সব ক্ষতির দিক।
এত কিছুর পরেও যদি আপনি এই গেমস না ছাড়তে পারেন যদি আপনাকে এই গেমস খেলতে হয়। আপনি এই গেমসটি ছাড়তে পারবেন না তাহলে আপনি বুঝে নিবেন, আপনি ইসলাম থেকে অনেক দূরে চলে গেছেন। আমি বলব মুসলমানদের আপনারা এই গেমসটি খেলবেন না, সাপোর্ট করবেননা। আমরা যদি তাদের সাপোর্ট করি তাহলে তারা এই রকম গেমস আরো আপডেট করবে। আর আমাদের ইসলামের উপর আঘাত আনবে। মনে রাখতে হবে আমরা সবাই মৃত্যুর পরে সব কিছুর জবাব দিতে হবে। তাই আমরা চেষ্ঠা করব এমন গেমস খেলতে যে গেমস শরীর চর্চার জন্য খেলা হয়। কোন ভাবে হারাম কিছু না হয় সেই গেমস খেলার চেষ্টা করব।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটিতে ভুল রয়েছে।
কারণ:
যথাযত নির্দেশনা সত্ত্বেও আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেটটির বিভিন্ন এলিমেন্টের পজিশন পরিবর্তন করে টিউন থাম্বনেইল টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট করে সে টিউন থাম্বনেইল টেমপ্লেট দিয়ে টিউন থাম্বনেইল তৈরি করে সেট করা হয়েছে।
টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেটটিতে নির্দেশিত এলিমেন্ট ছাড়া অন্য কোন এলিমেন্টের কোন ধরনের চেঞ্জ করা যায় না। ভুল বসতও চেঞ্জ করা যায় না। কারণ তা না হলে টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট হয়ে যায়।
করণীয়:
টিউন থাম্বনেইল টেমপ্লেটটি আপনাকে নতুন করে রি-এসাইন করা হয়েছে। আপনার মেইল চেক করুন। নতুন করে রি-এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট এর মাধ্যেমে এই টিউনের থাম্বনেইল আবার তৈরি করে সেট করুন।
পরবর্তিতে যেন আবার টিউন থাম্বনেইল টেমপ্লেটটির বিভিন্ন এলিমেন্টের পজিশন পরিবর্তন হয়ে টিউন থাম্বনেইল টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট হয়ে না যায় সে বিষয়ে বিষয়ে সতর্ক থাকতে হবে।
পরবর্তিতে টিউন থাম্বনেইল টেমপ্লেটের বিভিন্ন এলিমেন্টের পজিশন পরিবর্তন করে টিউন থাম্বনেইল টেমপ্লেটের কনসিসটেন্টসি নষ্ট করা হলে আপনার ট্রাসটেড টিউনারশীপ অপসারিত হবে।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।