পাবজির মতো বিকল্প ৬ গেমসঃপাবজির চেয়ে কম কিসে?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

বর্তমানে গেইমিংস হয়ে উঠেছে নেশার চেয়েও বেশি কিছু। গেইমিং এর সাথে পরিচিত না এমন লোক খুব কমই আছে। একটা সময় ছোট্ট টোং ঘরের ভেতরে এক টাকা দিয়ে টিভির মতো ইয়া বড় মনিটরে যে গেম খেলতাম তা ছিলো আমাদের সোনালী শৈশবের এক বড় বিনোদনের উৎস। তবে দিন পালটে গেইমিং এর জন্যই আজকাল বিভিন্ন গ্যাজেট ব্র্যান্ড বের করছে বিভিন্ন গেইমিং মোবাইল বা গেইমিং পিসি। এগুলো আবার আপডেট করে নিয়ে আসা হচ্ছে বাজারে। বাজারে আসার সাথে সাথেই চলছে কেনার ধুম।

তো এই গেইমের সাথে পরিচয় আমাদের অনেক আগে থেকেই। তবে আস্তে আস্তে যুগের ক্রমান্বয়ে পরিবর্তন হতে হতে অনেক ধরনের নতুন গেইমসের দেখা পেয়েছি আমরা। তাদের মধ্যে অন্যতম একটি নেম, ফেম, ও টাকা কামানো গেইম হচ্ছে 'পাবজি'। এই গেইমসই পাল্টে দিয়েছে গেইমিং জগৎের সকল চিত্র। এতটা জনপ্রিয় হয়েছে এই গেইমসটি যা বলার মতো না। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

তবে এই আর্টিকেলে পাবজি নিয়ে কথা হবে না। আজ কথা বলতে যাচ্ছি এর মতোই ৬টি গেমস নিয়ে, যেগুলো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারবেন। আসলে 'পাবজি'র স্টোরেজ বেশি থাকায়, এটিকে অনেকেই পছন্দ করে না। তোঁ তাদের জন্য এটি বেশ হতাশার ব্যাপার। জেনে আসা যাক এই ৬টি গেইমসের ব্যাপারে বিস্তারিত

১. অমেগা লিজেন্ডসঃ

এই গেইমটি পুরোটাই অনলাইন বেইস। গেইমটিতে দুইটি মোড দেয়া হয়েছে। একটি হচ্ছে নরম্যাল মোড এবং আরেকটি হচ্ছে স্পিজাল মোড। গেইমটিতে আরও রয়েছে রিয়্যাল টাইম সার প্লেয়ার। 'পাবজি'তে যেমন একটি টিমে চার জন করে থাকে, এই গেমসে একটি টিমে থাকবে তিন জন করে। এটি ভিন্ন ভিন্ন গ্রাফিক্স এবং অসাধারণ স্পিডির একটি গেইম। আরেকটি ভালো বিষয় হচ্ছে, এই গেইমটি যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলেই খুব ভালোভাবেই, ল্যাকিং ছাড়াই ইনজয় করা যাবে।

২. নাইভস আউটঃ

এই গেইমটিও অনলাইন ভিত্তিক ব্যাটল রয়েল মাল্টি প্লেয়ার গেইম। গেইমটিতে অনেকটাই 'পাবজি'র মতো গ্রাফিক্স পেয়ে যাবেন। এই গেইমটিতে ব্যাটলের জন্য অনেকগুলো ম্যাপও পেয়ে যাবেন। বিভিন্ন ক্যারেক্টারও পাওয়া যাচ্ছে এই গেইমটিতে। গেইমটির কন্ট্রোলিংও অনেকটা 'পাবজি'র মতো। গেইমটি এফপিএস মোডেও খেলা যাবে।

৩. ক্রিয়েটিভ ডিসট্রাকশনঃ

এই গেইমটি অনেক স্টাইলিশ একটি গেইম। ওপেন ওয়ার্ল্ড ব্যাটল রয়েল গেইম এটি। এই গেইমটিকে 'স্যান্ডবক্স সারভাইভাল' গেইমসও বলা হয়। গেইমটিতে আরও রয়েছে ১০০ জন প্লেয়ারের ডেড ম্যাচ মোড। আরও বিভিন্ন ধরনের মোড পেয়ে যাবে এই গেইমটিতে। গেইমটির গ্রাফিক্স ছিলো দেখার মতো। বিভিন্ন স্টাইলিশ কার্ড এবং ইউনিক গানও থাকছে এই গেইমে। যারা একটু ভিন্ন ধরনের ব্যাটল রয়েল গেইম খুজছেন, এই গেইমটি তাদের জন্য।

৪. সাইবার হান্টারঃ

এই গেইমটিও একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়েল গেইম। গেইমটি থেকে আলাদা একটি মজা পাবেন। গেইমটিতে দেয় হয়েছে অসাধারন মানের গ্রাফিক্স। বরাবরের মতো বিভিন্ন ক্যারেক্টার পাওয়া যাবে গেইমটিতে। গেইমটিতে দেয়া হয়েছে কিছু নতুন মোড, যেগুলো খুব আকর্ষনীয়।

যেমনঃ যেকোনো বিল্ডিং বা দেয়াল টপকে উঠে যাওয়া, যেকোনো গাছের উপর উঠে এনিমি খুঁজা ইত্যাদি। নতুন হিসেবে আরও থাকছে রলি জাম্পিং মোড।

৫. রুলস অফ সার্ভাইভালঃ

এই গেইমটি অনলাইন কম্পেটেটিভ মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়েল গেইম। এই গেইমটির রিভিউ বেশ ভালো। পুরো বিশ্ব জুড়ে এই গেইমটির ডাউনলোড কারীর সংখ্যা ২০০ মিলিওনের বেশি। গেইমটিতে ১২০ জন প্লেয়ার, প্লেন থেকে ল্যান্ড করে ব্যাটল করতে পারবে। গেইমটি সলো, ডুয়ো বা স্কোয়াড মোডেও খেলা যাবে। গেইমের এয়ারড্রপিং গুলো অসাধারন ছিলো। গেইমটি হাই গ্রাফিক্যাল হওয়ায় গেইমের মধ্যে বিভিন্ন সিনারি ছিলো দেখার মতো।

৬. ফোর্টনাইটঃ

অনেকেই হয়তো জানেনা ব্যাটল রয়েল গেইমের সূচনা এই গেইম থেকেই হয়েছিলো। প্রথমে এই গেইমটি ছাড়া হয়েছিলো পিসি ভার্সনে। যেটা শুধু কম্পিউটারেই খেলা যেতো। পরে আস্তে আস্তে এটিকে অ্যান্ড্রয়েডের জন্য বানিয়ে ছাড়া হয়। এই গেইমটি 'পাবজি'র সেম টি সেমই বলা হয়। সেমভাবেই 'পাবজি'র মতো থাকছে এই গেইমে বিভিন্ন ক্যারেক্টার। যাদের এবিলিটিসও থাকছে দারুন। কালারফুল হাই গ্রাফিক্স থাকছে, আরও থাকছে অনেক ম্যাপ এবং ব্যাটল মোড।

Level 0

আমি মোঃ ইউসুফ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী হাই-রেজুলেশনের, হাই-কোয়ালিটি, টিউনের সঙ্গে প্রাসঙ্গিক, Copyright Free ও Royalty-Free ইমেইজ Full Size ও ওয়াটারমার্ক মুক্ত ইমেইজ যোগ করা হয়নি।

করনীয়:

‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী টিউনে হাই-রেজুলেশনের ওয়াটারমার্ক মুক্ত ইমেইজ যোগ করুন। সেই সাথে হাই-কোয়ালিটি, টিউনের সঙ্গে প্রাসঙ্গিক, Copyright Free ও Royalty-Free ইমেইজ Full Size এ যোগ করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।